শূন্য কে এবং কোন দেশ আবিষ্কার করেন অথবা, শূন্য আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আলোচনা
অনেকে মনে করেন যে শূন্য আর্যভট্ট আবিষ্কার করেছেন তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল তার আমি একটি ব্যাখ্যা দিলাম ----
আর্যভট্ট জন্ম করেছেন 510 ad আর রামায়ণ লেখা হয়েছে 7th century BCE–3rd century CE তাহলে কিভাবে এখানে লেখা হলো রাবণের দশটি মাথা ৷ যদি আর্যভট্ট সত্যি শূন্য আবিষ্কার করে থাকেন তাহলে কিভাবে লেখা হলো ১০ (০) ?
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
আসলে শূন্য অনেক আগে থেকেই গণিতে ছিল তা আমরা ব্যবিলনীয়,মিশরীয়, পারস্য, একাধিক পুরনো সভ্যতায় দেখতে পায় যেখানে তারা শূন্যের ব্যবহার করেছেন ৷
তাই যদি বলা যায় শুন্য কে আবিস্কার করেছিল বা শূন্য কোন দেশে আবিষ্কার করেছিল তার কোন প্রমাণ পাওয়া যায় না ৷ তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে এটি পৃথিবীর যে সকল প্রাচীন সভ্যতা গুলি গড়ে উঠেছিল তার বেশিরভাগ সভ্যতাতেই দেখা গিয়েছিল।
আর আর্যভট্ট হলেন প্রথম ব্যক্তি যিনি শূন্যকে পুরোপুরি ব্যাখ্যা করেছিলেন ৷ তাই অনেকে কনফিউজ হয়ে যান যে শূন্য আসলেই আর্যভট্ট আবিষ্কার করেছিল ৷ এই ধারণাটা সম্পূর্ণ ভুল ৷
আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে শূন্য কে ব কিভাবে আবিষ্কার হল ৷ এবার শূন্য কোন দেশ আবিষ্কার করেছিল ? এবং কিভাবে সেটা বিশ্বাস ছড়িয়ে পড়লো? তা আলোচনা করব
যেহেতু ০ ব্যাখ্যা পুরোপুরি ভারত দিয়েছিল সেহেতু ০ ভারতে আবিষ্কার করেছিল একথা বলা যায় এবং পরবর্তীতে আরবি ও পন্ডিতদের হাত ধরে ০ ইউরোপে প্রবেশ করেন এবং সেখান থেকে এর জনপ্রিয়তা অর্জন শুরু হয় ৷
কারণ প্রাচীন যুগে যেমন ভারত ছিল জ্ঞানের ভান্ডার , তারপর মধ্যযুগে হযরত মুহাম্মদ এর জন্মের পর থেকে এই জ্ঞানের দায়িত্ব পুরোপুরি পান মুসলিম সভ্যতা, যারা বিশ্বের দুয়ারে দুয়ারে জ্ঞান প্রচলিত করেছিল এবং তার পরবর্তীতে রেনেসাঁসের হাত ধরে এই কাজ গ্রহণ করেন ইউরোপীয় সভ্যতা ৷ এভাবেই একাধিক জিনিস ইউরোপীয় সভ্যতার হাত ধরে গড়ে উঠতে থাকে ৷
এবং নিরপেক্ষ ভাবি যদি বলা যায় কোন আবিষ্কার কোন এক দেশের থাকেনা ৷ অনেক পরীক্ষা নিরীক্ষার পর সেই জিনিসের বা সেই জিনিস তৈরীর কৃতিত্ব একক জন পায় ৷ কিন্তু তার পূর্বেও এটি তৈরি করতে অনেকেই হয়তো প্রয়াস করেছিল,হয়তো তারা সফল হয়নি ৷ সেই সমস্ত কিছু দলিল এবং তাদের সহায়তায় কোন এক নতুন ব্যক্তি সেই ভুল জিনিসগুলিকে শুধরে নতুন করে সে জিনিসটা আবিষ্কার করেই এবং সমস্ত কৃতিত্ব সে নিজের নামেই নেয় ৷ তার আগে যারা চেষ্টা করেছিল তাদের কোন কৃতিত্ব দেওয়ার কথা তারা মনেই করেনি ।