পানিনির অষ্টাদ্বয়ী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর
প্রাচীন ভারতে একাধিক সাহিত্য বা রচনা দ্বারা প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে অবগত হওয়া যায় এইরকম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল পানিনি 'অষ্টাদ্বয়ী' ৷ পানিনি ছিলেন অতি বিখ্যাত ব্যাকরণবিদ ৷ তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম বা চতুর্থ শতকের মানুষ তার রচিত অষ্টাদ্বয়ী আদি ব্যাকরণ হিসেবে পরিচিত ৷ এখানে উৎকৃষ্ট বুদ্ধিদীপ্ত সংস্কৃতের ব্যাখ্যা পাওয়া যায় । প্রায় ৩৯৬০ সমন্বিত গ্রন্থটি সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন নিয়ম ও উচ্চ বচন ভঙ্গিসহ রচিত হয়েছে ৷ পানিনি তার সমকালে প্রচলিত বিভিন্ন ব্যাকরণের নিয়মগুলি তার গ্রন্থের সুন্দরভাবে এঁকেছেন । তার এই গ্রন্থটির সংস্কৃত সাহিত্য এবং ভাষার একটি মাইথ স্তম্ভ স্বরুপ ছিল এই গ্রন্থে বৈদিক আদি সংস্কৃত থেকে ধ্রুপদী সংস্কৃত ভাষার বিবর্তন ঘটে ৷
Related Posts
![]() |
ভারতীয় ডাকটিকিট |
আলোচ্য সময়কালে আরো অনেক বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন ৷ কিন্তু পানিনি স্বতন্ত্র ব্যাকরণের জন্ম দেন ৷ পানিনীর অন্যান্য প্রচলিত ব্যাকরণীয় নিয়মগুলি আত্মস্থ করেন ৷ দীর্ঘ শতক ধরে ব্যাকরণের ব্যাকরণ মৌখিক পদ্ধতিতে শিক্ষক থেকে ছাত্রদের মধ্যে সঞ্চালিত হয়েছে ৷ পতঞ্জলির মতো ব্যাকরণবিদের পূর্বসূরী ছিলেন পানিনি ৷ পতঞ্জলির মতে পানিনি ছিলেন এক মহান শিক্ষক এবং অষ্টাদ্বয়ী ছিল জ্ঞানের সাগর ৷ পূর্বে ছাত্ররা ব্যাকরণ ব্যাপারে উদাসীন থাকত কিন্তু পানিনির এই রীতির পরিবর্তন ঘটায় ৷ তার রচনা ছাত্রদের নিকট খুব জনপ্রিয় হয়েছিল ৷
পানিনি ছিলেন সম্ভবত উত্তর-পশ্চিম ভারতের গান্ধার অঞ্চলের ব্রাহ্মণ পরিবারের এক সন্তান ৷ পানিনির রচনা থেকে তসানিন্তন ইতিহাসের বিভিন্ন চিত্র ধরা পড়ে । পানিনির অষ্টাদ্বয়ী আটটি ভাগে বিভক্ত এই গ্রন্থ থেকে উত্তর ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা যায় ৷ তাই বলা যায় একাধারে যেমন সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ তেমনি ভারতের অর্থনৈতিক, ভৌগোলিক,সামাজিক ইতিহাস চিত্রণের বিশেষ ভূমিকা পালনকারী হিসাবে স্বীকৃত ৷