নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়

নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়

 নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়

নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়

ত্তর দক্ষিণ উভয় মেরু অঞ্চলকে নিশিথ সূর্যের দেশ বলা হয় ৷

সূর্য রশ্মি পৃথিবীতে পতিত হওয়ার জন্য এ পৃথিবী আলোকিত হয় ৷ কিন্তু পৃথিবীর সর্বত্র সমানভাবে পতিত হয়না ৷ সূর্য রশ্মির পতনের তারতম্যের জন্য বিভিন্ন রীতিতে উষ্ণতা তারতমে ঘটে থাকে ৷ এর মূলে রয়েছে পৃথিবীর অবস্থান ৷ সূর্য রশ্মি ভূপৃষ্ঠের কোথাও লম্বভাবে কিরণ দেয় আবার কোথাও বা তা পৃথিবীতে তির্যকভাবে পতিত হয় । যে স্থানে শীত প্রদান হতে বাধ্য । স্বাভাবিক কারণেই সেই দেশের ওপর সূর্য লম্বা ভাবে কিরণ দিলে সেই স্থান উষ্ণ হবেই ৷ মেরু অঞ্চল হিম মন্ডলের অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মেরু উভয় মেরু । 66½° উত্তর অক্ষাংশ এবং সাড়ে 66½° ডিগ্রী দক্ষিণ অক্ষাংশই থেকে উভয় মেরবিন্দু পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল হিমমণ্ডল বলে পরিচিত ৷ দক্ষিণ গোলার্ধে এই অঞ্চল হিমমন্ডল উত্তর ও দক্ষিণ উভয়ই মন্ডলে সূর্য কিরণ সারা বছর সবচেয়ে বেশি তির্যকভাবে পড়ে ফলে উভয় মেরুর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি শীতল ৷ আর উভয় মেরু অঞ্চলে বছরের 6 মাস এক নাগাড়ে দিন আর 6 মাস রাত্রি ৷ অর্থাৎ যে ৬ মাস দিন থাকে তখন রাত্রি বলে কিছু থাকে না,আর যখন রাত্রি হওয়ার কথা তখন সূর্যের আলোয় বরফের রাজ্য মেরু অঞ্চল ঝলমল করতে থাকে ৷ একথা বিবেচনা করে উত্তর দক্ষিণ উভয় মেরু অঞ্চলকে নিশিথ সূর্যের দেশ বলা হয় ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয় এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟