লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) বলতে কী বোঝ । এই নীতির দ্বারা কী কী পদক্ষেপ নেওয়া

লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) বলতে কী বোঝ । এই নীতির দ্বারা কী কী পদক্ষেপ নেওয়া

লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) বলতে কী বোঝ । এই নীতির দ্বারা কী কী পদক্ষেপ নেওয়া

লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) বলতে কী বোঝ । এই নীতির দ্বারা কী কী পদক্ষেপ নেওয়া

৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে মার্কসবাদী বলশেভিক দল রাশিয়ার শাসনক্ষমতা দখল করে । এই সময় রুশ প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ মার্কসবাদের পথ থেকে সরে এসে ১৯২১ খ্রিস্টাব্দে যে অর্থনৈতিক নীতি ঘোষণা করেন তা 'নতুন অর্থনৈতিক নীতি' (New Economic Policy বা NEP) নামে পরিচিত।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

নতুন অর্থনৈতিক নীতি' কর্তৃক গৃহীত পদক্ষেপ

নতুন অর্থনৈতিক নীতির যারা বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়। কৃষিক্ষেত্রে সরকার কৃষকদের উদ্‌বৃত্ত ফসল কেড়ে নেবে না। এই ফসলের জন্য সরকারি কর মিটিয়ে দিশে কৃষকরা তা বাজারে বিক্রি করতে পারবে । জমিতে সবকারি নিয়ন্ত্রণ থাকলেও জমির মালিকান থাকবে কৃষকদের হাতে। কৃষি-ব্যাংক গঠন কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি প্রয়োগ প্রভৃতি পদক্ষেপ নেওয়া হবে ।

শিল্পক্ষেত্রে সরকার ছোটো ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করে ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেয়। ৩৮০০টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি মালিকদের হাতে ফিরিয়ে দেয়। বৃহৎ ও ভারী শিল্পগুলিতে সরকারি মালিকানা বজায় থাকে।শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মদক্ষতা বৃদ্ধি প্রভৃতিরও উদ্যোগ নেওয়া হয়।

বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়। অভ্যন্তরীণ বানিজ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। ক্রেতাদের সমবায় সমিতি গঠনে উৎসাহিত করা হয়।

ঐতিহাসিক লিপসন বলেছেন যে, "উৎপাদনের ব্যাপক হ্রাস, কৃষক বিদ্রোহ, নৌবিদ্রোহ লেলিনকে ১৯২১ খ্রিস্টাব্দে 'নতুন অর্থনৈতিক নীতি' গ্রহণে বাধ্য করে।" লেনিন 'NEP' ঘোষণা করার পর রুশ কমিউনিস্ট পার্টির দশম কংগ্রেসে (১৯২১খ্রি.) এই নীতি গৃহীত হয় । ঐতিহাসিক কালটন হেইজ ও পার্কার মুল বলেছেন যে, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি "সমাজতন্ত্র বা ধনতন্ত্র কোনোটিই নয়, বরং উভয়ের সাময়িক সমন্বয়।"

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟