পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

 পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর


প্রাচীন ভারতে একাধিক সাহিত্য বা রচনা দ্বারা প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে অবগত হওয়া যায় এইরকম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল পানিনি 'অষ্টাদ্বয়ী' ৷ পানিনি ছিলেন অতি বিখ্যাত ব্যাকরণবিদ ৷ তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম বা চতুর্থ শতকের মানুষ তার রচিত অষ্টাদ্বয়ী আদি ব্যাকরণ হিসেবে পরিচিত ৷ এখানে উৎকৃষ্ট বুদ্ধিদীপ্ত সংস্কৃতের ব্যাখ্যা পাওয়া যায় । প্রায় ৩৯৬০ সমন্বিত গ্রন্থটি সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন নিয়ম ও উচ্চ বচন ভঙ্গিসহ রচিত হয়েছে ৷ পানিনি তার সমকালে প্রচলিত বিভিন্ন ব্যাকরণের নিয়মগুলি তার গ্রন্থের সুন্দরভাবে এঁকেছেন । তার এই গ্রন্থটির সংস্কৃত সাহিত্য এবং ভাষার একটি মাইথ স্তম্ভ স্বরুপ ছিল এই গ্রন্থে বৈদিক আদি সংস্কৃত থেকে ধ্রুপদী সংস্কৃত ভাষার বিবর্তন ঘটে ৷

Related Posts

পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর
ভারতীয় ডাকটিকিট

আলোচ্য সময়কালে আরো অনেক বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন ৷ কিন্তু পানিনি স্বতন্ত্র ব্যাকরণের জন্ম দেন ৷ পানিনীর অন্যান্য প্রচলিত ব্যাকরণীয় নিয়মগুলি আত্মস্থ করেন ৷ দীর্ঘ শতক ধরে ব্যাকরণের ব্যাকরণ মৌখিক পদ্ধতিতে শিক্ষক থেকে ছাত্রদের মধ্যে সঞ্চালিত হয়েছে ৷ পতঞ্জলির মতো ব্যাকরণবিদের পূর্বসূরী ছিলেন পানিনি ৷ পতঞ্জলির মতে পানিনি ছিলেন এক মহান শিক্ষক এবং অষ্টাদ্বয়ী ছিল জ্ঞানের সাগর ৷ পূর্বে ছাত্ররা ব্যাকরণ ব্যাপারে উদাসীন থাকত কিন্তু পানিনির এই রীতির পরিবর্তন ঘটায় ৷ তার রচনা ছাত্রদের নিকট খুব জনপ্রিয় হয়েছিল ৷


পানিনি ছিলেন সম্ভবত উত্তর-পশ্চিম ভারতের গান্ধার অঞ্চলের ব্রাহ্মণ পরিবারের এক সন্তান ৷ পানিনির রচনা থেকে তসানিন্তন ইতিহাসের বিভিন্ন চিত্র ধরা পড়ে । পানিনির অষ্টাদ্বয়ী আটটি ভাগে বিভক্ত এই গ্রন্থ থেকে উত্তর ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা যায় ৷ তাই বলা যায় একাধারে যেমন সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ তেমনি ভারতের অর্থনৈতিক, ভৌগোলিক,সামাজিক ইতিহাস চিত্রণের বিশেষ ভূমিকা পালনকারী হিসাবে স্বীকৃত ৷

তোমাকে অনেক ধন্যবাদ পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟