ঔরঙ্গজেব কেন দাক্ষিণাত্য আক্রমণ করেন
মধ্যযুগের ভারতের ইতিহাসে ঔরঙ্গজেব একটি ব্যতিক্রমী চরিত্র ৷ ঔরঙ্গজেব তার দাক্ষিণাত্য নীতি অনুসরণ করতে যথেষ্ট সময় ও উদ্যোগ নিয়েছিলেন ৷ শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির উত্থান দাক্ষিণাত্যে এক নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করে ৷ এছাড়াও দাক্ষিণাত্যে শিয়া সুলতানি রাজ্য বিজাপুর ও গোলকোন্ডার স্বাধীন উপস্থিতি ওরঙ্গজেবের পছন্দ ছিল না । সর্বোপরি পুত্র শাহজাদা আকবর বিদ্রোহী হয়ে মারাঠাদের সঙ্গে যোগ দানের উদ্দেশ্যে শমুজীর কাছে উপস্থিত হলে ওরঙ্গজেবের সমস্যা আরও জটিলতার হয় ৷
দাক্ষিণাত্যে মারাঠাদের উত্থানকে ঔরঙ্গজে বিশেষ গুরুত্ব দেননি । সুবাদার দ্বারা তিনি এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন ৷ শিবাজীর ক্ষমতার বৃদ্ধির ফলে মারাঠার অগ্রগতি রোধ করা মুঘলদের পক্ষে সম্ভব হয়নি ৷ ঔরঙ্গজেব বিজাপুরও গোলকুন্ডার সহযোগিতায় মারাঠা অগ্রগতি রোধ করতে চেয়েছিলেন ৷ অভ্যন্তরীণ গোলযোগ ও সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে গোলকন্ডা ও বিজাপুরের পক্ষে কোন সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা সম্ভব হয়নি ৷ মুঘল সেনাপতি মোয়াজ্জেম ও যশবন্ত সিংহ শিবাজী কে স্বীকার করার পরামর্শ দেন ৷ শিবাজী রাজা স্বীকৃতি লাভের পর মুঘল অধিকৃত পদে যা প্রদেশের চৌথ আদায় করেন ৷
ঔরঙ্গজে বিজাপুরও গোলকুণ্ডা কে মারাঠাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেও ব্যর্থ হয় ৷ বিজাপুর, গোলকোন্ডার সম্মিলিত বাহিনীর সাথে মুঘলদের হাতে পরাজিত হয় । ১৬৮৬ খ্রিস্টাব্দে বিজাপুরের পতন হয় বিজাপুর অধিকার করে ওরঙ্গজেব গোলকুন্ডা আক্রমণ করেন ১৬৮৭ খ্রিস্টাব্দে গোলকুন্ডা আত্মসমর্পণ করে ৷
বিজাপুরও গোলকুন্ডার পতনের পর ঔরঙ্গজেব পূর্ণ মারাঠাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় ৷ শিবাজীর মৃত্যুর পর মারাঠা শক্তি হ্রাস পায়নি ৷ উপরন্ত বিদ্রোহী শাহজাদা আকবর শম্ভুজির আশ্রয়প্রার্থী হলে ঔরঙ্গজেব শঙ্কিত হন ৷ কয়েকটি দুর্গ অধিকার ছাড়াও তিনি মারাঠা শক্তিকে পরাস্ত করতে ব্যর্থ হন ৷ ১৬৮৩ খ্রিস্টাব্দে শম্ভুজি ঔরঙ্গজেবের সাথে সন্ধি করলে তথাপি মারাঠা সরদার রা লুটোতরাজ অব্যাহত রাখে ৷ মুঘল সেনাবাহিনী এই কার্যকলাপ বন্ধ করতে পারেনি ৷
ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আপতো দৃষ্টিতে সফল মনে হলেও এই নীতি ছিল নৈরাশঙ্কিত ও ব্যর্থ ৷ তিনি মারাঠা অগ্রগতি রোধ করতে ব্যর্থ হয়েছিলেন ৷ দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে শিবাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারেনি ৷
তোমাকে অনেক ধন্যবাদ ঔরঙ্গজেব কেন দাক্ষিণাত্য আক্রমণ করেন এই নোটটি পড়ার জন্য