ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে যা জানো তা লেখ। অথবা ,পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন লক্ষ্য করা যায়
ঋকবেদ মূলত একটি ধর্মগ্রন্থ ৷ তাই এই গ্রন্থ থেকে ঋক বৈদিক আর্যদের ধর্ম সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় ৷ ঋকবেদের অন্তর্ভুক্ত ১০২৮ টি স্বোত্রে ঋকবৈদিক আর্যদের ধর্মীয় ভাবনা বিবৃত হয়ে আছে ৷
আর্যরা নানা প্রাকৃতিক শক্তির উপাসনা করত ৷ তাদের কাছে বৃষ্টি,চন্দ্র, সূর্য, পাহাড়, সমুদ্র, বজ্রপাত ৷ ধাতুর বর্ণময় বৈচিত্র এবং বিচিত্র জগতের কোন ব্যাখ্যায় ছিল না । তারা বিশ্বাস করত যে প্রকৃতির অনন্তরনে কোন দেব শক্তি কাজ করে ৷ ঋক বৈদিক আর্যরা বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও দৃশ্যের ওপর দেবত্ব আরোপ করে পূজা আর্চনার মাধ্যমে তাদের সন্তুষ্ট রাখায় সচেষ্ট করত ৷
ঋক বৈদিক ঋষিরা বিশ্বভূবনকে তিন ভাগে বিভক্ত করেছিলেন ৷ এই ভাগ গুলিকে বলা হয় স্থান,লোক ও মন্ডল ৷ তাদের কল্পনার সবার উপরে যে মন্ডল তার বিভিন্ন নাম ছিল যথা - দ্যালোক, আকাশ,আলো নিম্নে ছিল ভূলোক বা পৃথিবী মন্ডল । দৌ,বরুণ,সূর্য,বিষ্ণু , সাবিত্রী,ঊষা হলেন দ্যুলোকের দেব-দেবী ৷ অন্তর বৃক্ষের প্রধান দেবী হলেন - ইন্দ্র,রুদ্ধ,মরুত ৷ ভূলোকের দেবদেবীর মধ্যে অগ্নি,সরস্বতী ছিলেন প্রধান ৷
ঋক বৈদিক যুগে মূর্তি পূজার কোন অস্তিত্ব ছিল না ৷ ধর্মচর্চা মূলত আচার অনুষ্ঠান, নির্ভর ও যোগ্য কেন্দ্রিক ৷ প্রার্থনার উপর বিশেষ গুরুত্ব দেয়া হতো । ব্যক্তিগতভাবে "ক" গোষ্ঠীর সব মানুষ সমবেতভাবে প্রার্থনা করত ৷ এই যুগে দেবতাকে সন্তুষ্ট করার জন্য অগ্নিতে ধৃত আহুতি দিত ৷ এছাড়া গ্রাম বা উপজাতি বা রাজা মাঝে মাঝে যোগ্য অনুষ্ঠান করতেন ৷ ঋকবেদে ধর্মচিন্তা ছিল যজ্ঞ কেন্দ্রিক,জাগতিক উন্নতি ছিল এই যুগের মানুষের ধর্মচর্চার লক্ষণ ৷
পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্ম জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় এই পরিবর্তনের প্রধান দুটি কারণ ছিল --- (১) ঋক বৈদিক যুগের সমাজ ছিল মূলত যাযাবর ও পশুপালক (২) ধর্ম বিশ্বাস পরবর্তী বৈদিক যুগে কৃষি শিল্প ও বাণিজ্য বিকাশের যুগে অচেনা হয়ে পড়েছিল ৷
ঋক বৈদিক যুগ ছিল সংঘর্ষ ও সংঘাতে সেই যুগে ইন্দ্র অগ্নি ছিল গুরুত্বপূর্ণ কিন্তু পরবর্তী বৈদিক যুগে কৃষি শিল্প ও বাণিজ্য সম্পদ সমাজে তাদের গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পায় । এ যুগে আগেকার বহু দেবতা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় এবং বহু নতুন দেব-দেবীর আবির্ভাব হয় ৷ এ যুগে প্রজাপতি,ব্রহ্মা,রুদ্ধ,বিষ্ণু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ৷ এই যুগের প্রধান দেবতা হলেন প্রজাপতি ব্রহ্মা । ঋক বৈদিক যুগের রুদ্রও ছিলেন ধ্বংসের দেবতা ৷ কিন্তু পরবর্তী বৈদিক যুগের শিব বা মহাদেব পরিলক্ষিত হন । পরবর্তী বৈদিক যুগে বিষ্ণুর গুরুত্ব বৃদ্ধি পায় ৷
পরবর্তী বৈদিক যুগে আর্যরা মনে করতেন যে রুদ্র, শিব,বিষ্ণু সবাই প্রজাপতি ব্রহ্মার বিভিন্ন রূপ ৷ আগের মতই এই যুগেও আর্যরা একেশ্বর বাদে নিযুক্ত ছিলেন ৷ পরবর্তী বৈদিক যুগে যোগ্যনিষ্ঠানের গুরুত্ব ও জটিলতা ঋকবেদ্যের যুগ অপেক্ষা অনেক বেড়ে যায় ৷ সাধারণ পারিবারিক গ্রামীণ যাগ যজ্ঞের পাশাপাশি অশ্রমেধ রাজগুহ প্রভৃতির যোগ্য শুরু হয় ৷
পরিশেষে বলা যায় পরবর্তী বৈদিক যুগে কিছুটা হলেও ঋক বৈদিক যুগের তুলনায় জটিল হয়ে পড়েছিল ৷ আর এই যুগে জটিল ধর্ম বিশ্বাস ধর্ম চিন্তাকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছিল ৷ জটিল ধর্মচিন্তা সাম্রাজ্য ব্যবস্থা বারে বারে বদলে গিয়েছিল ৷