কোন বন্দরকে এবং কেন পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়
কলম্বো বন্দরকে পিলার অব দ্য ইস্ট নামে অভিহিত করা হয় ৷ কলম্বো শ্রীলংকার একটি ব্যস্ততম বন্দর ৷ ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে এবং শ্রীলংকার দক্ষিণ-পশ্চিম উপকূলে এই কলম্বো বন্দর অবস্থিত ৷ এই বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্য পথের কেন্দ্রে অবস্থিত ৷ এ বন্দর দিয়ে এবং এর অদূরবর্তী স্থান দিয়ে বৈদেশিক বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে ফলে বাণিজ্যে যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি হয়েছে ৷ এছাড়াও পারস্য উপসাগরের প্রচুর তৈলবাহী জাহাজ যাতায়াত করে ৷ অশোধিত তেল বোঝাই বহু জাহাজ কলম্বো বন্দরে নোঙ্গর করে ৷ আবার এখান থেকে ভারত উপসাগর দিয়ে পূর্ব এবং পশ্চিমের দেশগুলিতে তেল পৌঁছে দেবার জন্য এখান থেকে অশোধিত তেল জাহাজে বোঝাই করে ৷ ফলে কলম্বো বন্দরটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এই জন্য একে 'পিলার বক্স অব দ্য ইস্ট' নামে অভিহিত করা হয়েছে ৷