তাইপিং বিদ্রোহের প্রাথমিক সাফল্য ও চূড়ান্ত ব্যর্থতা সম্পর্কে আলোচনা কর। অথবা,তাইপিং বিদ্রোহের ব্যার্থতার কারণ গুলো লেখো

তাইপিং বিদ্রোহের প্রাথমিক সাফল্য ও চূড়ান্ত ব্যর্থতা সম্পর্কে আলোচনা কর। অথবা,তাইপিং বিদ্রোহের ব্যার্থতার কারণ গুলো লেখো

তাইপিং বিদ্রোহের প্রাথমিক সাফল্য ও চূড়ান্ত ব্যর্থতা সম্পর্কে আলোচনা কর। অথবা,তাইপিং বিদ্রোহের ব্যার্থতার কারণ গুলো লেখো 

তাইপিং বিদ্রোহের প্রাথমিক সাফল্য ও চূড়ান্ত ব্যর্থতা সম্পর্কে আলোচনা কর।

চিনা ভাষায় তাইপিং শব্দের অর্থ মহান শান্তি, তাইপিং বিদ্রোহের সূচনা হয়েছিল চিনের কোম্নাত সি প্রদেশে, বিদ্রোহের নেতা হুং--সিউ চুয়াং অত্যাচারী মাঞ্জু বংশের উচ্ছেদ করে চিনে ধর্মরাজ্যে প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন । মাঞ্চ বংশের শাসনককালে চিনে একদিকে যেমন অজন্তরীন ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হয়েছিল। তেমনি অন্যদিকে চিনকে বিদেশিদের হাতে অপদস্ত হতে হয়েছিল । হুং বাইবেলের অংশ পাঠ করে নতুন ধর্মমত গঠন করেছিল, এবং চিনাবাসীকে কে এই এই নতুন ধর্ম ধর্মে দীক্ষিত করতে সচেষ্ট হয়েছিলেন । তিনি নিজেকে ঈশ্বরের পূত্রে ও যীশুখ্রীস্টের অনুগামী বলে মনে করতেন । অত্তাচারিত চিনের মানুষ ও করভারে জর্জরিত সাধারন কৃষক হৃতকে সমর্থন জানালেও তাইপিং নেতৃত্বের সুস্পষ্ট নীতি ও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এই বিদ্রোহ ব্যর্থ হয়, যদিও এই বিষয় নিয়ে পন্ডিত মহলে বির্তক আছে তারা এই বিষয়ে নানা মতামত প্রকাশ করেছে । 



  • প্রথমতঃ চিনের ভূমি গঠন, ভূমি ব্যবস্থা, করণীতি সর্ম্পকে তাইপিং নেতৃবর্গের কোনো অভিজ্ঞতা ছিল না । ফলে তারা যে সংস্কার নীতি গ্রহন করে তার ফলে চিনে ধনতন্ত্রের আবির্ভাবের পথ সুগম হয়ে ওঠে । চিনে এই বিদ্রোহে শহর ও গ্রামাঞ্চলে দরিদ্র জনগন সমর্থন জানিয়েছিল । কিন্তু তা সত্ত্বেও তাহপিং নেতৃবৃন্দের স্বচ্ছ দৃষ্টি ভঙ্গির অভাবে ও তাদের অনভিজ্ঞ্যতা করার জন্য চরম ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল । 
  • দ্বিতীয়তঃ তাইপিং বিদ্রোহের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দদের নৈতিক অবক্ষয় তাইপিং বিদ্রোহে ব্যর্থতার অন্যতম কারণ ছিল। ৷ স্বর্গীয় রাজা রূপে পরির্বতি হূং ও অন্যান্য নেতৃবৃন্দ নানকিং দখল করার কিছুদিন পর সমস্ত ধরনের তাইপিং আর্দশে কে বর্জন করেছিলেন । এবং তারা জেন্নবিলাসী জীবন সাপনে মও হয়েছিল । নেতৃবৃন্দের এই নৈতিক অবক্ষয় জনগনকে বিভ্রান্ত করে দেয় । নিজেদের আর্দশ ত্যাগ করে অনৈতিক দিক গুলো গ্রহণ করার ফলে তাদের আন্দোলন ব্যর্থ হয় ।
  • তৃতীয়ত:-বিদ্রোহীদের কোনো গঠমূলক মানসিকতা ছিল না, তারা যেসব অঞ্চল দখল করত সেখানে অবাধ লুণ্ঠন করত, তাদের অধীকৃত অঞ্চলগুলোতে তারা' কোনো প্রশাসনিক ও সামরিক ব্যবস্থা গ্রহন করে নি । সফল স্বরূপ দেখা যায় যে, মাঞ্জু বাহিনী ওইসব অঞ্চল গুলোকে সহজে পুনরায় নিজেদের দখলে আনতে পেরেছিল । পরিনামে তাইপিতে বিদ্রোহের পতন আসন্ন হয়ে পড়েছিল ।
  • চতুর্থতঃ-"তাইপিং বিদ্রোহীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল, তাইপিং অনুগামীদের 'মধ্যে পরস্পর বিরোধী দলের উত্তর হয়েছিল । নানকিং দখলের পর এই দলগণ বিরোধ তীব্র আকার ধীরন করে, চিনের কোয়াংসি তে তাইপিং অনুগামীদের মধ্যে দলগত বিরোধ লক্ষ্য করা যায়, এই ভাবে দলগত বিরোধ আন্দোলনকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে থাকে ।
  • পঞ্চমতঃ তাইপিং বিদ্রোহে তেমন কোনো দন্য নেতৃত্বের আবির্ভাব ঘটে । 185ং খ্রীঃ তাইপিং এর রাজধানী নানকিং এ বহু তাইপিং নেতার স্বপ্ন হয় । ফলে পেতৃত্ব দানের ক্ষেত্রে উপযুক্ত ব্যাক্তির অভাব দেখা দেয়, যেমন উত্তর চিনের উপর কর্তৃত্ব স্থাপনের পক্ষে যোগ্য পেতৃত্বের অভাবে শাসন ব্যবস্থায় বহু তোটের অনুপ্রবেশ ঘটে ৷  
  • ষষ্ঠতঃ তাইপিং নেতৃত্বের ভাবাদর্শ জীবনজাপনের মধ্যে কোনো ও মিল ছিল না । বিদ্রোহেরী আঙ্গি ছিল ব্যাক্তিগত সম্পত্তি অর্জনে' না করা, এবং একাধিক বার বিবাহ না করা । কিন্তু তাইপিং নেতৃবৃন্দ ব্যাক্তিগত সম্পত্তির বৃদ্ধির দিকে বেশি যত্নবান হন, এবং একাধিক বার বিবাহ করেন । ইমানুয়েল লিখেছেন যে, স্বয়ং হুং-সিউ-চুয়াং ত্রর ৮৮টি উপপত্নী ছিল। হুং আদেশ দিয়েছিলেন যে কনফুসিয়াস সক্রান্ত কোনো প্রশ্ন পাঠ করা যাবে না, কিন্তু তিনি নিজে পাঠ করতেন এবং অন্যান্য নেতারাও এই আর্দশ থেরো বিচ্যুত হন । ফলে তাইপিং বিদ্রোহের ব্যর্থতা অবশ্যম্ভাবী হয়ে ওঠে ।



তাইপিং দের বিরোধী ক্ষতি ছিল সরকার, সরকারের সেনা বলে সামরিক দিক থেকে অস্ত্রসজ্জিত সেনাবাহিনী গঠন গঠন করা হয়েছিল । সেনাবাহিনীর নেতা হিসেবে কুয়োফান ছিলেন গুরুত্বপূর্ণ । তার প্রচেষ্টায় 1864 খ্রী: রাজকীয় সেনাবাহিনী নানকিং অধিকার করতে সর্মথ হলে হুং-সিউ চুয়ান আত্মহত্যা করে এবং 1865 তাইপিং বিদ্রোহের সম্পূর্ণ ভাবে অবসান ঘটে।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟