নীলনদকে মিশরের প্রাণ বলা হয় কেন? অথবা, মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

নীলনদকে মিশরের প্রাণ বলা হয় কেন? অথবা, মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

 নীলনদকে মিশরের প্রাণ  বলা হয় কেন? অথবা, মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

নীলনদকে মিশরের প্রাণ  বলা হয় কেন? অথবা, মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি বৃহৎ নদী ৷ নীলনদ মিশরের ওপর দিয়ে এঁকে মেয়েকে প্রবাহিত হয়েছে এটি কেবলমাত্র মিশর বা আফ্রিকা মহাদেশের নয় পৃথিবীর দীর্ঘতম নদী । সাহারা মরুভূমি সৃষ্টির মূলের নীল নদের জল ৷ নদীর উৎস থেকে অপরিমিত জল বয়ে নিয়ে এসে মিশরের মরুভূমিতে জীবনধারণের উপযোগী পরিবেশ গড়ে তুলেছে ৷ নইলে বৃষ্টিপাতহীন মিশরের পান চাঞ্চল্য অবশ্যই স্তব্ধ হয়ে যেত ৷ একে নীল নদের জলের অভাব নেই তার ওপর ছোট ছোট বহু নদী প্রচুর জল বহন করে তাকে যোগান দেয় ৷ ফলে নদের অববাহিকায় প্রায় বন্যা হয় ৷ বন্যার জলে বাহিত পলিমাটিতে লাভা মিশ্রিত থাকে ফলে দু পাশের জমিতে পলিমাটি সঞ্চিত হয়ে জমিকে খুব উর্বর করে তোলে ৷ ফসলের উৎপাদন অনেকাংশ বৃদ্ধি পায়, এর ফলে বদ্বীপ অঞ্চলে প্রচুর ফসল উৎপন্ন সম্ভব হয় ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

সম্প্রতি নীলনদের বন্যা রোধ করে অতিরিক্ত জলকে নষ্ট হতে না দিয়ে মরুভূমির বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে কৃষির কাজে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ও জলধার নির্মাণ করা হয়েছে ৷ স্বল্পবৃষ্টি এবং বৃষ্টিহীন অঞ্চলে বাঁধের জল ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ কাজ করছে ৷ মিশর কার্পাস তুলা চাষের বিশেষ উপযোগী ৷ দীর্ঘস্থায়ী শুষ্ক ও উষ্ণ বায়ু পূর্বের মৃত্তিকা এবং নীল নদের অপরিমিত জল ব্যবহার করে মিশরের প্রচুর কার্পাস গুলো চাষ হচ্ছে ৷ যা পৃথিবীর বিভিন্ন দেশের রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয় ৷ আবার নীলনদের বহু স্থানে বাদ দেওয়ার ফলে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে ৷ নীল নদে নৌকা স্টীমার জাহাজ যাতাযাত এবং আমদানি রপ্তানি সহজ তর ৷ মরুভূমি এবং মরু প্রায় উর্বর ভূমিকে কৃষিকাজ শিল্প উৎপাদন এবং মানুষকে বসাবযোগী করে তোলার ক্ষেত্রে একমাত্র অবলম্বন তাই নীলনদকে মিশরের প্রান বলে আখ্যা দেওয়া যায়।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟