ব্যাঙ্গালোরকে কেন চির বসন্তের বিজরাজিত নগরী বলা হয়? ৷ অথবা, কাকে কেন চিরবসন্তের বিরাজিত নগরী বলা হয় ?
ব্যাঙ্গালোরের জলবায়ু মনোরম ৷ এখানে গ্রীষ্ম খুব বেশি গরম পড়ে না যা মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে দাঁড়াতে পারে ৷ আবার শীতের তীব্রতা লঙ্ঘিত হয় না ৷ শহরের নিকটবর্তী অঞ্চলের পরিবেশ খুব মনোভাব ৷ ব্যাঙ্গালোর শহরটি যেন একেবারে ছবির মত ৷ এমন সুপরিকল্পিত ও সুসজ্জিত শহর সচরাচর চোখে পড়ে না। এই শহরের এমন কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা সুরুচির পরিচায়ক বলে অভিহিত হতে পারে ৷ এখানেই রয়েছে 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স' এবং রাম রিসার্চ ইনস্টিটিউট ' যা শহরের গৌরব বিষয় বলে বিবেচিত হইতে পারে । উক্ত গবেষণা ভিত্তিক বহু ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের ও সমাবেশ এখানে ঘটেছে ৷ বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য 'ভারত ইলেকট্রনিক্স', 'হিন্দুস্তান অ্যারোনটিক্স','হিন্দুস্তান মেশিন টুলস' প্রভৃতি ৷ সবদিক থেকে বিচার করলে ব্যাঙ্গালোর শহরটি সুখ দায়ক বলে একে চিরবসন্তের বিরাজিত নগর নামে অভিহিত করা হয়েছে ৷