5th semester history honours cc-12 paper Previous 4years short question answer solved
2020
HISTORY - HONOURS
Paper : CC-12
(ক) অষ্টাদশ শতকের যে-কোনো একটি উত্তরসূরী রাজ্যের নাম লেখো।
🛑অষ্টাদশ শতকের উত্তরসূরী রাজ্যগুলোর মধ্যে একটি ছিল "মহীশূর"।
(খ) বক্সারের যুদ্ধ কত সালে হয়?
🛑বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে হয়।
(গ) প্রথম কোন্ দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে?
🛑হায়দরাবাদ প্রথম দেশীয় রাজ্য হিসেবে অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে
(ঘ) মুঘল পতন সম্পর্কে স্যর যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখো।
🛑মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম হলো "Fall of the Mughal Empire" ৷
(ঙ) কোন্ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয়?
🛑 চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে বলবৎ হয়।
(চ) কোন্ গভর্নর জেনারেল ভারতে প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেন?
🛑লর্ড ডালহৌসি ভারতে প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেন।
(ছ) 'মেকলে মিনিট' কত সালে গৃহীত হয়?
🛑মেকলে মিনিট' ১৮৩৫ সালে গৃহীত হয়।
(জ) 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' কে স্থাপন করেন?
🛑ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' স্থাপন করেন ডেভিড হেয়ার এবং উইলিয়াম কেরি।
(ঝ) অ্যানালস অব রুরাল বেঙ্গল (Annals of Rural Bengal) বইটির রচয়িতা কে?
🛑'অ্যানালস অব রুরাল বেঙ্গল' বইটির রচয়িতা ছিলেন উইলিয়াম উইলসন হান্টার।
(ঞ) ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন?
🛑ফরাজি আন্দোলনের জনক ছিলেন হাজী শরীয়তুল্লাহ।
(ট) কোন্ বিদ্রোহ 'উজ্জ্বলান' নামে পরিচিত ছিল?
🛑সাঁওতাল বিদ্রোহ 'উজ্জ্বলান' নামে পরিচিত ছিল ৷
(ঠ) তিতুমির কে ছিলেন?
🛑তিতুমির ছিলেন ব্রিটিশবিরোধী সংগ্রামের একজন নেতা, যিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।
(ড) ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় কত সালে দুর্ভিক্ষ হয়?
🛑ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় ১৭৭০ সালে দুর্ভিক্ষ হয়।
(ঢ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন?
🛑১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
(ণ) ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
🛑ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর।
2021
ক) কোন্ নবাব বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন?
🔹নবাব মীর কাসিম বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন।
(খ) কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়?
🔹১৭৯২ সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়।
(গ) অমৃতসরের সন্ধির স্বাক্ষরকারী কারা?
🔹অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন মহারাজা রঞ্জিত সিং এবং ব্রিটিশ সরকার।
(ঘ) পিস্ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়?
🔹১৭৮৪ সালে পিস্ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয়।
(ঙ).হিতবাদী মতের অনুসারী একজন প্রশাসকের নাম
🔹লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক হিতবাদী মতের একজন প্রশাসক ছিলেন।
(চ) বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
🔹এলিজা ইম্পে বাংলার প্রথম প্রধান বিচারপতি ছিলেন।
(ছ) দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন?
🔹স্যার থমাস মুনরো দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন।
(জ) কোন্ সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়?
🔹বসাইনের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়।
(ঝ) ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
🔹লর্ড ওয়েলেসলি'র উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
(ঞ) 'তুহফাতুল মুওয়াহিদিন'-এর রচয়িতা কে?
🔹'তুহফাতুল মুওয়াহিদিন'-এর রচয়িতা রামমোহন রায়।
(ট) ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?
🔹মাজনু শাহ ফকির বিদ্রোহের নেতা ছিলেন।
(ঠ) 'দামিন-ই-কোহ' বলতে কী বোঝায়?
🔹'দামিন-ই-কোহ' বলতে বোঝায় পাহাড়ের প্রান্তবর্তী এলাকা, এটি সাঁওতালদের বসবাসের জন্য নির্ধারিত একটি অঞ্চল ছিল।
(ড) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো।
🔹নানা সাহেব ১৮৫৭ সালের মহাবিদ্রোহের একজন নেতা ছিলেন।
(ঢ) 'এইটিন ফিফটি সেভেন' বইয়ের রচয়িতা কে?
🔹সূরেন্দ্রনাথ সেন 'এইটিন ফিফটি সেভেন' বইয়ের রচয়িতা।
(ণ) মহাবিদ্রোহে অংশগ্রহণকারী যে-কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো।
ঝাঁসি মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একটি দেশীয় রাজ্য।
2022
(ক) অষ্টাদশ শতকের যে-কোনো একটি উত্তরসূরী রাজ্যের নাম লেখো।
🔹উত্তর: হায়দ্রাবাদ।
(খ) 'ব্ল্যাক হোল ট্রাজেডি'-র প্রবক্তা কে ছিলেন?
🔹উত্তর: জন হোলওয়েল।
(গ) মীর কাশিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন?
🔹উত্তর: ১৭৬০ খ্রিস্টাব্দে।
(ঘ) বক্সারের যুদ্ধে অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন?
🔹উত্তর: সুজাউদ্দৌলা।
(ঙ) অবশিল্পায়ন বিতর্কে যুক্ত যে-কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো।
🔹উত্তর: রাজনী পাম দত্ত।
(চ) বাংলায় ১৭৯৩-তে কোন ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল?
🔹উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত।
(ছ) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?
🔹উত্তর: লর্ড ওয়েলেসলি।
(জ) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
🔹উত্তর: লর্ড কর্নওয়ালিস।
(ঝ) প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?
🔹উত্তর: লাহোর চুক্তি।
(ঞ) ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন?
🔹উত্তর: হাজী শরীয়তুল্লাহ।
(ট) 'হিন্দু-পাদ-পাদশাহী'র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🔹উত্তর: বলাজী বিষ্ণু।
(ঠ) 'মেকলে মিনিট' কত সালে গৃহীত হয়?
🔹উত্তর: ১৮৩৫ সালে।
(ড) ১৮৫৭ সালের অভ্যুত্থানের সময় মোগল সম্রাট কে ছিলেন?
🔹উত্তর: বাহাদুর শাহ জাফর।
(ঢ) সিপাহি-বিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিক এস. এন. সেন লিখিত গ্রন্থের নাম কী?
🔹উত্তর: "Eighteen Fifty-Seven"।
(ণ) ভারতের প্রথম অরণ্য আইন কত সালে গৃহীত হয়?
🔹উত্তর: ১৮৬৫ সালে।
2023
(ক) মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ সুবাদার ছিলেন মীর জাফর।
(খ) বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন?
উত্তর: বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব ছিলেন নবাব সুজাউদ্দৌলা।
(গ) কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: শ্রীরঙ্গপত্তমের চুক্তি ১৭৯২ সালে স্বাক্ষরিত হয়।
(ঘ) প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে?
উত্তর: হায়দরাবাদ প্রথম দেশীয় রাজ্য হিসেবে অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে।
(ঙ) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স।
(চ) হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো।
উত্তর: হিতবাদী মতের অনুসারী ইংরেজ প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
(ছ) বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।
(জ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠা করেন।
(ঝ) কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: বেসিনের চুক্তি ১৮০২ সালে স্বাক্ষরিত হয়।
(ঞ) কোন গভর্নর জেনারেল ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন?
উত্তর: লর্ড ডালহৌসি ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন।
(ট) বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়?
উত্তর: বাংলায় তিতুমীরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়।
(ঠ) ‘দামিন-ই-কোহ্’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘দামিন-ই-কোহ্’ বলতে বোঝায় সাঁওতাল জনগোষ্ঠীর জন্য নির্দিষ্টকৃত ভূমি, যা চিহ্নিত করা হয়েছিল ব্রিটিশ শাসনের অধীনে।
(ড) ‘দ্য পেজান্ট অ্যান্ড দ্য রাজ’ (The Peasant and the Raj) বইটির রচয়িতা কে?
উত্তর: ‘দ্য পেজান্ট অ্যান্ড দ্য রাজ’ বইটির রচয়িতা ছিলেন এরিক স্টোকস।
(চ) নানাসাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন?
উত্তর: নানাসাহেব পেশোয়া বাজিরাও দ্বিতীয়ের দত্তক পুত্র ছিলেন।
(ণ) ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর।