;ট্রুম্যান নীতি সম্পর্কে কি জানো আলোচনা কর

;ট্রুম্যান নীতি সম্পর্কে কি জানো আলোচনা কর
সাম্যবাদের প্রসারে ভীত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ভাবে এর প্রতিরোধ করতে চেষ্টা করেন এমনই এক প্রতিরোধ পন্থা হলে ট্রুম্যান নীতির প্রবর্তন ৷ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ছিলেন এই নীতির উদ্ভাবক ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সমগ্র বিশ্ব একই সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের সম্মুখীন হয় ৷ অর্থনৈতিক সংকটের কারণ ছিল যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি,সেইসঙ্গে প্রবল মুদ্রাস্ফীতি,আর্থিক মন্দা , মিত্র শক্তি গুলিকে রাজনৈতিক সংকটের সম্মুখীন হই ৷ পূর্ব ইউরোপের রুশ প্রভাব প্রতিষ্ঠা এমনকি পশ্চিম ইউরোপ ফ্রান্স ও ইতালিতে কমিউনিস্ট প্রভাব বিস্তার করতে থাকে ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রুশ প্রভাব বৃদ্ধি ইঙ্গ-মার্কিন পক্ষকে সতর্কিত করে তোলে ৷ এই অবস্থায় 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে আমেরিকার ফুলটন শহরে ট্রুম্যান তার ফুলটন বক্তৃতাতে বলেন," বিশ্বের যে কোন দেশে রুশ বা কোন বহিরাগত অগ্রাসনের বিরুদ্ধে আমিরিক সামরিক ও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে তিনি আরো বলেন কমিউনিস্টদের প্রতিরোধ করা না গেলে বিশ্বশান্তি চরম সংকটের সম্মুখীন হবে এমনকি আমেরিকার কল্যাণও সংকটের মুখে পড়বে ৷"দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডের আর্থিক সংকট শোচনীয় হয়ে পড়ার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ইংল্যান্ড আর সাহায্য করতে পারছিল না ৷ গ্রীক থেকে ৪০ হাজার ব্রিটিশ সৈন্য ফিরিয়ে নেওয়া হয় । চার্চিল আরো বলেন গ্রিসে কমিউনিস্ট প্রাধান্য প্রতিষ্ঠা হয় অর্থ ভূমধ্যসাগর ও বলকান মিত্রশক্তির হাতছাড়া হবে ৷ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ই মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের বক্তৃতা অনুযায়ী মার্কিন সরকার গ্রীস ও তুরস্ক থেকে চার শত মিলিয়ন ডলার সাময়িক অর্থনৈতিক সাহায্য দিয়ে সোভিয়েত তথা সাম্যবাদের প্রভাব হাস করেন ৷
ট্রুম্যান নীতি প্রকাশ্যে রুশ অগ্রাসনের প্রতিবিধানের কথা বললেও এই নীতির অপর উদ্দেশ্য ছিল মার্কিন বাণিজ্য এবং মার্কিন স্বার্থকে সুরক্ষিত করা ৷ কারণ যুদ্ধের অবসান হলে আমেরিকার অস্ত্র কোম্পানির মালিকরা চিন্তিত হয়ে পড়ে ৷ তাদের চাপে ট্রুম্যান এই নীতি গ্রহণ করে পৃথিবীর বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে অর্থ কিনতে প্রচলিত করেন এবং যুদ্ধের বাতাবরণ তৈরি করেন ৷ এই সকল কার্যকলাপের মাধ্যমে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের উপর থেকে সোভিয়েত উভামুক্ত করার সাথে সাথে নিজেদের দৃঢ় কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিলেন এর ফলশ্রুতিতে ঠান্ডা লড়াই এর উদ্ভব হয়েছিল ৷