5th semester history honours cc-12 paper Previous 4years short question answer solved

 5th semester history honours cc-12 paper Previous 4years short question answer solved

5th semester history honours cc-12 paper Previous 4years short question answer solved


2020


HISTORY - HONOURS


Paper : CC-12


(ক) অষ্টাদশ শতকের যে-কোনো একটি উত্তরসূরী রাজ্যের নাম লেখো।

🛑অষ্টাদশ শতকের উত্তরসূরী রাজ্যগুলোর মধ্যে একটি ছিল "মহীশূর"।


(খ) বক্সারের যুদ্ধ কত সালে হয়?

🛑বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে হয়।


(গ) প্রথম কোন্ দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে?

🛑হায়দরাবাদ প্রথম দেশীয় রাজ্য হিসেবে অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে


(ঘ) মুঘল পতন সম্পর্কে স্যর যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখো।

🛑মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম হলো "Fall of the Mughal Empire" ৷


(ঙ) কোন্ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয়?

🛑 চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে বলবৎ হয়।


(চ) কোন্ গভর্নর জেনারেল ভারতে প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেন?

🛑লর্ড ডালহৌসি ভারতে প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেন।


(ছ) 'মেকলে মিনিট' কত সালে গৃহীত হয়?

🛑মেকলে মিনিট' ১৮৩৫ সালে গৃহীত হয়।


(জ) 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' কে স্থাপন করেন?

🛑ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' স্থাপন করেন ডেভিড হেয়ার এবং উইলিয়াম কেরি।


(ঝ) অ্যানালস অব রুরাল বেঙ্গল (Annals of Rural Bengal) বইটির রচয়িতা কে?

🛑'অ্যানালস অব রুরাল বেঙ্গল' বইটির রচয়িতা ছিলেন উইলিয়াম উইলসন হান্টার


(ঞ) ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন?

🛑ফরাজি আন্দোলনের জনক ছিলেন হাজী শরীয়তুল্লাহ।


(ট) কোন্ বিদ্রোহ 'উজ্জ্বলান' নামে পরিচিত ছিল?

🛑সাঁওতাল বিদ্রোহ 'উজ্জ্বলান' নামে পরিচিত ছিল ৷


(ঠ) তিতুমির কে ছিলেন?

🛑তিতুমির ছিলেন ব্রিটিশবিরোধী সংগ্রামের একজন নেতা, যিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।


(ড) ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় কত সালে দুর্ভিক্ষ হয়?

🛑ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় ১৭৭০ সালে দুর্ভিক্ষ হয়।


(ঢ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন?

🛑১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল ছিলেন লর্ড ক্যানিং


(ণ) ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

🛑ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর


2021



ক) কোন্ নবাব বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন?

🔹নবাব মীর কাসিম বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন।


(খ) কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়?

🔹১৭৯২ সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়।


(গ) অমৃতসরের সন্ধির স্বাক্ষরকারী কারা?

🔹অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন মহারাজা রঞ্জিত সিং এবং ব্রিটিশ সরকার।


(ঘ) পিস্ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়?

🔹১৭৮৪ সালে পিস্ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয়।


(ঙ).হিতবাদী মতের অনুসারী একজন প্রশাসকের নাম  

🔹লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক হিতবাদী মতের একজন প্রশাসক ছিলেন।


(চ) বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? 

🔹এলিজা ইম্পে বাংলার প্রথম প্রধান বিচারপতি ছিলেন।


(ছ) দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন?

🔹স্যার থমাস মুনরো দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন।


(জ) কোন্ সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়?

🔹বসাইনের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়।


(ঝ) ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

🔹লর্ড ওয়েলেসলি'র উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।


(ঞ) 'তুহফাতুল মুওয়াহিদিন'-এর রচয়িতা কে? 

🔹'তুহফাতুল মুওয়াহিদিন'-এর রচয়িতা রামমোহন রায়।


(ট) ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?

🔹মাজনু শাহ ফকির বিদ্রোহের নেতা ছিলেন।


(ঠ) 'দামিন-ই-কোহ' বলতে কী বোঝায়?

🔹'দামিন-ই-কোহ' বলতে বোঝায় পাহাড়ের প্রান্তবর্তী এলাকা, এটি সাঁওতালদের বসবাসের জন্য নির্ধারিত একটি অঞ্চল ছিল


(ড) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো।

🔹নানা সাহেব ১৮৫৭ সালের মহাবিদ্রোহের একজন নেতা ছিলেন।


(ঢ) 'এইটিন ফিফটি সেভেন' বইয়ের রচয়িতা কে?

🔹সূরেন্দ্রনাথ সেন 'এইটিন ফিফটি সেভেন' বইয়ের রচয়িতা।


(ণ) মহাবিদ্রোহে অংশগ্রহণকারী যে-কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো।

ঝাঁসি মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একটি দেশীয় রাজ্য।


2022


(ক) অষ্টাদশ শতকের যে-কোনো একটি উত্তরসূরী রাজ্যের নাম লেখো।  

🔹উত্তর: হায়দ্রাবাদ


(খ) 'ব্ল‍্যাক হোল ট্রাজেডি'-র প্রবক্তা কে ছিলেন?  

🔹উত্তর: জন হোলওয়েল


(গ) মীর কাশিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন?  

🔹উত্তর: ১৭৬০ খ্রিস্টাব্দে


(ঘ) বক্সারের যুদ্ধে অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন?  

🔹উত্তর: সুজাউদ্দৌলা


(ঙ) অবশিল্পায়ন বিতর্কে যুক্ত যে-কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো।  

🔹উত্তর: রাজনী পাম দত্ত


(চ) বাংলায় ১৭৯৩-তে কোন ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল?  

🔹উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত


(ছ) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?  

🔹উত্তর: লর্ড ওয়েলেসলি


(জ) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?  

🔹উত্তর: লর্ড কর্নওয়ালিস


(ঝ) প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?  

🔹উত্তর: লাহোর চুক্তি


(ঞ) ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন?  

🔹উত্তর: হাজী শরীয়তুল্লাহ


(ট) 'হিন্দু-পাদ-পাদশাহী'র প্রতিষ্ঠাতা কে ছিলেন?  

🔹উত্তর: বলাজী বিষ্ণু


(ঠ) 'মেকলে মিনিট' কত সালে গৃহীত হয়?  

🔹উত্তর: ১৮৩৫ সালে


(ড) ১৮৫৭ সালের অভ্যুত্থানের সময় মোগল সম্রাট কে ছিলেন?  

🔹উত্তর: বাহাদুর শাহ জাফর


(ঢ) সিপাহি-বিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিক এস. এন. সেন লিখিত গ্রন্থের নাম কী?  

🔹উত্তর: "Eighteen Fifty-Seven"।


(ণ) ভারতের প্রথম অরণ্য আইন কত সালে গৃহীত হয়?  

🔹উত্তর: ১৮৬৫ সালে


2023



(ক) মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? 

উত্তর: বাংলার শেষ সুবাদার ছিলেন মীর জাফর।


(খ) বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন?

উত্তর: বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব ছিলেন নবাব সুজাউদ্দৌলা


(গ) কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়?  

উত্তর: শ্রীরঙ্গপত্তমের চুক্তি ১৭৯২ সালে স্বাক্ষরিত হয়।


(ঘ) প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে?  

উত্তর: হায়দরাবাদ প্রথম দেশীয় রাজ্য হিসেবে অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে।


(ঙ) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?  

উত্তর: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স


(চ) হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। 

উত্তর: হিতবাদী মতের অনুসারী ইংরেজ প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


(ছ) বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উত্তর: বাংলার প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।


(জ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠা করেন।


(ঝ) কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 

উত্তর: বেসিনের চুক্তি ১৮০২ সালে স্বাক্ষরিত হয়।


(ঞ) কোন গভর্নর জেনারেল ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন?

উত্তর: লর্ড ডালহৌসি ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন।


(ট) বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়?

উত্তর: বাংলায় তিতুমীরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়।


(ঠ) ‘দামিন-ই-কোহ্’ বলতে কী বোঝায়? 

উত্তর: ‘দামিন-ই-কোহ্’ বলতে বোঝায় সাঁওতাল জনগোষ্ঠীর জন্য নির্দিষ্টকৃত ভূমি, যা চিহ্নিত করা হয়েছিল ব্রিটিশ শাসনের অধীনে।


(ড) ‘দ্য পেজান্ট অ্যান্ড দ্য রাজ’ (The Peasant and the Raj) বইটির রচয়িতা কে?

উত্তর: ‘দ্য পেজান্ট অ্যান্ড দ্য রাজ’ বইটির রচয়িতা ছিলেন এরিক স্টোকস


(চ) নানাসাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন?

উত্তর: নানাসাহেব পেশোয়া বাজিরাও দ্বিতীয়ের দত্তক পুত্র ছিলেন।


(ণ) ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর: ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর


তোমাকে অনেক ধন্যবাদ 5th semester history honours cc-12 paper Previous 4years short question answer solved এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟