ঠান্ডা যুদ্ধস্থ পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা কর international politics in Cold War situations

ঠান্ডা যুদ্ধস্থ পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা কর

ঠান্ডা যুদ্ধস্থ পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা কর

ঠান্ডা যুদ্ধস্থ পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতি


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রায় সাড়ে আট দশক জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ২ বৃহৎ শক্তি রূপে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরোধিতা করে এসেছেন যা ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত ৷ কিন্তু ১৯৯১ সালের সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্ব ব্যবস্থা ভারসাম্য বিন্যস্ত করে এবং এক নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা করে বিশ্বব্যবস্থা রূপ লাভ করে এবং এর নেতৃত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন এক নতুন বিশ্ব ব্যবস্থা গঠন করতে হবে কিন্তু সেই ব্যবস্থা কি হবে তা তিনি বলেননি তবে পৃথিবী কিছু পরিবর্তনের সাক্ষী হয়েছিল ৷৷ 



প্রথমতঃ ঠান্ডা যুদ্ধের অবসানের পর ইউরোপের রাষ্ট্রগুলিতে তীব্র রাজনৈতিক সংকট দেখা দেয় ৷ পূর্ব ইউরোপে রাষ্ট্রগুলিতে শুরু হয় এক নতুন পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা রাশিয়া সহ অন্যান্য এলাকায় বারবার সেই অস্থিরতা তীব্র হয়ে ওঠে ৷



দ্বিতীয়তঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ইউরোপে আর্থিক সংকটের মুখোমুখি হয় পরবর্তী তার মোকাবেলা করার জন্য গড়ে তোলা হয় ইউরোপীয় ইউনিয়ন ৷ এটি হলো ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থা এর অধীনে অভিন্ন মুদ্রা ইউরো, ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক বিষয়ে রয়েছে ৷ ইউরো হল মার্কিন ডলারের প্রতিদ্বন্দ্বী৷ 


তৃতীয়তঃ মার্কিন যুক্তরাষ্ট্র 1990 সালে এক নয় বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হন যা প্রতিষ্ঠিত হবে সহযোগিতার ভিত্তিতে ৷ এই উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করে পরমাণু অস্ত্রের প্রসার রোধ করার জন্য একটি চুক্তিতে অর্থাৎ ১৯৯৬ সালের সিটিবিটি উপস্থাপন করে যদিও ভারত, চীন এই চুক্তিতে স্বাক্ষর করেনি ৷



চতুর্থতঃ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্যিক সংস্থা তৈরি করে ৷ যদিও এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি নির্ধারণ করে থাকে এই সংস্থা সদর দপ্তর সুইজারল্যান্ড এর জেনিভা শহরে অবস্থিত ৷


পঞ্চমতঃ ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব হয় কিন্তু 1991 সালে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলে স্বাভাবিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ এই প্রেক্ষাপট জোটনিরপেক্ষ আন্দোলন নয় সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশিকতাবাদ বাদের বিরুদ্ধে নিবারিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয় ৷



ষষ্ঠতঃ ঠান্ডা যুদ্ধ তো পর্বে বিভিন্ন আঞ্চলিক সংগঠন উঠেছে যেমন আরসিয়ান,আফ্রিকান ইউনিয়ন ,সার্ক প্রভৃতি এছাড়াও গড়ে উঠেছে ব্রিক্স, এর মত অধি জাতির আঞ্চলিক সংগঠনগুলো মূলত অর্থনৈতিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে এইসব সংগঠন গুলি গড়ে উঠেছে ৷


সপ্তমতঃ ঠান্ডা যুদ্ধতো পর্বের ন্যাটোর ক্ষমতা অনেকক্ষণ সে বৃদ্ধি পেয়েছে ৷ ২০১১ থেকে ১২ সালের লিবিয়া ,মিশর ,তিনোসেনিয়া, সিরিয়া প্রভৃতি রাষ্ট্রের নাটোর অগ্রাসন বৃদ্ধি পাচ্ছে এছাড়া ন্যাটোর বিরুদ্ধে পক্ষপাত মূলক পদক্ষেপ গ্রহণের অভিযোগ উঠেছে ৷



অষ্টমতঃ বিশ্বাস শক্তিশালী আটটি দেশকে নিয়ে G8 অর্থাৎ গ্রুপ অফ এইট গঠিত হয়েছে ৷ এ ৷ এই রাষ্ট্রগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ,জাপান ,রাশিয়া ,আমেরিকা এবং ইংল্যান্ড এই গোষ্ঠীটির উদ্দেশ্য হল একটি নিরাপত্তামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা ও এর মধ্য দিয়ে পারস্পারিক অস্ত্র প্রতিযোগিতা বা আক্রমণকে পতিয়ত করা ৷



নবমতঃ ঠান্ডা যুদ্ধ তো পর্বে বিশ্বব্যবস্থা ধর্মীয় মৌলভাব, ধর্মীয় সম্প্রদায় ও মতাদর্শ ভিত্তি সন্ত্রাসবাদ আন্তর্জাতিক রুপ্লব করে সন্ত্রাসবাদ আজও সমগ্র বিশ্বের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে এবং সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে ৷



পরিশেষে বলা যায় ঠান্ডা যুদ্ধকালে আন্তর্জাতিক রাজনীতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে ৷ তাই সহজে এর পত্তি কি নির্মাণ করা যাবে না । বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলির ওপর অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর সম্মিলিত জাতিপুঞ্জ একে আন্তর্জাতিক সংস্থা হওয়ার সত্ত্বেও শক্তিশালী দেশের চাপে নিবর দর্শকের ভূমিকা পালন করছে । নতুন নতুন শক্তির উত্থান ঘটার সাথে সাথে নতুন বিষয়বস্তুর উদ্ভব আন্তর্জাতিক ব্যবস্থা প্রকৃতিগত পরিবর্তন সাধন করে চলেছে ৷



About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟