টিউডর বিপ্লব বলতে কি বোঝো
১৪৮৫ খ্রিস্টাব্দে বসওয়ার্থের যুদ্ধের পরসমাপ্তির পর সপ্তম হেনরির হাত ধরে ইংল্যান্ডের শক্তিশালী টিউবর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যা পরবর্তীকালে অষ্টম হেনরির আমলে ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে ইংল্যান্ডের প্রকৃত অর্থে বিরাট শক্তি সঞ্চয় করে ৷ টিউডর শাসনকালে ইংল্যান্ড আর্থিক, সামরিক , সংস্কৃতি , বিজ্ঞান সর্ব ক্ষেত্রে উন্নতি লাভ করেন ৷ টিঊডরদের হাত ধরে ইংল্যান্ডের নবায়ন ইতিহাসে টিউভর বিপ্লব নামে পরিচিত ৷
 |
টিউডার উত্তরাধিকারের একটি রূপক । |
টিউডর বিপ্লবের অন্যতম ব্যক্তিত্ব হলেন টমাস হেনরির প্রধান পরামর্শদাতা ক্রমাস কমওয়েল। যার উপদেশ এবং দক্ষতা ইংল্যান্ডের রাজকীয় ক্ষমতা বৃদ্ধি পায় । Act of supermacy" দ্বারা ইংল্যান্ডের রাজা চার্চের সর্বময় প্রভু হয়ে ওঠেন এরপর রাজার শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ১৫৩৬ খ্রিস্টাব্দে এক আইন প্রণয়নের মধ্য দিয়ে মঠ ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে তার বিরাট সম্পত্তির রাজার হস্তে নিয়ে আসা হয় । ফলে রাজকীয় আর্থিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায় ৷
 |
21 বছর বয়সী রাজা হেনরি অষ্টম , 4 ফেব্রুয়ারি 1512 তারিখে সংসদ খোলার পথে |
এই ভাবেই দেখা যায় ট্রমস ক্রমওয়েল রাজাকে চার্জ রাষ্ট্রের উপর সার্বভৌম ক্ষমতার অধিকার করার যে স্বপ্ন দেখিয়েছিলেন ১৫৪০ খ্রিস্টাব্দ নগদ তার বাস্তবায়ন ঘটে ৷ রাজা শক্তি ক্রমশ বৃদ্ধি পায় রাজার এই শক্তি বৃদ্ধির ইতিহাসে টিউডর বিপ্লব নামে আখ্যায়িত হয়ে আছে ৷ জে.এল.হ্যারিস এবং হেনরি উইলিয়াম বলেন চার্জের উপর রাজার ক্ষমতা প্রদর্শন রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে পড়ে না কিন্তু টিউটর শাসকেরা তাদের ক্ষমতা বহিঃপ্রকাশের জন্য চার্চের উপর নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন ৷ এ প্রসঙ্গে ঐতিহাসিক এলটন এই পর্বকে বিপ্লবের যুগ হিসাবে অভিহিত করেছেন ৷