নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়
উত্তর দক্ষিণ উভয় মেরু অঞ্চলকে নিশিথ সূর্যের দেশ বলা হয় ৷
সূর্য রশ্মি পৃথিবীতে পতিত হওয়ার জন্য এ পৃথিবী আলোকিত হয় ৷ কিন্তু পৃথিবীর সর্বত্র সমানভাবে পতিত হয়না ৷ সূর্য রশ্মির পতনের তারতম্যের জন্য বিভিন্ন রীতিতে উষ্ণতা তারতমে ঘটে থাকে ৷ এর মূলে রয়েছে পৃথিবীর অবস্থান ৷ সূর্য রশ্মি ভূপৃষ্ঠের কোথাও লম্বভাবে কিরণ দেয় আবার কোথাও বা তা পৃথিবীতে তির্যকভাবে পতিত হয় । যে স্থানে শীত প্রদান হতে বাধ্য । স্বাভাবিক কারণেই সেই দেশের ওপর সূর্য লম্বা ভাবে কিরণ দিলে সেই স্থান উষ্ণ হবেই ৷ মেরু অঞ্চল হিম মন্ডলের অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মেরু উভয় মেরু । 66½° উত্তর অক্ষাংশ এবং সাড়ে 66½° ডিগ্রী দক্ষিণ অক্ষাংশই থেকে উভয় মেরবিন্দু পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল হিমমণ্ডল বলে পরিচিত ৷ দক্ষিণ গোলার্ধে এই অঞ্চল হিমমন্ডল উত্তর ও দক্ষিণ উভয়ই মন্ডলে সূর্য কিরণ সারা বছর সবচেয়ে বেশি তির্যকভাবে পড়ে ফলে উভয় মেরুর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি শীতল ৷ আর উভয় মেরু অঞ্চলে বছরের 6 মাস এক নাগাড়ে দিন আর 6 মাস রাত্রি ৷ অর্থাৎ যে ৬ মাস দিন থাকে তখন রাত্রি বলে কিছু থাকে না,আর যখন রাত্রি হওয়ার কথা তখন সূর্যের আলোয় বরফের রাজ্য মেরু অঞ্চল ঝলমল করতে থাকে ৷ একথা বিবেচনা করে উত্তর দক্ষিণ উভয় মেরু অঞ্চলকে নিশিথ সূর্যের দেশ বলা হয় ।