অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টীকা লেখ অথবা,অধীনতামূলক নীতির তাৎপর্য ব্যাখ্যা কর।
ব্রিটিশ সাম্রাজ্য সারণির পক্ষে দেশীয় রাজ্যগুলিকে বিদেশি আক্রমণ থেকে রক্ষার অজুহাতে যে নীতির প্রয়োগ ঘটিয়ে কোম্পানির অধীনতা গ্রহণের জন্য বাধ্য করেন তাকেই "অধীনতামূলক মিত্রতা নীতি" বা "বশ্যতামূলক মিত্রতা নীতি"(Subsidiary Alliances Doctrine) বলা হয় ৷ এই নীতি প্রসঙ্গে গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি নিজেই বলেন দেওয়ানী লাভের পর অধীনতামূলক মিত্রতা নীতি ছিল সবথেকে স্বতন্ত্র ও উপযোগী ব্যবস্থা । অধীনতামূলক নীতির উদ্ভাবক লর্ড ওয়েলেসলি নন তার অনেক আগে লর্ড ক্লাইভ ও ওয়ারিং হেস্টিং প্রায় এই ধরনের নীতির প্রচলন ঘটিয়ে দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন ৷ যদিও এই ধরনের নীতি সেই সময়কার ব্রিটিশ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রয়োগ হয়নি ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
অধীনতামূলক মিত্রতা নীতির উল্লেখযোগ্য শর্তাবলীঃ-
অধীনতামূলক মিত্রতা নীতি প্রসঙ্গে লর্ড ওয়েলেসলি নিজেই বলেছেন যে,"দেওয়ানী লাভের পর অধীনতামূলক মিত্রতা নীতি ছিল সবথেকে পৃথক ও উপযোগী ব্যবস্থা।" অধীনতামূলক মিত্রতা নীতির বিভিন্ন শর্তে বলা হয় যে-
(১). এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলি কোম্পানির অনুমতি না নিয়ে অন্য কোন রাজ্যের সঙ্গে চুক্তি বা মিত্রতায় আবদ্ধ হতে পারে না ৷
(২). এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলিকে সম্পূর্ণ নিজেদের খরচে এক ব্রিটিশ প্রতিনিধি বা রেসিডেন্ট সহ একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে।
(৩). এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী রাজ্যগুলিকে যদি তৃতীয় কোন পক্ষ আক্রমণ করে তাহলে তাকে রক্ষা করবে কোম্পানি ৷
(৪). এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোন ইউরোপীয় কোম্পানির ব্যক্তিকে নিজেদের সেনাবাহিনীতে রাখতে বা সরকারি চাকরি পদে নিতে পারেনা ৷
অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগঃ -
বিভিন্ন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন এই--
(১). দেশীয় রাজ্যের রাজাদের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল চিত্র ও ভীরু হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জানিয়ে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন ৷
(২). নিজামীর পর একে একে সুরাট(১৭৯৯ খ্রি), তাঞ্জোর (১৮০০) ,কর্ণাটক(১৮০১), অযোধ্যা(১৮০১) প্রভৃতি দেশীয় রাজ্যগুলি অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন ৷
(৩). মহীশূরের টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা চুক্তি গ্রহণের রাজি না হলে ইংরেজিতে সঙ্গে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে (১৭৯৯ খ্রিঃ) টিপু সুলতানের পতন ঘটে ৷
(৪). মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজীদের সঙ্গে বেসিনের সন্ধি (১৮০২ খ্রিঃ) স্বাক্ষর করেন অধীনতামূলক মিত্রতা চুক্তি মেনে নেন ৷ কিন্তু অন্যান্য মারাঠা সামন্ত রাজারতা মানতে অস্বীকার করলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় । যুদ্ধে পরাজিত হয়ে সিন্দিয়া,ভোসলে,হেলকার প্রমুখ এই চুক্তি মেনে নেন ৷ (৫). মানব বুন্দেলখন্ড উদয়পুর যোধপুর জয়পুর ও অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র রাজপুত রাজ্যগুলি ১৮২৩ খ্রিস্টাব্দের মধ্যে অধীনতামূলক মিত্রতা চুক্তি গ্রহণ করেন ৷
ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন --
(১). কোম্পানি কর্তৃক নিয়োজিত ব্রিটিশ প্রতিনিধি দেশীয় রাজ্যগুলি অভ্যন্তরীণ শাসন নীতিতে হস্তক্ষেপ করলে সেই রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা চরম এ পৌঁছায় ৷
(২). দেশীয় রাজাদের অর্থে ইংরেজরা এক বিশাল সেনাবাহিনী মোতায়ন রাখার সুযোগ পেয়ে এদেশে কোম্পানির নিরাপত্তার জন্য সামরিক খরচ অনেকটাই কমে যায় ৷
(৩). অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ করে বহু দেশীয় রাজ্যের সঙ্গে ইংরেজদের সম্পর্ক গড়ে উঠলে ভারতে বিভিন্ন অঞ্চলে কোম্পানি তার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায় ৷
(৪). ব্রিটিশ নিরাপত্তার আশ্বাস দেখায় দেশীয় রাজ্যগুলির নিজেদের সেনাবাহিনী ভেঙ্গে দেয় দেশীয় রাজ্যগুলির সামরিক শক্তি দুর্বল হয়ে পড়লে ব্রিটিশ শর্ত অমান্যের অজুহাতে এনে যে কোন সময় দেশীয় ও মিত্র রাজ্যগুলিকে গ্রাস করার পথ খোলা রাখে ৷
(৫). এই নীতিতে আবদ্ধ হয়ে দেশীয় রাজ্যগুলি কার্য ও নিজেদের স্বাধীন সত্তা বিসর্জন দেয় এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার অধিকার হারায় ৷
লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির ফাঁদে ফেলে বহু দেশীয় রাজ্যকে গ্রাস করে ভারতবর্ষের এক বিশাল অংশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিল ৷ ঐতিহাসিক ডটওয়েল এর মতে,"ক্লাইভ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করেন, ওয়ারেন হেস্টিং তাকে ঝড়ঝাঁপটা থেকে রক্ষা করেন এবং ওয়েলেসলি তাকে বৃহৎ রাজশক্তিতে পরিণত করে ৷"
সম্ভাব্য প্রশ্নঃ--
- অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? এই নীতির শর্ত গুলি কি ছিল কোথায়?এই নীতি প্রয়োগ করা হয়?
- অধীনতামূলক মিত্রতা নীতি কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ভারতের সার্বভৌম শক্তিতে পরিণত করতে সাহায্য করেছিল?
- অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো ? এই নীতির মূল উদ্যোক্তা কে ছিলেন ? এর দ্বারা ব্রিটিশ সাম্রাজ্য কতদূর সম্প্রসারিত হয়েছিল ?