ইবন বতুতা সম্পর্কে আলোচনা কর

ইবন বতুতা সম্পর্কে আলোচনা কর

 ইবন বতুতা সম্পর্কে আলোচনা কর

ইবন বতুতা সম্পর্কে আলোচনা কর

সুলতান মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা নামে এক সাহসী পরিব্রাজক উত্তর আফ্রিকা থেকে ভারতে আসেন ৷ ইতিহাস গত উপাদানে ভরপুর অতি নির্ভরযোগ্য একটি ভ্রমণ বৃত্তান্ত হলো ইবনবতু তার "কিতাব-উল-রেহেলা" ৷ তার ভ্রমণ বৃত্তান্ত সুলতান মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ ইবন বতুতা উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়ার নানাদেশ ভ্রমণ করে ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতে এসে উপস্থিত হন । দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে দিল্লির কাজী পথে নিয়োগ করেন ৷ তার পরিশ্রমিক হিসাবে সুলতান দিল্লির নিকটবর্তী কয়েকটি গ্রাম রাজস্ব আদায়ের জন্য অর্পণ করেন । দীর্ঘ আট বছর বসবাসের পর তিনি চীন দেশ থেকে অন্যান্য দেশে ভ্রমণ করেন তিনি তার ভ্রমণ বৃত্তান্ত "কিতাব-উল-রেহেলা" সম্পূর্ণ করেন ৷


ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে মহম্মদ বিন তুঘলকের ব্যক্তিগত জীবন ও রাজত্বকাল সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায় ৷ তার বিবরণ থেকে সমকালীন ভারতের নানা প্রকার ধর্মীয় ও সামাজিক রীতিনীদের কথাও জানা যায় । তিনি বঙ্গদেশের আর্থিক সমৃদ্ধি ও জনগণের সুখী জীবনের জীবনধারার কথা উল্লেখ করেছেন ৷ ব্যক্তিগতভাবে তিনি ছিলেন শত দক্ষতা সম্পন্ন ৷


ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত ছিল না ৷ বহু ক্ষেত্রে তিনি কিংবদন্তি এবং প্রচলিত গুজবকে সত্য বলে তার ভ্রমণ বৃত্তান্ত বলে সন্নিবিষ্ট করেছেন ৷ এছাড়া অপর একটি ত্রুটি হল তার ভ্রমণকালে রচিত না হয়ে পরবর্তীকালে স্মরণশক্তির ওপর নির্ভর করে রচিত হয় দুর্বলতার কারণে বৃত্তান্তটি অনেকাংশেই অসংলগ্ন হয়ে পড়ে ৷ এই কারণে ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত টি সাধারণত সহকারে যাচাই করে নিলে ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহার করা যুক্তি সঙ্গত ৷

তোমাকে অনেক ধন্যবাদ ইবন বতুতা সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟