১৮৫৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল?

১৮৫৪ সালের ৩১ মার্চ স্বাক্ষরিত কানাগাওয়া চুক্তির শর্ত অনুসারে মার্কিন সরকার হ্যারিসকে কনসাল হিসাবে জাপানে প্রেরণ করেছিল। ১৮৫৬ সালে আগস্ট মাসে হ্যারিস শিমোড়াতে উপস্থিত হয়েছিলেন। কার্ল ক্রো-এর প্রকাশিত প্রবন্ধ 'হি ওপেন্ড দ্য ডোর অব জাপান' থেকে জানা যায় যে, সামরিক বিষয় ছাড়া হ্যারিস এই সন্ধির মাধ্যমে কূটনীতিতে জয়ী হয়। ১৮৫৮ সালে ২৯ জুলাই জাপান ও আমেরিক। যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি হ্যারিস চুক্তি নামে পরিচিত।
হ্যারিস চুক্তির শর্তাবলীঃ
হ্যারিস চুক্তি ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি পূর্ণাঙ্গ চুক্তি। এই চুক্তির শর্তগুলি হল...
- প্রথমতঃ এই চুক্তির মাধ্যমে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- দ্বিতীয়তঃ নাগাসাকি এবং সিমোডা বন্দর ছাড়াও কানাগাওয়া, হিয়েগো প্রভৃতি বন্দরগুলি ১৮৬০-৬৩ সালের মধ্যে আমেরিকানদের জন্য উন্মুক্ত করা হবে এবং যাবসা-বাণিজ্যের অনুমতিও দেওয়া হবে।
- তৃতীয়তঃ আমেরিকানদের বসবাসের জন্য ইয়াডো ও ওসাকা শহর উন্মুক্ত করে দেওয়া হবে।
- চতুর্থতঃ নাগাসাকি, শিমোডা, কানাগাওয়া, হিয়েগো প্রভৃতি বন্দরগুলি আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর শুল্ক ধার্য করা হবে। শুল্ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।
- পঞ্চমতঃ জাপানে বসবাসকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিকরা অতি আঞ্চলিক অধিকার ভোগ করবে। অর্থাৎ নাগরিকদের বিরুদ্ধে মামলা হলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিচার হবে। জাপানের আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
- ষষ্ঠতঃ জাপানে বৈদেশিক মুদ্রা চালু করা হবে এবং বৈদেশিক মুদ্রার সাহায্যেই জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে।
- সপ্তমতঃ আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ত্রশস্ত্র ও জাহাজ দিয়ে জাপানকে সাহায্য করবে।
- অষ্টমতঃ আমারিকা যুক্তরাষ্ট্রের নাগরিকগণ জাপানে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।
হান্টার ম্যুলার বলেছেন, জাপানের বহির্জগতের কাজে উন্মুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হ্যারিসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হ্যারিস চুক্তির তিন মাসের মধ্যে হল্যান্ড, গ্রেট ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স জাপানের সাথে এই ধরনের চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির শর্তাবলী বিশ্লেষণ করে বলা যায় যে, হ্যারিস চুক্তি জাপানের স্বার্থে অনুকূল ছিল না। যথেষ্ট অপমানজনক ছিল। এই সন্ধির প্রতিটি কার্যাবলী জাপানের বিরুদ্ধে গিয়েছিল। তাহা সত্ত্বেও এই চুক্তির ফলে জাপান বিদেশগুলির সাথে যুদ্ধ এড়াতে পেরেছিল এবং কমোডোর পেরীর সহায়তায় জাপানকে বহির্বিশ্বের কাছে উন্মুক্ত করার যে ইচ্ছা হয়েছিল তা সম্পূর্ন হয়েছিল ১৮-৫৮ সালে হ্যারিস চুক্তির মাধ্যমে ।
তোমাকে অনেক ধন্যবাদ ১৮৫৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল? এই নোটটি পড়ার জন্য