বোম্বাই কে ভারতের ভেনিস আখ্যা দেয়া হয়েছে ? অথবা, কাকে ভারতের ভেনিস বলা হয় ? অথবা, বোম্বাই কে কেন ভারতের ভেনিস বলা হয়?
ইতালির একটি সু সমৃদ্ধশালি শহর ৷ শিক্ষা দীক্ষা ব্যবসা-বাণিজ্য প্রভৃতি দিক থেকেই এই শহরটি খুবই উন্নত ৷ আর এই শহরটি অবস্থিত ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের তীরে ৷ শহরটি কতগুলি ছোট ছোট দ্বীপে ও উপর অবস্থিত এই জন্য ভেনিস শহরকে ভাসমান শহর হিসাবে আখ্যা দেওয়া হয় । ভেনিসের মতোই বোম্বাইয়ের শিল্প বাণিজ্য, বিশেষ করে চলচ্চিত্র শিল্পে খুবই উন্নতি সাধন করেছে ৷ তাছাড়া ভেনিস শহরের মতে বোম্বাই সাত-সাতটি দ্বীপের সমন্বয়ে গঠিত ৷ তাই বোম্বাইকে ইতালির ভেনিস হিসাবে আখ্যা দেওয়া হয় ।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ বোম্বাই কে ভারতের ভেনিস আখ্যা দেয়া হয়েছে ? অথবা, কাকে ভারতের ভেনিস বলা হয় ? অথবা, বোম্বাই কে কেন ভারতের ভেনিস বলা হয়? এই নোটটি পড়ার জন্য