কোন বন্দরকে এবং কেন পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়

কোন বন্দরকে এবং কেন পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়

 কোন বন্দরকে এবং কেন পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়

কোন বন্দরকে এবং কেন পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়

লম্বো বন্দরকে পিলার অব দ্য ইস্ট নামে অভিহিত করা হয় ৷ কলম্বো শ্রীলংকার একটি ব্যস্ততম বন্দর ৷ ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে এবং শ্রীলংকার দক্ষিণ-পশ্চিম উপকূলে এই কলম্বো বন্দর অবস্থিত ৷ এই বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্য পথের কেন্দ্রে অবস্থিত ৷ এ বন্দর দিয়ে এবং এর অদূরবর্তী স্থান দিয়ে বৈদেশিক বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে ফলে বাণিজ্যে যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি হয়েছে ৷ এছাড়াও পারস্য উপসাগরের প্রচুর তৈলবাহী জাহাজ যাতায়াত করে ৷ অশোধিত তেল বোঝাই বহু জাহাজ কলম্বো বন্দরে নোঙ্গর করে ৷ আবার এখান থেকে ভারত উপসাগর দিয়ে পূর্ব এবং পশ্চিমের দেশগুলিতে তেল পৌঁছে দেবার জন্য এখান থেকে অশোধিত তেল জাহাজে বোঝাই করে ৷ ফলে কলম্বো বন্দরটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এই জন্য একে 'পিলার বক্স অব দ্য ইস্ট' নামে অভিহিত করা হয়েছে ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ কোন বন্দরকে এবং কেন পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয় এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟