মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীর এর অবদান আলোচনা কর

মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীর এর অবদান আলোচনা কর
আকবরের মত বহুমুখী প্রতিভার অধিকারী না হলেও চিত্রকলা চর্চার ক্ষেত্রে আকবর যে ধারার সূচনা করেছিলেন জাহাঙ্গীর তাকে রঙ্গ রূপে সুসজ্জিত ও সমৃদ্ধ করার কাজে যথেষ্ট আন্তরিকতা দেখান ৷ প্রকৃত অর্থে তিনি ছিলেন চিত্রকলার সমঝদার অনুরাগী ৷ নিজ আত্মজীবনীতে তিনি লিখেছেন," একাধিক চিত্রকরের আঁকা একই ধরনের বহু ছবি সামনে রাখলে আমি নিমেষে বলতে পারি কোন চিত্রটি চিত্রকরের, এমনকি একাধিক শিল্পী দ্বারা একটি মানচিত্র অংকন করলেও আমি বলতে পারব ছবির কোন অংশটি কোন চিত্র কর একেছে ৷" ইংরেজ পর্যটক স্যার টমাস রো লিখেছেন যে," জাহাঙ্গীর ছিলেন উন্নত মানের চিত্র সংগ্রহক, বহু বিদেশি চিত্র তার সংগ্রহশালা স্থান পেয়েছিল , কিন্তু বহুখ্যাত চিত্রকে অবিকল নকল করিয়েও নিজ সংগ্রহে রেখেছিলেন ৷" চিত্রকলার প্রতি জাহাঙ্গীরের অনুরাগ ছিল সহজাত ও অকৃত্রিম ৷
জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন এক ঝাঁক তারকা চিত্রকর ৷ যাদের মধ্যে অন্যতম ছিলেন, ফারুক বেগ, দৌলত ওস্তাদ মনসুর, মোনহার, আবুল হাসান, গোবর্ধন, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মুরাদ প্রমূখ ৷ এদের মধ্যে সর্বাধিক অগ্রণী দুই শিল্পী ছিলেন ওস্তাদ মনসুর ও আবুল হাসান ৷ জাহাঙ্গীরের ছবিগুলির মধ্যে ছিল সারল্য ও গ্রামীণ সৌন্দর্যের বহিঃপ্রকাশ ৷ জাহাঙ্গীরের আমলের চিত্রকলার পান্ডুলিপির প্রসঙ্গ চিত্রের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি, সন্ত, গায়ক ও সাধারণ মানুষের প্রতি প্রকৃতি অংকন চিত্রকরদের বিশেষ আকর্ষণের কেন্দ্র পরিণত হয় ৷ জাহাঙ্গীর আত্মজীবনীতে দক্ষ প্রতিকৃতি চিত্র বাদী হিসেবে ভীষণ দাস ও আবুল হাসান এর নাম উল্লেখ করেছেন ৷
জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রাঙ্কন পদ্ধতি আরেকটি অভিনব হল পার চিত্র চিত্রন ৷ ছবির সঙ্গে মিল রেখে পাঠ চিত্র নিয়ে রেওয়াজ তার আমলে বৃদ্ধি পেয়েছিল ৷ প্রসঙ্গত স্মরণীয় যে ছবির মূল রূপকার এবং চলচ্চিত্রের শিল্পী ছিলেন পৃথক ব্যাক্তি তবে জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে রাজনৈতিক ক্ষমতা নুরজাহানের হাতে কেন্দ্রীভূত হলে এই পর্বে জাহাঙ্গীরের চিত্রকররা সম্রাটের গুরুত্ব ও কর্তৃত্ব ব্যঞ্জক এমন কিছু চিত্র অঙ্কন করেন যার সাথে বাস্তব ইতিহাসের কোন মিল পাওয়া যায় না ৷ জাহাঙ্গীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে মুঘল চিত্রকলার গৌরব রশ্মি ও অস্তমিত হয় ৷ তাই পার্সি বাউন লিখেছেন যে," জাহাঙ্গীরের অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু তার ছিল শিল্পীর দৃষ্টি যতদিন জীবিত ছিলেন তিনি ছিলেন মুঘল চিত্রকলার প্রাণস্বরূপ ৷"
তোমাকে অনেক ধন্যবাদ মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীর এর অবদান আলোচনা কর এই নোটটি পড়ার জন্য