দিল্লি কে কেন ভারতের রোম বলে আখ্যায়িত হয় ৷ অথবা, কাকে কেন ভারতের রোম বলা হয় ৷ অথবা, দিল্লি কে কেন ভারতের রোম বলা হয়?
রোম বহু প্রাচীন সভ্যতা ৷ বর্তমানে রোমের প্রাচীন সভ্যতার বহু উৎকৃষ্ট নিদর্শন সেখানে রয়েছে ৷ কিন্তু রোমের শ্রীবৃদ্ধি একদিনে হঠাৎ করে গড়ে ওঠেনি, বহু সাম্রাজ্যের উত্থান পতনের মধ্যে দিয়ে বহু স্থপতি ও ভাস্কর্যের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো রোম । বহু রাজা-মহারাজারা শিল্পপতির নিদর্শন সেখানকার ঐতিহ্যের স্বাক্ষর প্রসাদ গুলির মধ্যে আজ বিদ্যমান ৷ ভারতের বর্তমান রাজধানীর দিল্লি ও প্রাচীন ঐতিহ্যমন্ডিত শহর দিল্লি ও তার দূরবর্তী অঞ্চল জুড়ে অবস্থান করছে বহু প্রাচীন নিদর্শন যা ভারতের ঐতিহ্য স্বাক্ষর ৷ মহাভারতের ইন্দ্রপ্রস্থের আমল থেকে বহু পরিবর্তন ও বিবর্তনের মধ্যে দিয়ে তিলে তিলে দিল্লি বর্তমান রুপ লাভ করেছেন ৷ এখানে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে প্রাচীন ও মধ্যযুগের বহু অমূল্য ভাস্কর্য ও শিল্প কীর্তি একে গৌরবময় করে তুলেছেন ৷ দিল্লিতে এমন সব স্থাপত্য ভাস্কর্য শিল্পের নিদর্শন আছে বর্তমান রোম স্থাপত্য ও ভাস্কর্যের সঙ্গে অনায়াসে তুলনা করা যেতে পারে । এদিক থেকে বিচার করে দিল্লিকে ভারতের রোম বলে আখ্যা দেওয়া যায় ৷