প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা কর অথবা,প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি আলোচনা কর বা,Discuss the causes of World War I

  প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা কর অথবা,প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি আলোচনা কর

প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা কর অথবা,প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি আলোচনা কর


৯১৪ সালে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ আধুনিক বিশ্ব ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ৷ ১৮১৭ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের ঐক্যবদ্ধ ইতালি ও জার্মানি রাষ্ট্রের উদ্ভব ঘটলে ইউরোপীয় মানচিত্রে এক ব্যাপক রদবদল দেখা যায় ৷ এই দুই শক্তির উদ্ভবের ফলে ইউরোপীয় শক্তি গুলির ভারসাম্যের রদবদল ঘটে যায় ৷ একে অপরকে সন্দেহের চোখে দেখতে শুরু করে এই সন্দেহের বাতাবরণ ১৮৭০ থেকে ১৯১৪ কাল পর্বের ইউরোপকে এমন এক অবস্থায় ঠেলে দেয় যাকে ঐতিহাসিকরা সশস্ত্র শান্তির যুগ ও যুদ্ধ্বত্বদ্যমের যুগে আখ্যা দেন এই যুগে কতগুলি আন্তর্জাতিক ঘটনাগুলির মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল  ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

ফ্রান্সে জুলাই ও ফেব্রুয়ারি বিপ্লবকে কেন্দ্র করে সমগ্র ইউরোপে যে জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে পড়েছিল ২০ শতাব্দীর গোড়ায় তা পূর্ণ তো পায়। ইউরোপের ছোট বড় সব দেশেই নিজেদের জাতীয়তাবাদী আশা-আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য অধীর হয়ে ওঠে। ফ্রান্স সেডানের যুদ্ধে জার্মানির কাছে পরাজয় ও খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল হারানোর প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল ফ্রান্সের মতো ইতালীয় অস্ট্রিয়ার কাছ থেকে ট্রেনের প্রিয়া ও স্টেট নামক দুটি স্থান দখল করে নিজে জাতীয়তাবাদী স্বপ্ন পূরণের জন্য অধীর হয়ে উঠেছিল আয়ারল্যান্ডের মানুষ ইংল্যান্ডের দখলমুক্ত হয়ে স্বাধীনতা লাভের স্বপ্ন দেখতে থাকে এইসব বিরোধ প্রতিদ্বন্দ্বিতা সমগ্র ইউরোপে এক যুদ্ধের বাতাবরণ তৈরি করেছিল ৷ এছাড়া ইউরোপের বিভিন্ন পরাধীন জাতি স্বাধীনতা দাবিতে বিদ্রোহ শুরু করেন বিভিন্ন দেশ তাদের এই আন্দোলনকে শক্তি যোগালে ইউরোপের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷


প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি কারণ হলো উগ্র জাতীয়তাবাদ তৎকালীন সময় বিভিন্ন জাতির নিজ জাতিগত শ্রেষ্ঠত্বের তথ্য প্রচার করে জাতিগত বিরোধ সৃষ্টি করে এই কাজে এগিয়ে আসেন একদল সাহিত্যিক ও সাংবাদিক জার্মান ঐতিহাসিক বানহার প্রচার  করেন টিউটানিক জাতির শ্রেষ্ঠত্ব ইংল্যান্ডের স্যামারলি প্রচার করেন এংলো স্যাংশন জাতির শ্রেষ্ঠত্ব এইভাবে রাশিয়া জাপান ফ্রান্স প্রভৃতি দেশ উগ্র জাতীয়তাবাদী আদর্শ দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে থাকে যার ফলস্বরূপ বিশ্বযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়।



 অশত শতাব্দীর শিল্প বিপ্লব ইউরোপীয় শিল্প আন্দোলনের মরা গাঙ্গেয়ের সমৃদ্ধি জোয়ানে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় অতিরিক্ত পণ্য বিক্রির জন্য বাজারের প্রয়োজন হয় এই বাজারও সৃষ্টি বা দখলের জন্য উপনিবেশ গড়ার প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়।  এই ভাবেই উপনিবেশ দখল কে কেন্দ্র করে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া প্রভৃতি দেশের সঙ্গে জার্মানি ও অস্ট্রিয়ার সংঘাত অনিবার্য হয়ে পড়ে ৷ যার ফলশ্রুতি ছিল বিশ্বযুদ্ধ  ৷



১৮৭০ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ পরস্পর বিরোধী দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে জার্মানি অস্ট্রেলিয়া ও ইতালিকে কেন নিয়ে গঠিত হয় ত্রিশক্তি চুক্তি অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী চুক্তি ৷ একে অপরকে সন্দেহ ও অবিশ্বাস করার ফলে সামরিক প্রতিযোগিতা আরম্ভ হয় যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয় জার্মানির ফ্রান্স অস্ট্রেলিয়া ইতালি প্রত্যেকেই নিজেদের সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়।



প্রথম বিশ্বযুদ্ধের পূপালে এক শ্রেণীর সংবাদপত্র কৃত্রিম্ভ হয় জাতিগত আবেগ আসাংকা এবং উন্মাদনা সৃষ্টি করে এবং তৎকালীন আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে মিথ্যা সংবাদ পরিবেশন করতে থাকে বিদ্যমান রাষ্ট্রগুলির মধ্যে বিবাদবৃদ্ধি করলে প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে ৷ জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়ামের নগ্ন ও অগ্রাসী সাম্রাজ্যবাদ এবং ধারাবাহিক অশো শক্তি বৃদ্ধি ইউরোপে সন্দেহ অশান্তি বাড়িয়ে তোলে এবং তার পররাষ্ট্র নীতি প্রথম বিশ্বযুদ্ধে সৃষ্টি করে ৷ কারণ তিনি সেরা হত্যাকাণ্ডের একটি আঞ্চলিক ঘটনাকে আন্তর্জাতিক ঘটনার উত্তরণে সাহায্য করেন তিনি একটি স্থানীয় যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপান্তরিত করে ৷



 এক  স্লাভ সন্ত্রাসবাদীর হাতে অস্ট্রিয়ার যুবরাজ ফারদিনাত ও তার পত্নী সোফিয়ার সেরাজেবা শহরে  নিহত হলে অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং এক চরমপত্র পাঠায় সার্বিয়া চরমপত্র মেনে নিতে অস্বীকার করলে অস্ট্রিয়া ২৮ জুলাই ১৯১৪ খ্রিস্টাব্দে সার্বিয়ার রাজধানী বেলগেট আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ৷


সুতরাং দেখা যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পাশ্চাত্যে ছিল একাধিক কারণ অতৃপ্ত জাতীয়তাবাদ, উপনিবেশবাদ , সেরাজোভা হত্যাকাণ্ড ইত্যাদি চূড়ান্ত পরিণতি হল প্রথম বিশ্বযুদ্ধ ৷ প্রথম বিশ্বযুদ্ধ ছিল অবাঞ্চিত ও অভাবিত ৷


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟