বেদুইন কারা? অথবা,বেদুইন কাদের বলা হয়

 বেদুইন কারা? অথবা,বেদুইন কাদের বলা হয় অথবা, Who were Bedouin ?

বেদুইন কারা? অথবা,বেদুইন কাদের বলা হয় অথবা, Who were Bedouin ?

সাধারণভাবে আরবের যাযাবর মানবগোষ্ঠীকে বেদুইন বলা হয়। বর্তমানে এরা আরব উপদ্বীপ (বর্তমান ইয়েমেন, আরব আমিরাত।, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের নানাস্থানে ছড়িয়েছিটিয়ে থাকা যাযাবর অধিবাসী। গোত্রভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত এই সম্প্রদায় নিজেদেরকে প্রকৃত আরব বলে দাবি করে থাকে। বেদুইনরাই আরবের 'Heirs of Glory' তথা 'গৌরবের উত্তরাধিকারী।'

আপনি চাইলে এগুলো পড়তে পারেন


'বেদুইন' শব্দটি এসেছে আরবি শব্দ বেদু' থেকে, যার উৎপত্তি ঘটেছে আরবি উপভাষা 'বদয়ি' থেকে। আবার 'বদয়ি' শব্দটি এসেছে 'বাদিয়া' থেকে (যার অর্থ 'an area of desert') । এদিক থেকে বেদুইন শব্দের ভাবগত অর্থ, যারা বাদিয়াতে অবস্থান করে তথা 'মরুভূমির মানুষ'। একদা এই শব্দ দ্বারা মরুভূমির স্থায়ী বাসিন্দা কৃষকদের সঙ্গে যাযাবরদের পার্থক্য করা হত। আজও আরবের অনেক বাসিন্দাদের কাছে বেদুইনরা রোমাঞ্চ আর স্বাধীন জীবনের প্রতীক। ব্রিটিশ লেখক স্যার উইলফ্রেড থিসিঙ্গার বেদুইন জীবনের রোমাঞ্চ আর স্বাধীনতার পাশাপাশি তাদের বৃন্দ শুদ্ধ মন্ত্রতটের অনুর্বর পরিবেশের কষ্টকর জীবনের বিষয়ে লিখেছেন, "বেদুইনদের জীবন কঠিন ও ক্ষমাহীন... সবসময় ক্ষুধা ও তৃন্নায় পরিপূর্ণ। তাঁর এই বক্তব্য দ্ব্যর্থহীন সত্য। কারণ আজও মরূভটের এই অতন্দ্র প্রহরীরা দু-বেলা দু-মুঠো খাদ্যের জন্য কঠিন সংগ্রাম করে চলেছে।


বেদুইনরা একসময় 'The Holy Land' অর্থাৎ বর্তমান ইস্রায়েল ও প্যালেস্তাইনের অধিবাসী ছিল। বাইবেলে তাদের উল্লেখ পাওয়া যায়। সেসময় তাঁরা ছিল মূলত পেগান ধর্মের অনুসারী-প্রকৃতির পূজারি। প্রাচীন নান্য ধর্মের ন্যায় তারাও মূর্তিপূজা করত। হজরত মহম্মদ আরবে ইসলামের প্রচার শুর করলে বেদুইনদের বন্ধুগোষ্ঠী ইসলাম বর্ম গ্রহণ করে এবং এসময় থেকে বেদুইনরা সুন্নী মুসলমান হয়ে ওঠে। তবে এখনও খ্রিস্টধর্ম পালন করে এমন কিছু বেদুইন গোষ্ঠীও রয়েছে। আবার মিশরের দক্ষিণ সিনাই ও লিবিয়াতে বসবাসরত কিছু বেদুইনের মধ্যে সুফি মতবাদের প্রভাব রয়েছে।


অনেকে আরবের যাযাবর বেদুইন জাতির কথা শুনলেই চলে যায় এক বেপরোয়া রোমান্টিক কল্পনায়। যেখানে মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে অস্ত্র হাতে ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছে এক যোদ্ধা, নয়তো উটের পিঠে চড়ে মরুভূমির অতন্দ্র প্রহরায় বাজ এক প্রহরী। কবিসাহিত্যিকের ভাবনাতেও এমন রোমাঞ্চকর অভিযাত্রীর কথা উঠে আসে। তাইতো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুরস্ত আশা' কবিতায় আরব বেদুইনের বাঁধনহারা বেপরোয়া জীবনের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে-


"ইহার চেয়ে হতেম যদি

আরব বেদুইন।

চরণতলে বিশাল মরু দিগন্ত বিলীন।"

__রবীন্দ্রনাথ ঠাকুরের এই চার লাইনের ছত্রে মরুর বেদুইন জীবনের রোমাঞ্চ ধরা দেয়।

তোমাকে অনেক ধন্যবাদ বেদুইন কারা? অথবা,বেদুইন কাদের বলা হয় এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟