কর্নওয়ালিস কোড কি?

কর্নওয়ালিস কোড কি?

 কর্নওয়ালিস কোড কি? 


কর্নওয়ালিস কোড কি?


কর্নওয়ালিস কোড :- 


ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরু থেকে অ্যাপ্রেন্টিস, রাইটার প্রমূখ কর্মচারীরা কোম্পানির বাণিজ্যের দেখা শোনা করত। তাদের ওপর কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় কিন্তু তারা অধিকাংশই ছিল অসাধু ও দুর্নীতিগ্রস্ত। গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস তাদের দুর্নীতি বন্ধ করতে চাইলেও সফল হয়নি। পরবর্তী গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্মচারীদের এই অসাধুতা ও দুর্নীতি দূর করতে ও তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে তাদের কর্তব্য ও দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দেন এবং বেতন বৃদ্ধি করেন। কর্নওয়ালিসের এই আচরণ বিধি বৃদ্ধি ক ও আইন কানুন কর্নওয়ালিস কোড নামে পরিচিত। ১৭৯৩ খ্রি: কর্ণওয়ালিশ তার এই কোর্ড ঘোষণা করেন। এতে বলা হয়----

  1. এই কোড প্রশাসনকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করার পাশাপাশি তিনি পুলিশ ও বিচার ব্যবস্থারও সংস্কারের কথা বলেন।
  2. পুলিশি ব্যবস্থায় তিনি জমিদারদের হাত থেকে পুলিশী ক্ষমতা কেড়ে নিয়ে তা থানার হাতে ন্যাস্ত করেন।
  3. বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি দেওয়ানী ও ফৌজদারী বিচার ব্যবস্থাকে পৃথক করেছিলেন।


তবে বলা যায় যে পুলিশি ব্যবস্থার সংস্কার করতে গিয়ে কর্নওয়ালিস ভারতীয়দের অর্থাৎ জমিদারদের ক্ষমতা, হ্রাস করে সেই ক্ষমতা ইংরেজদের ওপর অর্পণ করেন। ফলে নবগঠিত ইংরেজ শাসন ও স্বল্প সংখ্যক ইংরেজ কর্মচারীর ওপর অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপানো হয়। এইভাবে কর্নওয়ালিশ তার প্রবর্তিত এই কোড এর মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনের প্রকৃত ভিত্তি স্থাপন করেছিলেন।

তোমাকে অনেক ধন্যবাদ কর্নওয়ালিস কোড কি? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟