কাকে এবং কেন গোলাপি শহর বলা হয়? অথবা, জয়পুর কে কেন গোলাপী শহর বলা হয়?
জয়পুর রাজস্থানের রাজধানী ও প্রসিদ্ধ শহর ৷ পর্যটকদের কাছে জয়পুর ভারতের প্যারিস বলে সমাদ্রিত হলেও কারো কারো কাছে এটি গোলাপি শহর নামে পরিচিত ৷ জয়পুর রাজস্থানে অবস্থিত ৷ এটি বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি শহর । শহরটির পত্তন করেছিলেন রাজপুত বীর জয়সিংহ ৷ জয়পুর মূলত দুর্গ শহর, চারিদিকে সুউচ্চ প্রাচীর নির্মাণ করে শহরটির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ আটটি প্রবেশপথ দিয়ে শহরে প্রবেশ ও নির্গমের ব্যবস্থা ৷ আরাবল্লী পর্বতমালার দুটো শাখার মধ্যবর্তী অঞ্চলে এই শহরটির অবস্থান বলে এর সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমন নিরাপত্তা প্রদান করছে । শহরটি কেবলমাত্র সুরক্ষিত তাই নয় সুপরিকল্পিত ও বটে ৷ বিভিন্ন সৌন্দর্যের পূজারী শাসকগণের চেষ্টায় শহরটি ধীরে ধীরে গড়ে উঠেছে এবং বর্তমান এইরূপ আকার পেয়েছে । এখানকার রাস্তাগুলোর মধ্যে সুরুচির পরিচয় পাওয়া যায় ৷ প্রশস্ত রাস্তার উভয় পাশে পাথরের তৈরি সুদৃশ্য ও নিরাপত্তা ব্যবস্থার সম্মুলিত প্রাসাদ গুলি শহরটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করেছে ৷ শুধু তাই নয়, প্রাসাদ গুলিতে যেসব পাথর ব্যবহার করা হয়েছে তাতে শ্বেত পাথর থাকলেও গোলাপি রঙের পাথরের সংখ্যায় অধিক ৷ সকাল ও সন্ধ্যায় প্রাসাদ গুলির ওপর সূর্যের রক্তিম অভা পড়ে সেগুলো অধিক থেকে অধিকতর সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে বলে সৌন্দর্য পিপাসু পর্যটকগণ জয়পুর কে গোলাপি শহর নামে নামে অভিহিত করেন ৷ আবার কেউ কেউ একে ভারতের প্যারিস রূপে ও মনে করে ৷ প্যারিস ফ্রান্সের রাজধানী ৷ প্যারিস ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতি বিজড়িত মনোরম একটি শহর । জয়পুর রাজস্থানের রাজধানী ও সুপরিকল্পিত একটি শহর । প্যারিসের সৌন্দর্যের সঙ্গে জয়পুরের সৌন্দর্য তুলনা করে কোন কোন পর্যটকদের কাছে এটি ভারতের প্যারিস রূপে বিবেচিত হয় ৷