কাকে এবং কেন গোলাপি শহর বলা হয়? অথবা, জয়পুর কে কেন গোলাপী শহর বলা হয়?

কাকে এবং কেন গোলাপি শহর বলা হয়? অথবা, জয়পুর কে কেন গোলাপী শহর বলা হয়?

 কাকে এবং কেন গোলাপি শহর বলা হয়? অথবা, জয়পুর কে কেন গোলাপী শহর বলা হয়?

কাকে এবং কেন গোলাপি শহর বলা হয়? অথবা, জয়পুর কে কেন গোলাপী শহর বলা হয়?

য়পুর রাজস্থানের রাজধানী ও প্রসিদ্ধ শহর ৷ পর্যটকদের কাছে জয়পুর ভারতের প্যারিস বলে সমাদ্রিত হলেও কারো কারো কাছে এটি গোলাপি শহর নামে পরিচিত ৷ জয়পুর রাজস্থানে অবস্থিত ৷ এটি বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি শহর । শহরটির পত্তন করেছিলেন রাজপুত বীর জয়সিংহ ৷ জয়পুর মূলত দুর্গ শহর, চারিদিকে সুউচ্চ প্রাচীর নির্মাণ করে শহরটির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ আটটি প্রবেশপথ দিয়ে শহরে প্রবেশ ও নির্গমের ব্যবস্থা ৷ আরাবল্লী পর্বতমালার দুটো শাখার মধ্যবর্তী অঞ্চলে এই শহরটির অবস্থান বলে এর সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমন নিরাপত্তা প্রদান করছে । শহরটি কেবলমাত্র সুরক্ষিত তাই নয় সুপরিকল্পিত ও বটে ৷ বিভিন্ন সৌন্দর্যের পূজারী শাসকগণের চেষ্টায় শহরটি ধীরে ধীরে গড়ে উঠেছে এবং বর্তমান এইরূপ আকার পেয়েছে । এখানকার রাস্তাগুলোর মধ্যে সুরুচির পরিচয় পাওয়া যায় ৷ প্রশস্ত রাস্তার উভয় পাশে পাথরের তৈরি সুদৃশ্য ও নিরাপত্তা ব্যবস্থার সম্মুলিত প্রাসাদ গুলি শহরটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করেছে ৷ শুধু তাই নয়, প্রাসাদ গুলিতে যেসব পাথর ব্যবহার করা হয়েছে তাতে শ্বেত পাথর থাকলেও গোলাপি রঙের পাথরের সংখ্যায় অধিক ৷ সকাল ও সন্ধ্যায় প্রাসাদ গুলির ওপর সূর্যের রক্তিম অভা পড়ে সেগুলো অধিক থেকে অধিকতর সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে বলে সৌন্দর্য পিপাসু পর্যটকগণ জয়পুর কে গোলাপি শহর নামে নামে অভিহিত করেন ৷ আবার কেউ কেউ একে ভারতের প্যারিস রূপে ও মনে করে ৷ প্যারিস ফ্রান্সের রাজধানী ৷ প্যারিস ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতি বিজড়িত মনোরম একটি শহর । জয়পুর রাজস্থানের রাজধানী ও সুপরিকল্পিত একটি শহর । প্যারিসের সৌন্দর্যের সঙ্গে জয়পুরের সৌন্দর্য তুলনা করে কোন কোন পর্যটকদের কাছে এটি ভারতের প্যারিস রূপে বিবেচিত হয় ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟