স্বদেশী ও বয়কট বলতে কী বোঝ? অথবা, বাংলায় স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
![]() |
স্বদেশী ও বয়কট বলতে কী বোঝ?
১৯০৫ খ্রিঃ ১৯ জুলাই বড়োলার্ট লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয়। এই সাথে বাংলার সর্বত্র বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়। ক্রমে এটি পরিণত হয় গণ-আন্দোলনে। দুটি পর্যায়ে এই আন্দোলন সংঘটিত হয়- বয়কট এবং স্বদেশী আন্দোলন।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
বয়কট আন্দোলনঃ 'বয়কট' শব্দের অর্থ হল 'বর্জন করা'। বিলাতি পণ্য-সামগ্রী বর্জন করা ছিল বয়কট আন্দোলনের উদ্দেশা। ইংরেজদের হাতে না মেরে ভাতে মারার অর্থাৎ তাদের বাণিজ্যিক কার্যকলাপের ওপর আঘাত হেনে অর্থনৈতক চাপ সৃষ্টি করাই ছিল বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য। এভাবে ব্রিটিশ সরকারের ওপর সেই দেশের ব্যবসায়ীদের পরোক্ষ চাপ সৃষ্টি করে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করতে বাধ্য করার জন্য এই আন্দোলন শুরু হয়।
সকল স্তরের মানুষ বিশেষ করে ছাত্রসমাজ বিপুল উদ্যমে বয়কট আন্দোলনে সামিল হয়। ছাত্রর। দোকানের সামনে পিকেটিং করে ক্রেতাদের বিলাতি পণ্য না কেনার জন্য অনুরোধ করে। এমনকি ধোপা, মুচি প্রভৃতি পেশার মানুষেরা ইংরেজদের কোনো কাজ না করার সংকল্প গ্রহণ করে। মহিলারাও বয়কট আন্দোলনে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিল।
স্বদেশী আন্দোলনঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসাবে বয়কট আন্দোলন ক্রমে পরিণত হয় স্বদেশী আন্দোলনে। বিলাতি দ্রব্য বয়কটের সাথে সাথে শুরু হয় স্বদেশী দ্রব্যের ব্যবহার, স্বদেশী শিক্ষা ও শিল্পের ব্যবহার। স্বদেশী আন্দোলন জমে কেবল বাংলার বিভিন্ন স্থানেই নয়, সমগ্র ভারতেও বিস্তারের শপথ গ্রহণ করে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে কুটির শিল্প ও বৃহৎ কারখানা গড়ে ওঠে। এই কারখানাগুলিতে স্বদেশি বস্ত্র, লবণ, চিনি, সাবান প্রভৃতি উৎপাদন করা হতে থাকে।
কেবল শিল্প-কারখানাই নয়, স্বদেশি অন্দোলনের ফলে স্বদেশি শিক্ষারও প্রসার ঘটে। গঠন করা হয় জাতীয় শিক্ষা-পরিষদ। এই শিক্ষা-পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। কারিগরি শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, যাহা বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
বয়কট ও স্বদেশী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। বয়কট আন্দোলনের সাফলোর উপরেই স্বদেশী আন্দোলনের সাফল্য নির্ভরশণ্টল। বিদেশী দ্রব্যের ব্যবহার বন্ধ হলে তবেই স্বদেশী দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাবে। অর্থাৎ বয়কট ও স্বদেশী একে অপরের পরিপূরক। বয়কটের নেতিবাচক কর্মসূচি স্বদেশীর ইতিবাচক কর্মসূচীতে পরিণত হওয়ার মধ্যেই ছিল এই আন্দোলনের সাফলা।
তোমাকে অনেক ধন্যবাদ স্বদেশী ও বয়কট বলতে কী বোঝ? অথবা, বাংলায় স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই নোটটি পড়ার জন্য