পৃথিবীর রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়
পৃথিবীর রুটির ঝুড়ি হল প্রেইরি, উত্তর আমেরিকা
পৃথিবীর গম উৎপাদক দেশগুলো প্রধানত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমি অঞ্চলে অবস্থিত ৷ গম উৎপাদনের দিক থেকে বিচার করে পৃথিবীর গম উৎপাদক অঞ্চল গুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়, প্রথমত অপেক্ষাকৃত জনবিরল দেশগুলি এবং দ্বিতীয়ত পশ্চিম ইউরোপের জনবহুল দেশগুলি ৷ উত্তর আমেরিকার কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ঘন উৎপাদন করা হয় ৷ গম উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে ৷ এখানে যন্ত্রপাতির সাহায্যে উন্নত সার ও কীটনাশক দ্রব্য ব্যবহার করে চাষ হয় বলে প্রতি হেক্টর প্রায় ২২০৫ কেজি গম উৎপাদন করা সম্ভব ৷ এখানকার লোহিত সাগর উপত্যকায় এত বেশি গম উৎপাদন করা হয় যে একে 'পৃথিবীর রুটি ঝুড়ি' বলা হয়ে থাকে ৷