চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ু সম্পর্কে আলোচনা কর ৷ বা,চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ কর।
দক্ষিণ ভারতের রাজনীতি ও অর্থনীতির ইতিহাসে চোল সাম্রাজ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাসনব্যবস্থা । নো শক্তি এবং বহির বাণিজ্য বলিয়ান চোরাই কেবলমাত্র সামরিক এবং অর্থনৈতিক শক্তিতেই সম্পদ ছিল না । তাদের এই অতি উন্নয়ন বহু অংশ গড়ে উঠেছিল উন্নত আঞ্চলিক প্রশাসন ব্যবস্থা কে কেন্দ্র করে ৷ সমৃদ্ধ ও গতিশীল এই শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাদেশিক শাসন মন্ডলম ব্যবস্থা এবং জেলা বা বলনাড়ু ব্যবস্থা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ । চোল রাজা রাজরাজ শাসন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ৷
আরও পড়ুন
চোল শাসকগণ তাদের সাম্রাজ্য কে কতগুলি প্রদেশে বা মন্ডলমে বিভক্ত করেছিলেন ৷ এই মন্ডলম আবার কতগুলি জেলা বা বলনাড়ুতে বিভক্ত ছিল ৷ কয়েকটি গ্রামের সমস্ত নিয়ে গঠিত হতো নাড়ু বা কুররম ৷ বলনাড়ু ছিল কয়েকটি নাড়ু বা কুররমের সমষ্টি ৷ শাসনব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম ৷ গ্রামগুলির স্বায়ত্তশাসন অধিকার থাকায় প্রাদেশিক শাসকরা রাজার ইচ্ছা অনুসারে কার্য পরিচালনা করতেন এবং সমস্ত ঘটনাবলীর সম্পর্কে রাজাকে অবহিত রাখতেন ৷
মন্ডলম,বলনাড়ু,খুররম প্রভৃত্তি নিয়ে যে গ্রামীণ স্বায়ত্তশাসন গড়ে উঠেছিল তা একছত্র ও নিরঙ্কুশ অধীন পতি ছিলেন স্বয়ং রাজা । তিনি যোগ্যতা ও পদমর্যতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর আমল নিযুক্ত করে ৷ চোল মণ্ডলম শাসন করার ব্যবস্থা করতেন আর স্থানীয় স্বাস্থ্য শাসনব্যবস্থার ভিত্তিতে প্রত্যেক মন্ডলীতে অভিজ্ঞ বুদ্ধিমান ব্যক্তিদের নিয়ে সভা বা মহাসভা গঠিত হতো ৷ সকল ব্যাপারে স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণের সুযোগ থাকাই শাসক ও শাসিতের মধ্যে এক নিবিড় যোগসূত্র স্থাপিত হয় । আর এই উন্নত শাসন কাঠামোর মধ্যে দিয়েই চোলরা ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷