ফরাসি বিপ্লবের পশ্চাতে বুরবো রাজতন্ত্র কতটা দায়ী ছিল
ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে তৎকালীন ফ্রান্সের শাসক শ্রেণী বুরবোঁ রাজতন্ত্র বহুলাংশে দায়ী ছিল ৷ ফ্রান্সের সবচেয়ে শক্তিশালী বুরবোঁ রাজতন্ত্র চতুর্দশ লুই এর আমল থেকেই ফ্রান্সের যে স্বৈরাচার শুরু হয় তার ফলে ফরাসি বাসি বিপ্লবের রাস্তায় যেতে বাধ্য হয় । আসলে যুগের প্রয়োজনে নিজেদেরকে পরিবর্তন না করাই ইতিহাস ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রকে দায়ী করেছিল । ঐতিহাসিক মাদেলা ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রকে দায়ী করে বলেছেন," ফরাসি রাজতন্ত্র এই বিপ্লব ঘটিয়েছে ৷ ফরাসি বিপ্লবে বুরবোঁ রাজবংশের দায়িত্ব নিম্নরূপ -
![]() |
ফরাসি বিপ্লবের পূর্বের অবস্থা,কাল: ১৫৫২ থেকে ১৭৯৮ |
নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করেন নিজেদের ক্ষমতাকে ঈশ্বর প্রদত্ত রূপ নিয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করেন আমিই রাষ্ট্র আবার শরৎ লই বলেন আমার ইচ্ছায় আইন ফরাসি জাতীয় রাজাকে ঈশ্বরের প্রতিনিধি রূপে মেনে নিতে বাধ্য হয়েছিল কিন্তু এই স্বৈরাচারী রাজতন্ত্রিক আদর্শ জনগণের কাছে বিভীষিকা ও আতঙ্ক ছাড়া আর কিছু ছিল না ৷
ফরাসি রাজারা অধিকার প্রয়োগের ব্যাপারে যতটা সজাগ ছিলেন কর্তব্য পালনের ব্যাপারেও ঠিক ততটাই উদাসীন ছিলেন ৷ অষ্টশতকে অকর্মক রাজা পঞ্চদশ লই অপদার্থ রাজ প্রতিনিধি ডিউক অফ ওয়েলএন্স দুর্বল চেতনার সম্পন্ন রাজা ষোড়শ লুই প্রমুখের মিলিত প্রচেষ্টায় ফ্রান্স এক দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের রূপ নেয় অর্থনীতি,রাজনীতি, সমাজসহ বিভিন্ন ক্ষেত্রকে ফরাসি রাজতন্ত্র সংকটের মুখে ঢেলে দেয় এমনকি পঞ্চদশ লুই বলেন তার দুর্বলতার জন্যই যে ফ্রান্স পতনের দিকে এগিয়ে যাচ্ছে তা তিনি মৃত্যুর আগে অনুভব করে বলেন "আমার পরেই আসছে মহাপ্রলয়" ।
ফরাসি রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে অভিজাত শাসন কাজ পরিচালনার হস্তক্ষেপ করতে শুরু করে ৷ ফরাসি অভিজাতরা ক্রমশ দাবি করে যে তারা রাজাদের সম শ্রেণীর ভুক্ত ৷ অভিযাতরা তাদের শত্রুদের শায়েস্তা করার জন্য রাজাকে দিয়ে 'লেতের দ্যা কাশে" বা রাজকীয় পরমনা সই করিয়ে নেয় ৷ শাসন পরিচালনার ক্ষেত্রেও অভিজতদের ওপর এতটাই নি নির্ভরশীল ছিলেন যে অভিজাতদের প্রভাব-প্রতিপত্র ক্ষমতা হ্রাস করতে তারা ব্যর্থ হন ৷ আর এই অভিজাতদের অত্যাচারে সাধারণ ফরাসি বাসীর জীবন অতিষ্ঠ হয়ে ওঠে ৷
ফরাসি বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা বিচারের নামে সেখানে প্রহসন চলত ৷ বিচারের পদ সরকারের কাছ থেকে অর্থের বিনিময়ে কেনা হতো। তাছাড়া সরকার বিচারকদের বেতন দিত না তারা জরিমানা থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ভোগ করত বিচারকের পদ ছিল বংশানুক্রমিক জাদুঘরা নিজেদের আইন নিজেরাই তৈরি করতেন এবং অভিজাতকের জন্য নিজস্ব আইন ছিল অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার স্বীকৃত ছিল না।
ফরাসি রাজা চতুর্দশ লুই এর রাজত্বকাল থেকে ভার্সাই রাজপ্রাসাদ হয়ে উঠেছিল ঐশ্বরের ইন্দ্রপুরী। রাজ পরিবারের বিলাসবহুল জীবন ছিল অকল্পনীয় রাজ পরিবারের সদস্যরা নিত্য নতুন প্রসাদ ব্যবহার করতেন ভোজ সভাতে ও প্রয়োজনে বেশি অর্থ খরচ করা হতো। ঐতিহাসিক মতে ভার্সাই রাজসভায় আঠারো হাজার কর্মচারীর মধ্যে ১৬ হাজার জন রাজপ্রাসাদে কাজ করত এর মধ্যে রানের ভূতের চাকর সংখ্যা ছিল ৫০০ জন একদিকে মোশন রাজ পরিবারের এই বিলাসিতা চলছে অপরদিকে তখন সাধারণ ফরাসি বাসির জীবন ধারণের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। জীবন ধারণের সমস্যা জর্জর জীবন যাপনের এই বৈষ্ণব ফরাসি বাসিকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে
পূর্ব রাজতন্ত্রের সুনির্দিষ্ট কোন রাজস্ব নীতি ছিল না বা কোনরকম কার্পেট তৈরি এর ও ব্যাপার ছিল না। কনভার্ট সকল ফরাসি বাসি বা ফ্রান্সের সকল প্রদেশে সমভাবে বণ্ঠিত হয়নি অভিজাত ও উচ্চ যাজকদের কর দেওয়ার ক্ষমতা থাকলেও তাদের কর দেওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল প্রশাসনিক আয় ব্যয়ের মধ্যে ফরাত ছিল যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ অর্থনীতির অভাবে রাজতন্ত্র আর্থিক সংকটে পড়েছিল রাজস্ব ব্যবস্থার বৈচ্ছন্ন ফরাসি বাসিকে খুদ্ধ করে
রাজা স্বরূপ লই ফরাসি বিপ্লবের জন্য দায়ী ছিলেন না তিনি অর্থ সংকট মেটানোর জন্য তার চার মন্ত্রী পূর্ব মেকার কলন ও ব্রিহা নিয়োগ করে প্রশাসনের জটিলতা সৃষ্টি করেন প্রথম দিকে তিনি বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ করলেও যাজক ও অভিজাতকের বিরোধিতার জন্য তার বেশির ভাগই রুপায়ন করতে পারেননি।
সুতরাং আলোচনা শেষে বলা যায় যে বুরবোঁ রাজবংশই ফরাসি বিপ্লব কে অনিবার্য করে তুলেছিল ৷ বুরবোঁ রাজবংশ নিজের কবর নিজেই খুড়েছিল ৷ বুরবোঁ রাজবংশ ফ্রান্সের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় ফরাসি বিপ্লব অনিবার্য হয়ে ওঠে ৷ ঐতিহাসিক ফিশার এর মতে," ফরাসি রাজা অভিজাতকের বিশেষ অধিকার গুলি লোপ করতে সমর্থ হলে বিপ্লব ঘটে ৷"
তোমাকে অনেক ধন্যবাদ ফরাসি বিপ্লবের পশ্চাতে বুরবো রাজতন্ত্র কতটা দায়ী ছিল এই নোটটি পড়ার জন্য