ইবন বতুতা সম্পর্কে আলোচনা কর
সুলতান মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা নামে এক সাহসী পরিব্রাজক উত্তর আফ্রিকা থেকে ভারতে আসেন ৷ ইতিহাস গত উপাদানে ভরপুর অতি নির্ভরযোগ্য একটি ভ্রমণ বৃত্তান্ত হলো ইবনবতু তার "কিতাব-উল-রেহেলা" ৷ তার ভ্রমণ বৃত্তান্ত সুলতান মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ ইবন বতুতা উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়ার নানাদেশ ভ্রমণ করে ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতে এসে উপস্থিত হন । দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে দিল্লির কাজী পথে নিয়োগ করেন ৷ তার পরিশ্রমিক হিসাবে সুলতান দিল্লির নিকটবর্তী কয়েকটি গ্রাম রাজস্ব আদায়ের জন্য অর্পণ করেন । দীর্ঘ আট বছর বসবাসের পর তিনি চীন দেশ থেকে অন্যান্য দেশে ভ্রমণ করেন তিনি তার ভ্রমণ বৃত্তান্ত "কিতাব-উল-রেহেলা" সম্পূর্ণ করেন ৷
ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে মহম্মদ বিন তুঘলকের ব্যক্তিগত জীবন ও রাজত্বকাল সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায় ৷ তার বিবরণ থেকে সমকালীন ভারতের নানা প্রকার ধর্মীয় ও সামাজিক রীতিনীদের কথাও জানা যায় । তিনি বঙ্গদেশের আর্থিক সমৃদ্ধি ও জনগণের সুখী জীবনের জীবনধারার কথা উল্লেখ করেছেন ৷ ব্যক্তিগতভাবে তিনি ছিলেন শত দক্ষতা সম্পন্ন ৷
ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত ছিল না ৷ বহু ক্ষেত্রে তিনি কিংবদন্তি এবং প্রচলিত গুজবকে সত্য বলে তার ভ্রমণ বৃত্তান্ত বলে সন্নিবিষ্ট করেছেন ৷ এছাড়া অপর একটি ত্রুটি হল তার ভ্রমণকালে রচিত না হয়ে পরবর্তীকালে স্মরণশক্তির ওপর নির্ভর করে রচিত হয় দুর্বলতার কারণে বৃত্তান্তটি অনেকাংশেই অসংলগ্ন হয়ে পড়ে ৷ এই কারণে ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত টি সাধারণত সহকারে যাচাই করে নিলে ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহার করা যুক্তি সঙ্গত ৷