১৮১৫ খ্রিঃ ভিয়েনা কংগ্রেসের মূলনীতি গুলি আলোচনা কর অথবা,ভিয়েনা সম্মেলন (১৮১৫) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

১৮১৫ খ্রিঃ ভিয়েনা কংগ্রেসের মূলনীতি গুলি আলোচনা কর অথবা,ভিয়েনা সম্মেলন (১৮১৫) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

 

১৮১৫ খ্রিঃ ভিয়েনা কংগ্রেসের মূলনীতি গুলি আলোচনা কর অথবা,ভিয়েনা সম্মেলন (১৮১৫) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

১৮১৫ খ্রিঃ ভিয়েনা কংগ্রেসের মূলনীতি গুলি আলোচনা কর অথবা,ভিয়েনা সম্মেলন (১৮১৫) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর মেটানিখের নেতৃত্বে ভিয়েনা তে ১৮১৪ সালের ১লা নভেম্বর এক সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সম্মেলনে প্রাশিয়ার ফেডারিক উইলিয়াম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার প্রমুখ যোগদান করেন ৷ এই সম্মেলন ভিয়েনা সম্মেলন নামে খ্যাত ৷ এই সম্মেলন আহবানের মূল উদ্দেশ্য ছিল ইউরোপে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ৷ ঐতিহাসিক হেজেন বলেছেন যে ভিয়েনা সম্মেলনে যোগদানকারী প্রতিনিধি সংখ্যা আলোচিত সমস্যাবলীর জটিলতা, ব্যাপকতা, গুরুত্ব প্রভৃতির বিচারে এটি ছিল ইউরোপের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশ ৷"

ভিয়েনা সম্মেলনে যেসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলি হলঃ- 

নেপোলিয়ন কর্তৃক পরিবর্তিত ইউরোপীয় রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন করা নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলিকে যথাযথ ক্ষতিপূরণ দান করা ভবিষ্যত ইউরোপের জন্য শক্তি সাম্য বজায় রাখা। বিপ্লবের ভাবধারা যাতে ভবিষ্যতে ইউরোপে প্রচার লাভ করতে না পারে তার ব্যবস্থা করা ইত্যাদি

সমস্যা সমাধানের জন্য ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি গৃহীত হয়েছিল নীতিগুলি হল যথা (১).ন্যায্য অধিকার নীতি,(২). ক্ষতিপূরণ নীতি (৩).শক্তি সাম্য নীতি ৷

১৮১৫ খ্রিঃ ভিয়েনা কংগ্রেসের মূলনীতি গুলি আলোচনা কর অথবা,ভিয়েনা সম্মেলন (১৮১৫) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

ন্যায্য অধিকার নীতিঃ ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের আগে যে সমস্ত দেশে যে সকল রাজবংশের শাসন ছিল সে রাজবংশগুলিকে তাদের সিংহাসন ফিরিয়ে দেওয়া ৷ এই নীতির দ্বারা ফ্রান্স,স্পেন সিসিলিতে বুরবোঁ, হল্যান্ডে অরেঞ্জ,পিডমন্ড সার্ডিনাতে স্যাভয় বংশের শাসন পুনর প্রতিষ্ঠা হয় ৷

ক্ষতিপূরণ নীতিঃ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যেসব রাষ্ট্র বিশেষ ক্ষতি স্বীকার করেছিল বিশেষত ইংল্যান্ড রাশিয়া, অস্ট্রেলিয়া ,রাশিয়া ,সুইডেন প্রভৃতি এইসব রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দাবি করা ৷ ইংল্যান্ড ক্ষতিপূরণ হিসেবে সিংহল, মরিশাস মাল্টা দ্বীপ, হেলিগুোল্যান্ট প্রভৃতি লাভ করেন ৷ রাশিয়া লাভ করেন পোল্যান্ডের অধিকাংশ ফিনল্যান্ড ও বোসারায়ার অধিকাংশ ৷ অস্ট্রিয়া লাভ করেন ইতালির ভেনেসিয়া ও লাম্বার্ডি ৷ পার্শিয়া লাভ করেন পোজেন ও সেক্সনির উত্তরাংশ , রাইন অঞ্চল প্রভৃতি ৷ নরওয়ে ডেনমার্কের হাত থেকে কেড়ে নিয়ে সুইডেনের হাতে দেওয়া হয়।

শক্তি সাম্য নীতিঃ ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি নীতির মধ্যে শক্তি সাম্য নীতির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় । শক্তি সাম্য নীতির অর্থ হল ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখা । কিন্তু কার্যক্ষেত্রে এই নীতির মূল কথা ছিল ভবিষ্যতে ফ্রান্সের শক্তিশালী হয়ে ওঠার পথ বন্ধ করা ৷ এই পথ বন্ধ করার জন্যই ফ্রান্সের চতুর্দিকে এক শক্তির গলায় গড়ে তোলা হয়েছিল ৷ ফরাসি সৈন্যবাহিনীকে ভেঙে দেওয়া হয়েছিল ৷

১৮১৫ খ্রিঃ ভিয়েনা কংগ্রেসের মূলনীতি গুলি আলোচনা কর অথবা,ভিয়েনা সম্মেলন (১৮১৫) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

ভিয়েনা সম্মেলনের সাফল্য নিম্নরূপ হলঃ

  • প্রথমতঃভিয়েনা সম্মেলনের অন্যতম সাফল্য হলো ইউরোপের পুনর্গঠনে সমর্থ হওয়া ৷ জার্মানির রাজ্যগুলিকে এক যুক্তরাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা ৷ নরওয়ে এবং সুইডেন কে ঐক্যবদ্ধ করা ৷ বেলজিয়ামকে সঙ্গে যুক্ত করে ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার পুনর্বিন্যাস করা ৷ 
  • দ্বিতীয়তঃ ভিয়েনা সম্মেলনের অন্যতম প্রধান সাফল্য ছিল পরবর্তী ৪০ বছর ইউরোপের বুকে শান্তি প্রতিষ্ঠা করা ৷ 
  • তৃতীয়তঃ ভিয়েনা সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিকতা সূচনা করা ৷

ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে,"ভিয়েনা সম্মেলন ছিল মোটামুটিভাবে যুক্তিসঙ্গত ও রাষ্ট্রনীতিঞ্জমূলক সন্ধি ৷" ঐতিহাসিক গডন কেক মনে করেন যে ভিয়েনা সম্মেলনের উদ্যক্তরা তখন ফরাসি বিপ্লব পরশু তো আধুনিক ভাবধারা গুলির প্রতিষ্ঠা করতে চাইলে ইউরোপে অশান্তি দেখা দিত ৷ ঐতিহাসিক কেটেলবি বলেছেন যে," পরবর্তীকালে ইউরোপের বিয়ে না বন্দোবস্তের উপর ভিত্তি করেই গড়ে ওঠে ৷"

ভিয়েনা সম্মেলনের ত্রুটি বিচ্যুতি গুলি হলঃ

ঐতিহাসিক রাইকার বলেছেন যে,"প্রকৃত অর্থে ভিয়েনা সম্মেলন কোন সম্মেলন ছিল না পাঁচটি বৃহৎ শক্তির বিদেশ মন্ত্রীরা ছিলেন এই সম্মেলন।" ভিয়েনা সম্মেলনের উদ্বৃত্তদের বিশ্বাসঘাতকতার জন্য প্রাশিয়ার সেনাপতি ব্লুকার এই সম্মেলনকে "গবাদি পশুর মেলা" বলে অভিহিত করেছেন ৷

  • প্রথমতঃ ভিয়েনা সম্মেলনের চুক্তি সমূহ একপেশে ও উদ্দেশ্যপ্রনোদিত হওয়ায় এগুলি স্থায়ী হয়নি ৷
  •  দ্বিতীয়তঃ ভিয়েনা সম্মেলনের নীতিগুলি ছিল অগণতান্ত্রিক ৷ 
  • তৃতীয়তঃ ভিয়েনা সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহের অধিকাংশই ছিল প্রতিক্রিয়াশীল ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟