এশিয়া মহাদেশের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য
এশিয়া মহাদেশের সম্পর্কে কিছু মজাদার তথ্য
ভূমিকা :-
একটি মহাদেশ সম্পর্কে যত কিছু বলা যায় আমি ততগুলি এখানে দোবো তা হোক বা না হোক সে যে কোন কিছু হতে পারে "দেশ হদ সাগর বাউপোসাগর নদনদী প্রাকৃতিক অবস্থা বা দেশ দেশের স্থান সমস্ত কিছু আমি প্রতিটি মহাদেশর বিবরণ নিচে দিয়ে দেবো ৷ তা সেই মহাদেশের উৎপত্তি থেকে শুরু করে সেই মহাদেশের সমস্ত কিছু যা যা আছে আপনারা এই পোস্টের মাধ্যমে সবকিছু জানতে পারবেন তো আমি আর বেশি কিছু না বললে আপনাদের ৷ মেইন তথ্য টা দিতে চাই তো যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে এই পোস্টটি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ৷ যাতে আপনার বন্ধু বা আপনি যাকে শেয়ার করতে চান সেও বিভিন্ন মদের সম্পর্কে কিছু অন্তত তথ্য নিজের জ্ঞানের ভাণ্ডারে যোগ করতে পারেন ৷ তো যদি অবশ্যই তাহলে পোস্টটি কাউকে না কাউকে শেয়ার করবেন ৷
💠💠 সর্বপ্রথম আমি বলে দিই পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে যথা -- এশিয়া,আফ্রিকা,উত্তর আমেরিকা,দক্ষিণ আমেরিকা,আন্টার্টিকা ও ইউরোপ ৷
----------------------- প্রথমেই আমরা কথা বলব এশিয়া মহাদেশের ব্যাপারে
🚫🚫পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার নামকরণ করা হয়েছে, আসেরিয়ান বা আসু শব্দ থেকে ৷ মহান রোমান্স সাম্রাজ্যের পূর্বাঞ্চলীর প্রদেশের নাম ছিল আশেরিয়ান একই সেই নাম থেকে এই মহাদেশের নামকরণ করা হয়েছে এশিয়া ৷
🔰❌পূর্বে রোমানরা এশিয়া বলতে দুটি প্রদেশকে বোঝাত প্রথমত এশিয়া মাইনর এশিয়া ও দ্বিতীয় মেজর এশিয়া ৷ এশিয়া শব্দটি 440 (৪৪০) খ্রিস্ট পূর্বাব্দে হেরোডোডাস তার বই "হিস্টসে" ব্যবহার করেছিলেন যদিও তখন তিনি এই শব্দ দিয়ে "ইজিয়ান" সাগরের পূর্ব দিকে ভূখণ্ডকে বুঝিয়েছেন ৷ এশিয়া শব্দটির প্রাচীন গ্রীক শব্দ "Aōio" শব্দ থেকে এসেছে ৷ আর এই শব্দটির মূল্য রয়েছে ফিনিশীয় শব্দ "asu" যার অর্থ পূর্ব এবং আকাডিয়ান শব্দ "asvõ" যার অর্থ সূর্যের উদয় , এই হিসাবে এশিয়ার অর্থ দাঁড়ায় সূর্য উদয়ের দেশ ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
------ মোট দেশ সংখ্যা -----
এশিয়া মহাদেশ হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ যারা আয়তন হলো ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার বর্গ কিমি।
প্রথমেই বলা যাক দেশের সংখ্যা এশিয়া মহাদেশের সার্বভৌমত্বের দিক থেকে মোট ৪৯ টি দেশ রয়েছে তার মধ্যে কয়েকটি অন্যতম দেশ হলো যথা---
❌১. মধ্য এশিয়া (Central Asia)। এই অঞ্চলে রয়েছে ৫ টি দেশ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজিস্তান।
❌২. পূর্ব এশিয়া (East Asia)। এই অঞ্চলে রয়েছে ৮ টি দেশ। চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান এবং ম্যকাউ।
❌৩. দক্ষিণ এশিয়া (South Asia)। এই অঞ্চলেও রয়েছে ৮টি দেশ। বাংলাদেশ, ভারত, শ্রিলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এবং পাকিস্তান।
❌৪. দক্ষীণপূর্ব এশিয়া (Southeast Asia)। এই অঞ্চলে রয়েছে ১৩ টি দেশ। ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর লিসত, ভিয়েতনাম, ক্রিসমাস আইল্যান্ড ও কোকোস আইল্যান্ড।
❌৫. পশ্চিম এশিয়া (Western Asia)। এই অঞ্চলের ১৬ টি দেশ হচ্ছে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরাঈল, ফিলিস্তিন, জর্ডান, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, কাতার এবং সৌদি আরব।
💠💠তাহলে এশিয়া মহাদেশে মোট দেশ রয়েছে ৫০ টি। তবে সবগুলোই যে স্বাধীন সার্বভৌম দেশ এমন নয়। যেমন ইসরাঈল, ফিলিস্তিন, হংকং প্রভৃতি।
⭕এবং আপনারা যদি জানতে চান যেখানে মধ্যে কতগুলি মুসলিম দেশ আছে সেগুলিও বলতে পারেন তাহলে আমি পরবর্তীকালে এখানে যোগ করে দেব যেখানে কতগুলো মোট মুসলিম দেশ আছে গোটা এশিয়া মহাদেশে।
------ কতগুলি হ্রদের অবস্থান -----
🚫এবার আমি আপনাদের বলতে চলেছি যে এশিয়া মহাদেশে কতগুলি হ্রদের অবস্থান ও তাদের নাম ৷ এই মহাদেশে একাধিক হ্রদের অবস্থান তার মধ্যে কয়েকটি অন্যতম হলো ----
💠কাস্পিয়ান সাগর,
💠আরব সাগর
💠বৈকাল হ্রদ
💠বলকা হদ
❌যদি আপনাদের উপরে মহাদেশের মতো এই হ্রদের উপরেও সম্পূর্ণ বিবরণ চায় তাহলে আমায় বলতে ভুলবেন না তাহলে আমি এগুলো বলে দেবো কোনগুলি মিষ্টি হাত কোনগুলি নোনা হদ অথবা সেগুলি সম্পর্কে পুরো তথ্য আমি আপনাদের দিয়ে দেব ৷
------ উচ্চতম পর্বত -----
❌এবার আমি আপনাদের বলতে চলেছি মহাদেশ অনুযায়ী সবচেয়ে উচ্চতম পর্বত অর্থাৎ এশিয়া মহাদেশের সবথেকে উচ্চতম পর্বতের নাম কি? তার উচ্চতা কত এটাই
❌এশিয়া তথা পৃথিবীর উচ্চতম পর্বতের নাম হল
-- 💠মাউন্ট এভারেস্ট যার উচ্চতা ৮৮৪৮মিটার
⭕ মাউন্ট এভারেস্ট সম্পর্কে যদি আপনারা কোন কিছু তথ্য জানতে ইচ্ছুক থাকেন তাহলে,আমায় বলতে ভুলবেন না আর আমি মাউন্ট এভারেস্টের উপর সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে পেশ করব ৷
------ গভীরতম স্থান -----
🔰🔰এইবার আমি আপনাদের বলব মহাদেশ অনুযায়ী গভীরতম স্থান এশিয়া মহাদেশের সবথেকে গভীরতম স্থান হলো ----
💠 'ডেডসি' যার গভীরতা হলো ---💠 ৩৯৬.৮ মিটার
------ দীর্ঘতম নদী -----
এইবার আমি আপনাদের বলব মহাদেশ অনুযায়ী পৃথিবীর দীর্ঘতম নদী ৷ যে নদীটি পৃথিবীর প্রথম স্থান দখল করে আছেন সেটি হল
💠আফ্রিকার নীল নদ ৬৯৯৫ কি.মি.
এশিয়া মহাদেশীয় একটি নদী এই লিস্টে রয়েছে যার নাম হলো
💠 ইয়াংসি কেয়াং (চিন) ৬৩৮০ কি.মি
------ বৃহত্তম হ্রদ -----
এবার আমরা দেখব মহাদেশ অনুযায়ী পৃথিবীর বৃহত্তম হ্রদ
তো প্রথমেই বলা চলে যে পৃথিবীর বৃহত্তম হ্রদের স্থান দখল করে আছেন এশিয়া মহাদেশের
💠কাস্পিয়ান সাগর যার দৈর্ঘ্যতা ৩,৯৪,২২৯ বর্গ কিমি
এখানে অনেক কিছু জিনিস ছাড়া থেকে গেছে আমি আশা করব চেষ্টা করব আগামীতে এতে সমস্ত কিছু একটি একটি করে যোগ করার আর আপনাদের যদি মনে হয় কোন কিছু ছেড়ে গেছে তাহলে আমায় মেসেজ করে বলতে পারেন আমি এটি সেখানে সঙ্গে সঙ্গে যোগ করে দেবার চেষ্টা করব ৷