ওয়ারশ চুক্তি সম্পর্কে আলোচনা কর
![]() |
ওয়ারশ চুক্তি সম্পর্কে টীকা লেখ
ন্যাটোর প্রতিপক্ষ হিসাবে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ১৯৫০ সালের ওয়ারশ চুক্তি সম্পাদিত হয় ৷ এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি ছিল যে লোভিয়া , রোমানিয়া ,বুলগেরিয়া ,আলবেনিয়া ও পূর্ব জার্মানির মধ্যে ৷
![]() |
ওয়ারশ চুক্তিতে স্বাক্ষর করী দেশ |
ওয়ারশ চুক্তিতে বলা হয়েছে চুক্তিতে স্বাক্ষরকারী কোন দেশ যদি আক্রান্ত হয় তাতে স্বাক্ষরকারী সকল দেশ একসঙ্গে ওই আক্রমণকে মোকাবেলা করবে ৷ এই চুক্তির সপ্তম ধারায় বলা হয়েছিল স্বাক্ষরকারী কোন রাষ্ট্র এই ধরনের অন্য কোন চুক্তিতে যোগদান করতে পারবে না ৷ এই চুক্তির সংগঠকরা রাষ্ট্রপুঞ্জের সনদের প্রতি আনুগত্য দেখিয়েছিল চুক্তিবদ্ধ রাষ্ট্র গুলির মধ্যে সাম্য বজায় থাকবে তাদের মধ্যে কোন বৈষম্য থাকবে না ৷ চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি এমন কোন কাজ করবে না যার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের অস্তিত্ব সংকটে পড়ে ৷
হোয়াট ইস চুক্তির প্রথম মেয়াদ ছিল কুড়ি বছর ৷ এই চুক্তি আসলে ছিল সোভিয়েত রাশিয়া নেতৃত্বে একটি সামরিক জোট ৷ চুক্তিবদ্ধ রাষ্ট্র গুলির সৈন্যদের নিয়ে একটি সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী গঠন করা হয়েছিল ৷ এই বাহিনীর সেনাপতি ছিলেন সোভিয়েত যুক্তরাষ্ট্রের মার্শাল কনের ৷ এই বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয় মস্কোতে তাই ওয়ারশ চুক্তি ছিল ন্যাটোর পাল্টা জবাব ৷
তোমাকে অনেক ধন্যবাদ ওয়ারশ চুক্তি সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য