বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান আলোচনা কর
ষোড়শ শতকে জ্যোতিষ বিজ্ঞান বিষয়ে যে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছিল তার পাশ্চাত্যে একাধিক বৈজ্ঞানিকের অবদান ছিল যাদের মধ্যে অন্যতম ছিলেন কোপার্নিকাস,গ্যালিলিও প্রমূখ ৷ এই ধারার বিজ্ঞানীদের মধ্যে যার নাম বিশেষভাবে আলোচিত তিনি হলেন প্রখ্যাত বৈজ্ঞানিক কেপলার ৷ তিনি ছিলেন অঙ্কশাস্ত্রে পন্ডিত ৷ কোপার্নিকাস মহাকাশ, জ্যোতিষবিজ্ঞান, গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের কক্ষপথ সংক্রান্ত যে অভিনন্দন ধারণা জন্ম দেন কেপলার তাকে অঙ্কশাস্ত্রের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
![]() |
প্লেটোনীয় ঘনবস্তুর মাধ্যমে সৌরজগৎের যে মডেল তৈরি করেছিলেন কেপলার। তার মুস্তেরিয়ুম কসমোগ্রাফিকুম (১৬০০) বইয়ে। |
জার্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেপলার পরবর্তী সময়ে বিখ্যাত বৈজ্ঞানিক ও গবেষক টাইফোব্রাহের পরিচিতি হন ৷ ব্রাহের গবেষণার বিভিন্ন সরঞ্জাম ও দ্বিগুণ তথ্য ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ৷ ব্রাহের কিন্তু কোপার্নিকাসের তথ্যকে স্বীকার করতে না || তবে জার্মানিতে সম্রাটের অনুগ্রহের টাইফোব্রাহের জ্ঞান মন্দির গড়ে তোলেন ৷ যেখানে কেপলার যোগদান করেন ৷ কেপলারের সঙ্গে ব্রাহের গবেষণার সিদ্ধান্ত গত পার্থক্য থাকলেও ব্রাহের আকস্মিক মৃত্যুতে কেপলার জ্ঞান মন্দির পরিচালনার দায়িত্ব পান ৷
![]() |
টাইফো ব্রাহে |
কেপলার ব্রাহের গবেষণা চিঠিপত্র সংগ্রহ করেন এবং গবেষণার সময় তিনি গ্রহ আবিষ্কার করেছিলেন ৷ এই সময় তিনি প্রত্যক্ষ করেন যে গ্রহগুলি বৃত্তাকারে সূর্যকে প্রদক্ষিণ করে না । প্রদক্ষণ করে উপবৃত্তাকার পথে ৷ কেপলার কোপার্নিকাসের তথ্যকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অংক শাস্ত্রের সাহায্য নিয়েছিলেন ৷ গ্রহগুলির সূর্য পরিক্রমার পথ আবিষ্কার করা ছাড়াও এর সঙ্গে গ্রহের দূরত্ব, পরিক্রমণ পথ এবং তার বেগ তিনি নির্ণয় করেন ৷ কেপলার আবিষ্কার করেছিলেন যে গ্রহগুলি যখন সূর্যের নিকটবর্তী হয় তখন তাদের পরিক্রমণ বেগ বৃদ্ধি পায় আর সূর্য থেকে যখন দূরে সরে যায় তখন বেগ হ্রাস পায় ৷ এই প্রসঙ্গে উল্লেখ এর মাধ্যমে এই গতি হ্রাস বৃদ্ধির কারণ, সূর্যের মহাজাগতিক আকর্ষণ পরবর্তী সময়ে নিউটন এই গবেষণার অনুসরণ করেই মধ্যাকর্ষণ তথ্য আবিষ্কার করেছিলেন ৷