নির্জোট আন্দোলন সম্পর্কে টীকা লেখ
![]() |
ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের,যুগোশ্লাভিয়া রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, ঘানার রাষ্ট্রপতি নক্সুমা, শ্রীলংকার সিরিমাভো বন্দরনায়েক প্রমুখ নেতা নির্জন সম্মেলনে উপস্থিত ছিলেন ৷ সম্মেলনের ২৬ টি সদস্য রাষ্ট্রের যোগ দেয় এতে পরিদর্শক হিসাবে দক্ষিণ আমেরিকার ব্রাজিল বলিভিয়া ও ইকোয়েড়র যোগদান করেছিলেন ৷ এই সম্মেলনে উপস্থিত দেশগুলির মধ্যে দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলির আধিক্য ছিল ৷
নির্জোট আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলিকে কতগুলি নীতি মেনে চলতে হয়
- জাতিপুঞ্জের নীতি ও আদর্শ গুলির প্রতি শ্রদ্ধা
- ভূখণ্ডগত অক্ষন্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন
- কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা
- ন্যায় ও আন্তর্জাতিক বাধা বাধ্যতামতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন
- সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
- সদস্য রাষ্ট্রগুলির পুঁজিবাদী ও সমাজবাদী শিবির কর্তৃত্ব সৃষ্টি কোন সামরিক জোটে অংশগ্রহণ করবে না এবং নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ৷
সাম্প্রতিকালে আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন যথেষ্ট প্রাসঙ্গিক ৷ জোট নিরপেক্ষ আন্দোলন এখন ও তার সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এবং নয়া উপনিবেশিক শোষণ অস্ত্র প্রতিযোগিতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে ৷