সুলতানি আমলে ইন্দো ইসলামিক স্থাপত্য রীতি সম্পর্কে আলোচনা কর

ইন্দ্র-ইসলামীয় স্থাপত্যরীতি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
পসুলতানি যুগে হিন্দু ও মুসলমান স্থাপত্যরীতির সংমিশ্রণে যে-নতুন স্থাপত্যরীতি গড়ে ওঠে তাকে বলা হয় ইন্দো-ইসলামীয় স্থাপত্যরীতি।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
এযুগেই সর্বপ্রথম ইন্দো-মুসলিম স্থাপত্যরীতি অনুসৃত হয়। সুলতানি আমলে স্থাপত্য শিল্প প্রধানত তিনটি ধারায় বা ঘরানায় বিভক্ত ছিল, যথা- দিল্লিকেন্দ্রিক শিল্প, প্রাদেশিক শিল্প এবং পৃথক হিন্দু শিল্পরীতি।
পূর্ব অনুসৃত হিন্দু স্থাপত্যের মন্দিরগাত্রের নকশা ও থামযুক্ত সমতল ছাদের ব্যবহার বাতিল হয় । তার পরিবর্তে গম্বুজ, স্তম্ভ ও খিলানের ব্যবহার শুরু হয়। এযুগে মন্দির ভেঙে তা মসজিদে রূপান্তর করার প্রবণতা বৃদ্ধি পায় ।
ভাস্কর্য ইসলাম ধর্মসম্মত নয়। তাই মূর্তি তৈরি একেবারে বন্ধ হয়ে যায়। তুর্কিরীতি অর্থাৎ, গাঁথনির উপকরণ হিসেবে চুন ও সুরকির ব্যবহার শুরু হয় । খলজি আমলে লাল যেলে পাথরের ব্যবহার শুরু হয়। তুঘলক আমলে দেয়ালে পলেস্তারায় প্রচলন বৃদ্ধি পায়।