খুত এবং মুকদ্দম কারা
ভারতের মধ্যযুগের সুলতানি আমলে গ্রামীণ অভিজাত সম্প্রদায়ের দ্বিতীয় শ্রেণি ভুক্ত ছিলেন খুত, মুকদ্দম ও চৌধুরীর প্রমুখ ৷ খুত এবং মুকদ্দম গ্রামীণ অভিজাত তথাপ্রশাসকরা রাজস্ব আদায়ের সঙ্গে যুক্ত ছিলেন ৷সুলতানি আমলে খুচরা কেবল গ্রামীণ প্রধান হিসেবে গণ্য হতে না এরা জমিদারের সমতুল্য ছিলেন ৷ এরা বংশানুক্রমিকভাবে সুলতানের অধীনে কাজ করতেন ৷ সুতরাং গ্রামীণ রাজস্ব আদায়ের ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ ঐতিহাসিক ইরফান হাবিবের এদের মধ্যবিত্ত শ্রেণীর রূপে গণ্য করেছিলেন ৷ খুতরা ফরজ নামক করের ক্ষেত্রে নিজেদের প্রদেয় অংশ গ্রাম সমাজের উপর চাপিয়ে দিতেন ,এইভাবে এরা সাধারণ কৃষকদের ওপর উৎপিরণ চালাতেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য ঐতিহাসিক মিনাজ উদ্দিন সিরাজ তার 'তহকত ই নাসিরি' গ্রন্থে খুত এবং মুকদ্দম বিভিন্ন অভিধায় ভূষিত করেছিলেন ৷ এরাই গ্রামীণ মধ্যস্বত্বভোগী শ্রেনীতে রূপান্তরিত হয়েছিল ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
খুতদের ন্যায় গ্রামীণ অভিজাত হিসাবে মুকাদ্দমরাও যেমন ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ৷ তেমনি এরা খারজ,চরাই প্রভৃতি রাজস্ব নিজেদের প্রদান করতেন না ফলতো খুতদের ন্যায় মুকদ্দমরাও যথেষ্ট সম্পন্ন হয়ে উঠেছিল ৷ এছাড়াও মুকদ্দমরা কৃষকদের কাছ থেকে এক ধরনের বাড়তি রাজস্ব আদাই করতেন ৷ গ্রামীণ অভিজাত হিসাবে মুকদ্দমরা ঘোড়ায় চড়তে,দামী পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন এবং এক সমৃদ্ধ জীবন যাপন করতেন ৷
আলাউদ্দিন খলজি কিছু সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করলেও খুত এবং মুকদ্দম অবস্থা খারাপ হয়ে পড়েছিল ৷ আবার মহাম্মদ বিন তুঘলকের আমলে দোয়াবে যে কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল তাতে খুত এবং মুকদ্দম প্রভৃতি গ্রামীণ মধ্যস্বত্তভোগীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ সুতরাং সুলতানি আমলে এই দুই গ্রামীন অভিজাত গোষ্ঠী ভূমি রাজস্ব আদায় ও অন্যান্য কর আদায়ের সূত্র ধরে যথেষ্ট সম্পদশালী হয়ে উঠেছিল ৷