চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ু সম্পর্কে আলোচনা কর ৷

চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ু সম্পর্কে আলোচনা কর ৷

 চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ু সম্পর্কে আলোচনা কর ৷ বা,চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ কর।

চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ু সম্পর্কে আলোচনা কর ৷

ক্ষিণ ভারতের রাজনীতি ও অর্থনীতির ইতিহাসে চোল সাম্রাজ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাসনব্যবস্থা । নো শক্তি এবং বহির বাণিজ্য বলিয়ান চোরাই কেবলমাত্র সামরিক এবং অর্থনৈতিক শক্তিতেই সম্পদ ছিল না । তাদের এই অতি উন্নয়ন বহু অংশ গড়ে উঠেছিল উন্নত আঞ্চলিক প্রশাসন ব্যবস্থা কে কেন্দ্র করে ৷ সমৃদ্ধ ও গতিশীল এই শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাদেশিক শাসন মন্ডলম ব্যবস্থা এবং জেলা বা বলনাড়ু ব্যবস্থা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ । চোল রাজা রাজরাজ শাসন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ৷

আরও পড়ুন

চোল শাসকগণ তাদের সাম্রাজ্য কে কতগুলি প্রদেশে বা মন্ডলমে বিভক্ত করেছিলেন ৷ এই মন্ডলম আবার কতগুলি জেলা বা বলনাড়ুতে বিভক্ত ছিল ৷ কয়েকটি গ্রামের সমস্ত নিয়ে গঠিত হতো নাড়ু বা কুররম ৷ বলনাড়ু ছিল কয়েকটি নাড়ু বা কুররমের সমষ্টি ৷ শাসনব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম ৷ গ্রামগুলির স্বায়ত্তশাসন অধিকার থাকায় প্রাদেশিক শাসকরা রাজার ইচ্ছা অনুসারে কার্য পরিচালনা করতেন এবং সমস্ত ঘটনাবলীর সম্পর্কে রাজাকে অবহিত রাখতেন ৷

মন্ডলম,বলনাড়ু,খুররম প্রভৃত্তি নিয়ে যে গ্রামীণ স্বায়ত্তশাসন গড়ে উঠেছিল তা একছত্র ও নিরঙ্কুশ অধীন পতি ছিলেন স্বয়ং রাজা । তিনি যোগ্যতা ও পদমর্যতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর আমল নিযুক্ত করে ৷ চোল মণ্ডলম শাসন করার ব্যবস্থা করতেন আর স্থানীয় স্বাস্থ্য শাসনব্যবস্থার ভিত্তিতে প্রত্যেক মন্ডলীতে অভিজ্ঞ বুদ্ধিমান ব্যক্তিদের নিয়ে সভা বা মহাসভা গঠিত হতো ৷ সকল ব্যাপারে স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণের সুযোগ থাকাই শাসক ও শাসিতের মধ্যে এক নিবিড় যোগসূত্র স্থাপিত হয় । আর এই উন্নত শাসন কাঠামোর মধ্যে দিয়েই চোলরা ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟