5th semester history honours cc-11 paper Previous 4years short question answer solved
2020
HISTORY HONOURS
Paper: CC-11
(ক) জ্ঞানদীপ্তির যুগের একজন দার্শনিকের নাম লেখো।
উত্তর: জন লক (John Locke)।
(খ) প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে-কোনো একটি করের নাম উল্লেখ করো।
উত্তর: তেইল (Taille)।
(গ) একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখো।
উত্তর: মাক্সিমিলিয়েন রোবেস্পিয়ের (Maximilien Robespierre)।
(ঘ) সাঁ কূলোৎ কাদের বলা হত?
উত্তর: ফ্রান্সের বিপ্লবী শ্রমজীবী ও কৃষকদের, যারা ছোট প্যান্ট পরতো না, তাদের সাঁ কূলোৎ বলা হত।
(ঙ) কোন বছর নেপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: ১৭৯৯ সালে।
(চ) মেটারনিখ কে ছিলেন?
উত্তর: মেটারনিখ অস্ট্রিয়ার একজন কূটনীতিক এবং রাজনীতিবিদ ছিলেন, যিনি ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
(ছ) ট্রপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮২০ সালে।
(জ) লাডাইট কাদের বলা হত?
উত্তর: লাডাইট বলা হত সেই শ্রমিকদের, যারা শিল্প বিপ্লবের সময় যন্ত্রপাতি ভেঙে ফেলত যন্ত্রের কারণে কাজ হারানোর আশঙ্কায়।
(ঝ) একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো।
উত্তর: রবার্ট ওয়েন (Robert Owen)।
(ঞ) ফ্রান্সের লুই ফিলিপ্পি কোন বংশজাত রাজা ছিলেন?
উত্তর: অর্লেয়ান বংশের।
(ট) ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো।
উত্তর: জিউসেপ্পে গারিবাল্ডি (Giuseppe Garibaldi)।
(ঠ) কোন রুশ শাসককে 'মুক্তিদাতা জার' বলা হত?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার ।
(ড) ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হত?
উত্তর: অটোমান সাম্রাজ্যকে।
(ঢ) রুশ বিপ্লবের (১৯১৭) প্রধান রূপকার কে?
উত্তর: ভ্লাদিমির লেনিন।
(ণ) "The Origins of the Second World War" গ্রন্থটির লেখক কে?
উত্তর: এ. জে. পি. টেলর (A. J. P. Taylor)।
2021
(ক) যে-কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো।
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।
(খ) ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে-কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো।
উত্তর: জ্যাঁ-জ্যাক রুসো।
(গ) কোন ফরাসি অর্থমন্ত্রীর সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন?
উত্তর: ক্যালোনের সুপারিশের বিরুদ্ধে।
(ঘ) একজন গিরোন্ডিন নেতার নাম লেখো।
উত্তর: জ্যাক-পিয়ের ব্রিসো।
(ঙ) কোন বছর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন?
উত্তর: ১৮০৪ সালে।
(চ) টিলসিটের সন্ধি কত সালে সম্পাদিত হয়?
উত্তর: ১৮০৭ সালে।
(ছ) কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন ১৮১৫ সালে চূড়ান্তভাবে পরাজিত হন?
উত্তর: ডিউক অব ওয়েলিংটন।
(জ) ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮১৫ সালে।
(ঝ) একজন রোম্যান্টিক ইংরেজ কবির নাম লেখো।
উত্তর: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
(ঞ) ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল?
উত্তর: ১৮৪৮ সালে।
(ট) কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন?
উত্তর: অটো ভন বিসমার্ক।
(ঠ) কুলটুরক্যাম্ফ কী?
উত্তর: জার্মানিতে ক্যাথলিক চার্চের প্রভাব সীমিত করার জন্য অটো ভন বিসমার্কের পরিচালিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম।
(ড) কোন শান্তিচুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল?
উত্তর: ভার্সাই চুক্তি।
(ঢ) কার নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটে?
উত্তর: অ্যাডলফ হিটলার।
(ণ) তোষণনীতির অন্যতম প্রবক্তার নাম লেখো।
উত্তর: নেভিল চেম্বারলিন।
2022
(ক) মন্টেস্কু লিখিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর: "দ্য স্পিরিট অব লজ (The Spirit of Laws)"।
(খ) প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে-কোনো একটি করের নাম লেখো।
উত্তর: "টাইথ (Tithe)"।
(গ)রোক্সপিয়ার কে ছিলেন?
উত্তর:রোক্সপিয়ার ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান নেতা এবং জ্যাকোবিন দলের সদস্য।
(ঘ)সাঁকুলোং কাদের বলা হত?
উত্তর:ফরাসি বিপ্লবের সময় সাধারণ শ্রমিক এবং কৃষকদের সাঁকুলোং বলা হত, যারা আর্থিকভাবে পিছিয়ে ছিল এবং বিপ্লবের পক্ষে ছিলেন।
(৫) কোন বছর প্রথম নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট হিসাবে ঘোষণা করেন?
উত্তর: ১৮০৪ সালে।
(চ) কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি-চুক্তি সম্পাদিত হয়?
উত্তর: ১৮০৭ সালে।
(ছ) পবিত্র মিত্রতা চুক্তি (Holy Alliance) কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮১৫ সালে।
(জ) কোন সালে লাইবাখ সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮২১ সালে।
(ঝ) 'লাডাইট' কাদের বলা হত?
উত্তর: লাডাইট বলা হত সেই শ্রমিকদের, যারা শিল্প বিপ্লবের সময় যন্ত্রপাতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
(ঞ) রবার্ট ওয়েন কে ছিলেন?
উত্তর: রবার্ট ওয়েন ছিলেন একজন সমাজ সংস্কারক এবং সমাজতান্ত্রিক ধারার প্রবক্তা।
(ট) ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল?
উত্তর: ১৮৩০ সালে।
(ঠ) কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল?
উত্তর: সার্ডিনিয়া।
(ড) কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদসাধন করেন?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার ।
(চ) ত্রি-শক্তি আঁতাতের অন্তর্গত যে-কোনো একটি দেশের নাম লেখো।
উত্তর: জার্মানি।
(ণ) কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল?
উত্তর: বেনিতো মুসোলিনি।
2023
Here are the answers to the FAQ questions you provided:
(ক) ডেনিস ডিডেরো রচিত একটি গ্রন্থের নাম: "Encyclopédie" (এনসাইক্লোপিডি)।
(খ) বিপ্লব-পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম: Taille (টেইল)।
(গ) নেকার কে ছিলেন: নেকার (Jacques Necker) ছিলেন ফ্রান্সের রাজকোষাধ্যক্ষ এবং রাজা ষোড়শ লুইয়ের মন্ত্রী।
(ঘ) ফ্রান্সের ইতিহাসে ১৪ জুলাই ১৭৮৯-এর তাৎপর্য: এই দিনটি বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে আধুনিক ফ্রান্স গঠনের পথ তৈরি করে।
(ঙ) একজন জেকোবিন নেতার নাম: ম্যাক্সিমিলিয়েন রোবেস্পিয়ের (Maximilien Robespierre)।
(চ) ১৮০১ সালে কাদের মধ্যে কনকর্দাত স্বাক্ষরিত হয়: পোপ সপ্তম পিয়াস এবং ফ্রান্সের প্রথম কনসাল নেপোলিয়নের মধ্যে।
(ছ) ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত একজন ইংরেজ কবির নাম: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)।
(জ) ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল: ১৮৪৮ সালে।
(ঝ) উনিশ শতকে ইউরোপের কোন দেশকে 'বিশ্বের কারখানা' বলা হত: ইংল্যান্ড।
(ঞ) জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন: রক্ত ও লৌহ (Blood and Iron) নীতি।
(ট) কুলটুরক্যাম্ফ কী: কুলটুরক্যাম্ফ ছিল জার্মানিতে বিসমার্কের নেতৃত্বে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে নেওয়া রাজনৈতিক সংগ্রাম।
(ঠ) বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল: ১৮৭৮ সালে।
(ড) কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল: ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে।
(চ) মহামান্দা দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল: যুক্তরাষ্ট্র।
(ণ) 'The Origins of the Second World War' গ্রন্থের লেখক কে: এ. জে. পি. টেইলর (A.J.P. Taylor)।