সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও

সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও

 সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও

সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও

সুলতানি যুগে গ্রামে জাতিভেদ প্রথা প্রবল ছিল ৷ ইসলামের প্রভাব থেকে বাঁচার জন্য প্রথমদিকে হিন্দু সমাজ বর্ণ ব্যবস্থাকে কঠোর করেছিল এবং মেয়েদের পর্দার আড়ালে নিয়ে গিয়েছিল ৷ এর সঙ্গে সতীদাহ বাল্যবিবাহ প্রভৃতি কুপথা গুলি বলবত ছিল ৷ হিন্দু সমাজে যেমন ব্রাহ্মণদের প্রাধান্য ছিল তেমনি মুসলমান সমাজে উলেমাদের প্রাধান্য ছিল ৷ মুসলমানদের মধ্যে শিয়া ও সুন্নি এই দুই ভাগ ছিল ৷ সুলতানরা ছিলেন গোরা ও রক্ষণশীল তাদের সময়ে হিন্দুদের নানা রকম বিশেষ কর দিতে বাধ্য করা হতো ৷ এমনকি তাদের উচ্চ পদে নিয়োগ করা হতো না ৷ আবার মহম্মদ বিন তুঘলকের মতো শাসক হিন্দুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

জমির ফসল কে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছিল ৷ নানাবিদ কুঠির শিল্পকে কেন্দ্র করে গ্রামের মানুষ উপযোগিতা হিসেবে গ্রহণ করত ৷ মাঝে মাঝে গ্রামে মেলার আয়োজন করা হতো ৷ রাজনীতি,সমাজনীতি থেকে ব্যক্তিগত বিবাদ জাতিগত আচার বিচার ইত্যাদির নানা বিষয় গ্রামীণ সমাজের আলোচনার বিষয়বস্তু ছিল । কিন্তু নিজের গ্রাম এবং নিকটবর্তী দু একটি গ্রামের ঘটনাবলীর বাইরে বিশ্বজগত সম্পর্কে গ্রামীণ মানুষের কোন ধারণা ছিল না ৷

মুসলমান সমাজের সাম্য ও সৌভাত্রীদের ধারণাও আক্ষরিক অর্থে কার্যকরী ছিল না ৷ ঐতিহাসিক রোমিলা থাপার বলেছেন,"অমুসলিম অধ্যুষিতদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার চেষ্টাও দীর্ঘস্থায়ী হয়নি ৷" সুলতানি শাসনের একেবারে প্রাথমিক পর্বে আত্ম সম্প্রদায় সংঘাত শুরু হয়েছিল যা সুলতানের সংকটের তীব্রতর করেছিল ৷ মুসলমান সমাজের শিয়াদের সুন্নিরা পছন্দ করত না ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত ৷ মুসলিম সমাজের সুফি মতবাদ কিছুটা অর্জন করেছিল এরা উলেমাদের ধর্ম বিরোধী বলে আখ্যায়িত করেন ৷ এছাড়া মুসলিম সমাজের জাতীয় গোষ্ঠী ভিত্তিক ভেদাভেদ ও রেসারেসি ছিল ৷

তোমাকে অনেক ধন্যবাদ সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟