সেরা আদাল ও মান্ডি সম্পর্কে টীকা লেখ

সেরা আদাল ও মান্ডি সম্পর্কে টীকা লেখ

 সেরা আদাল ও মান্ডি সম্পর্কে টীকা লেখ

সেরা আদাল ও মান্ডি সম্পর্কে টীকা লেখ

লাউদ্দিন খলজির বিভিন্ন সংস্কার কর্মসূচির মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী একটি পরিকল্পনা হলো তার বাজারদর নিয়ন্ত্রণ নীতি ৷ এই বাজারদর বা অর্থনৈতিক সংস্কারগুলির মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা৷ জিয়াউদ্দিন বরনি এর 'তারিখ-ই- ফিরোজশাহী' এবং "ফুতুহ-ই-জাহান্দারী", আমির খসরু 'খাজাইন-উল-ফুতুহ' এবং সুফিসন্ত নাসির উদ্দিন চিরাগের 'খায়র-উল-মজলিস' এবং 'ফেরিস্তার বিবরণী এর ব্যাপারে আমাদের বিশেষভাবে সাহায্য প্রদান করে থাকে ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সু প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আলাউদ্দিন দিল্লিতে কয়েকটি ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করেন ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলেও বস্ত্র, চিনি,ওষুধ,জ্বালানি ইত্যাদির জন্য সেরা আদাল এবং শস্যের কেন্দ্রীয় বাজার বা মান্ডি ৷ সেরা-ই-আদাল ছিলেন শুকনো ফল,বস্তা,চিনি,মাখন,জ্বালানি,তেল ইত্যাদির বাজার ৷ গরিব ও অন্যান্য খুচরা ব্যবসায়ীদের ওপর নির্দেশ জারি করা হয় যে তারা যেন প্রত্যেকে ব্যক্তিগত বা সরকারি অর্থে ক্রয় করা সমস্ত দ্রব্য নিজ গৃহে বা অন্য কোন বাজারে না গিয়ে সরাসরি সেরা-ই-আদাল বাজারে আনে এবং কোন দ্রব্য এখানে না এনে অন্যত্র নিয়ে গেলে সেই সমস্ত বাজেয়াপ্ত করা হবে এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হবে ৷

মান্ডি ছিল প্রধান শস্য বাজার,দিল্লিতে মূলত এই বাজারকে কেন্দ্র করে দিল্লি নগরী বিভিন্ন মহল্লায় একাধিক ছোট বাজার স্থাপিত হয় । একটি নির্দেশ নামা দ্বারা এই সকল বাজারে খাদ্যশস্যের বিনিময় মূল্যের নির্দিষ্ট করা হয় । অধ্যাপক বেনারসি প্রসাদ এ প্রসঙ্গে লিখেছেন,"শস্য বাজারে এরূপ স্থির মূল্যমান ছিল সে যুগে বিস্ময়কর ঘটনা ৷ অতঃপর শস্য বাজার পরিচালনা,শস্য সরবরাহ অন্যায় লেনদেন বন্ধ করা পরিবহন সুনিশ্চিত করা ইত্যাদির জন্য একাধিক নির্দেশ জারি করা হয় ।" খুচরো বাজারের প্রধান নিয়ন্ত্রণ শাহানা-ই-মান্ডি হিসেবে আলাউদ্দিনের বিশ্বস্ত ও দক্ষ কর্মচারী মালিক কাফুরকে নিয়োগ করা হয় ৷ আলাউদ্দিনের এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা মৌলিক হলেও এটি দীর্ঘস্থায়ী হয়নি ৷

তোমাকে অনেক ধন্যবাদ সেরা আদাল ও মান্ডি সম্পর্কে টীকা লেখ এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟