5th semester history honours cc-11 paper Previous 4years short question answer solved

 5th semester history honours cc-11 paper Previous 4years short question answer solved

5th semester history honours cc-11 paper Previous 4years short question answer solved

2020


HISTORY HONOURS


Paper: CC-11


(ক) জ্ঞানদীপ্তির যুগের একজন দার্শনিকের নাম লেখো।

উত্তর: জন লক (John Locke)।


(খ) প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে-কোনো একটি করের নাম উল্লেখ করো।

উত্তর: তেইল (Taille)।


(গ) একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখো।  

উত্তর: মাক্সিমিলিয়েন রোবেস্পিয়ের (Maximilien Robespierre)


(ঘ) সাঁ কূলোৎ কাদের বলা হত? 

উত্তর: ফ্রান্সের বিপ্লবী শ্রমজীবী ও কৃষকদের, যারা ছোট প্যান্ট পরতো না, তাদের সাঁ কূলোৎ বলা হত।


(ঙ) কোন বছর নেপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন?  

উত্তর: ১৭৯৯ সালে


(চ) মেটারনিখ কে ছিলেন?

উত্তর: মেটারনিখ অস্ট্রিয়ার একজন কূটনীতিক এবং রাজনীতিবিদ ছিলেন, যিনি ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন


(ছ) ট্রপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৮২০ সালে।


(জ) লাডাইট কাদের বলা হত?

উত্তর: লাডাইট বলা হত সেই শ্রমিকদের, যারা শিল্প বিপ্লবের সময় যন্ত্রপাতি ভেঙে ফেলত যন্ত্রের কারণে কাজ হারানোর আশঙ্কায়।


(ঝ) একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো।

উত্তর: রবার্ট ওয়েন (Robert Owen)।


(ঞ) ফ্রান্সের লুই ফিলিপ্পি কোন বংশজাত রাজা ছিলেন?

উত্তর: অর্লেয়ান বংশের।


(ট) ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো।

উত্তর: জিউসেপ্পে গারিবাল্ডি (Giuseppe Garibaldi)।


(ঠ) কোন রুশ শাসককে 'মুক্তিদাতা জার' বলা হত?  

উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার ।


(ড) ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হত?  

উত্তর: অটোমান সাম্রাজ্যকে


(ঢ) রুশ বিপ্লবের (১৯১৭) প্রধান রূপকার কে?  

উত্তর: ভ্লাদিমির লেনিন


(ণ) "The Origins of the Second World War" গ্রন্থটির লেখক কে?

উত্তর: এ. জে. পি. টেলর (A. J. P. Taylor)।


2021


(ক) যে-কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো।  

উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।


(খ) ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে-কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো।  

উত্তর: জ্যাঁ-জ্যাক রুসো।


(গ) কোন ফরাসি অর্থমন্ত্রীর সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন?  

উত্তর: ক্যালোনের সুপারিশের বিরুদ্ধে


(ঘ) একজন গিরোন্ডিন নেতার নাম লেখো।  

উত্তর: জ্যাক-পিয়ের ব্রিসো


(ঙ) কোন বছর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন?  

উত্তর: ১৮০৪ সালে


(চ) টিলসিটের সন্ধি কত সালে সম্পাদিত হয়?  

উত্তর: ১৮০৭ সালে


(ছ) কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন ১৮১৫ সালে চূড়ান্তভাবে পরাজিত হন?  

উত্তর: ডিউক অব ওয়েলিংটন


(জ) ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?  

উত্তর: ১৮১৫ সালে।


(ঝ) একজন রোম্যান্টিক ইংরেজ কবির নাম লেখো।  

উত্তর: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ


(ঞ) ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল?  

উত্তর: ১৮৪৮ সালে।


(ট) কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন?  

উত্তর: অটো ভন বিসমার্ক


(ঠ) কুলটুরক্যাম্ফ কী?  

উত্তর: জার্মানিতে ক্যাথলিক চার্চের প্রভাব সীমিত করার জন্য অটো ভন বিসমার্কের পরিচালিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম


(ড) কোন শান্তিচুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল?  

উত্তর: ভার্সাই চুক্তি


(ঢ) কার নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটে?  

উত্তর: অ্যাডলফ হিটলার


(ণ) তোষণনীতির অন্যতম প্রবক্তার নাম লেখো।  

উত্তর: নেভিল চেম্বারলিন


2022


(ক) মন্টেস্কু লিখিত একটি গ্রন্থের নাম লেখো।  

উত্তর: "দ্য স্পিরিট অব লজ (The Spirit of Laws)"।


(খ) প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে-কোনো একটি করের নাম লেখো।  

উত্তর: "টাইথ (Tithe)"।


(গ)রোক্সপিয়ার কে ছিলেন?  

উত্তর:রোক্সপিয়ার ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান নেতা এবং জ্যাকোবিন দলের সদস্য।


(ঘ)সাঁকুলোং কাদের বলা হত?  

উত্তর:ফরাসি বিপ্লবের সময় সাধারণ শ্রমিক এবং কৃষকদের সাঁকুলোং বলা হত, যারা আর্থিকভাবে পিছিয়ে ছিল এবং বিপ্লবের পক্ষে ছিলেন।


(৫) কোন বছর প্রথম নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট হিসাবে ঘোষণা করেন?  

উত্তর: ১৮০৪ সালে।


(চ) কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি-চুক্তি সম্পাদিত হয়?  

উত্তর: ১৮০৭ সালে।


(ছ) পবিত্র মিত্রতা চুক্তি (Holy Alliance) কবে স্বাক্ষরিত হয়?  

উত্তর: ১৮১৫ সালে।


(জ) কোন সালে লাইবাখ সম্মেলন অনুষ্ঠিত হয়?  

উত্তর: ১৮২১ সালে।


(ঝ) 'লাডাইট' কাদের বলা হত?  

উত্তর: লাডাইট বলা হত সেই শ্রমিকদের, যারা শিল্প বিপ্লবের সময় যন্ত্রপাতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।


(ঞ) রবার্ট ওয়েন কে ছিলেন?  

উত্তর: রবার্ট ওয়েন ছিলেন একজন সমাজ সংস্কারক এবং সমাজতান্ত্রিক ধারার প্রবক্তা।


(ট) ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল?  

উত্তর: ১৮৩০ সালে।


(ঠ) কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল?  

উত্তর: সার্ডিনিয়া


(ড) কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদসাধন করেন?  

উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার


(চ) ত্রি-শক্তি আঁতাতের অন্তর্গত যে-কোনো একটি দেশের নাম লেখো।  

উত্তর: জার্মানি


(ণ) কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল?  

উত্তর: বেনিতো মুসোলিনি।


2023


Here are the answers to the FAQ questions you provided:


(ক) ডেনিস ডিডেরো রচিত একটি গ্রন্থের নাম: "Encyclopédie" (এনসাইক্লোপিডি)।


(খ) বিপ্লব-পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম: Taille (টেইল)


(গ) নেকার কে ছিলেন: নেকার (Jacques Necker) ছিলেন ফ্রান্সের রাজকোষাধ্যক্ষ এবং রাজা ষোড়শ লুইয়ের মন্ত্রী।


(ঘ) ফ্রান্সের ইতিহাসে ১৪ জুলাই ১৭৮৯-এর তাৎপর্য: এই দিনটি বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে আধুনিক ফ্রান্স গঠনের পথ তৈরি করে।


(ঙ) একজন জেকোবিন নেতার নাম: ম্যাক্সিমিলিয়েন রোবেস্পিয়ের (Maximilien Robespierre)।


(চ) ১৮০১ সালে কাদের মধ্যে কনকর্দাত স্বাক্ষরিত হয়: পোপ সপ্তম পিয়াস এবং ফ্রান্সের প্রথম কনসাল নেপোলিয়নের মধ্যে


(ছ) ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত একজন ইংরেজ কবির নাম: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)।


(জ) ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল: ১৮৪৮ সালে।


(ঝ) উনিশ শতকে ইউরোপের কোন দেশকে 'বিশ্বের কারখানা' বলা হত: ইংল্যান্ড।


(ঞ) জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন: রক্ত ও লৌহ (Blood and Iron) নীতি।


(ট) কুলটুরক্যাম্ফ কী: কুলটুরক্যাম্ফ ছিল জার্মানিতে বিসমার্কের নেতৃত্বে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে নেওয়া রাজনৈতিক সংগ্রাম।


(ঠ) বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল: ১৮৭৮ সালে।


(ড) কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল: ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে।


(চ) মহামান্দা দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল: যুক্তরাষ্ট্র।


(ণ) 'The Origins of the Second World War' গ্রন্থের লেখক কে: এ. জে. পি. টেইলর (A.J.P. Taylor)।




তোমাকে অনেক ধন্যবাদ 5th semester history honours cc-11 paper Previous 4years short question answer solved এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟