বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর

বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর

বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর

বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর

ষোড়শ শতকে জ্যোতিষ বিজ্ঞান বিষয়ে যে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছিল তার পাশ্চাত্যে একাধিক বৈজ্ঞানিকের অবদান ছিল যাদের মধ্যে অন্যতম ছিলেন কোপার্নিকাস,গ্যালিলিও প্রমূখ ৷ এই ধারার বিজ্ঞানীদের মধ্যে যার নাম বিশেষভাবে আলোচিত তিনি হলেন প্রখ্যাত বৈজ্ঞানিক কেপলার ৷ তিনি ছিলেন অঙ্কশাস্ত্রে পন্ডিত ৷ কোপার্নিকাস মহাকাশ, জ্যোতিষবিজ্ঞান, গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের কক্ষপথ সংক্রান্ত যে অভিনন্দন ধারণা জন্ম দেন কেপলার তাকে অঙ্কশাস্ত্রের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর
প্লেটোনীয় ঘনবস্তুর মাধ্যমে সৌরজগৎের যে মডেল তৈরি করেছিলেন কেপলার। তার মুস্তেরিয়ুম কসমোগ্রাফিকুম (১৬০০) বইয়ে।

জার্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেপলার পরবর্তী সময়ে বিখ্যাত বৈজ্ঞানিক ও গবেষক টাইফোব্রাহের পরিচিতি হন ৷ ব্রাহের গবেষণার বিভিন্ন সরঞ্জাম ও দ্বিগুণ তথ্য ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ৷ ব্রাহের কিন্তু কোপার্নিকাসের তথ্যকে স্বীকার করতে না || তবে জার্মানিতে সম্রাটের অনুগ্রহের টাইফোব্রাহের জ্ঞান মন্দির গড়ে তোলেন ৷ যেখানে কেপলার যোগদান করেন ৷ কেপলারের সঙ্গে ব্রাহের গবেষণার সিদ্ধান্ত গত পার্থক্য থাকলেও ব্রাহের আকস্মিক মৃত্যুতে কেপলার জ্ঞান মন্দির পরিচালনার দায়িত্ব পান ৷

বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর
টাইফো ব্রাহে

কেপলার ব্রাহের গবেষণা চিঠিপত্র সংগ্রহ করেন এবং গবেষণার সময় তিনি গ্রহ আবিষ্কার করেছিলেন ৷ এই সময় তিনি প্রত্যক্ষ করেন যে গ্রহগুলি বৃত্তাকারে সূর্যকে প্রদক্ষিণ করে না । প্রদক্ষণ করে উপবৃত্তাকার পথে ৷ কেপলার কোপার্নিকাসের তথ্যকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অংক শাস্ত্রের সাহায্য নিয়েছিলেন ৷ গ্রহগুলির সূর্য পরিক্রমার পথ আবিষ্কার করা ছাড়াও এর সঙ্গে গ্রহের দূরত্ব, পরিক্রমণ পথ এবং তার বেগ তিনি নির্ণয় করেন ৷ কেপলার আবিষ্কার করেছিলেন যে গ্রহগুলি যখন সূর্যের নিকটবর্তী হয় তখন তাদের পরিক্রমণ বেগ বৃদ্ধি পায় আর সূর্য থেকে যখন দূরে সরে যায় তখন বেগ হ্রাস পায় ৷ এই প্রসঙ্গে উল্লেখ এর মাধ্যমে এই গতি হ্রাস বৃদ্ধির কারণ, সূর্যের মহাজাগতিক আকর্ষণ পরবর্তী সময়ে নিউটন এই গবেষণার অনুসরণ করেই মধ্যাকর্ষণ তথ্য আবিষ্কার করেছিলেন ৷

তোমাকে অনেক ধন্যবাদ বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟