ভারতবর্ষ নামের উৎপত্তি কিভাবে হয় অথবা ভারত বর্ষ শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে ? এর পুরো ব্যাখ্যা কর

বিদেশিদের কাছে ভারত বর্ষ 'হিন্দ' এবং 'ইন্ডিয়া' নামে পরিচিত ৷ মধ্য এশিয়াবাসীরা ভারত বর্ষকে হিন্দুস্তান নামে জানতো ৷ হিন্দুস্তান কেন ? এর কারণ বিদেশীরা সিন্ধু নদের তীরবর্তী অংশের সঙ্গেই সর্বাগ্যে পরিচিত ছিল ৷ সিন্ধু থেকেই আরবি 'হিন্দু' শব্দের উদ্ভব হয় ৷ গ্রীকরা ভারতবর্ষ বলতে ইন্ডিকা কথাটির ব্যবহার শুরু হয় ৷ এবার দেখা যাক ভারতবর্ষ নামটির উদ্ভব কিভাবে হয়েছিল - কথিত আছে প্রাচীনকালে এদেশে ভরত নামে এক রাজা সাম্রাজ্য স্থাপন করে প্রজা পালন করেন ৷ কোন কোন ঐতিহাসিকের ধারণা তার নাম অনুসারে এই দেশটির নামকরণ করা হয় ভারতবর্ষ ৷ আবার কারো মতে এদেশের অতি প্রাচীনকালে ভরত নামে একটি উপজাতের বাস ছিল তাই ভরত সন্তানের উপজাতির বাসস্থান দেশটির ভারতবর্ষ নামে চিহ্নিত করা হয় ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ ভারতবর্ষ নামের উৎপত্তি কিভাবে হয় অথবা ভারত বর্ষ শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে ? এর পুরো ব্যাখ্যা কর এই নোটটি পড়ার জন্য