তুমি কি মনে করো নৌশক্তির দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনের একমাত্র কারণ ছিল
![]() |
তুমি কি মনে করো নৌশক্তির দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনের একমাত্র কারণ ছিল
শক্তি সামর্থ্য এবং সমৃদ্ধি যুক্ত বিপুল ভারতবর্ষ গঠনে মুঘল শাসকগণ সফল হয়েছিল ৷ তবে, এই বিপুল সাম্রাজ্য ওরঙ্গজেবের মৃত্যুর পর দ্রুত অবক্ষয়ের দিকে এগিয়ে যায় ৷ এ বিশাল সাম্রাজ্যের পতনের পশ্চাতে একাধিক কারণ দায়ী থাকলেও অন্যতম কারণ ছিল সামরিক শক্তির দুর্বলতা ৷ মুঘল সম্রাট আকবর সামরিক বাহিনীকে আশ্রয় করে যে বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছিল পরবর্তী সেই বাহিনীর নিজেদের শক্তি সম্প্রসারণ ঘটাতে পারেননি ৷ ইউরোপীয় রাষ্ট্রগুলির সঙ্গে শক্তির তারতম্যে ভারতীয় মুঘল শাসকরা ক্রমশ পিছিয়ে পড়ে ৷ কিন্তু ভারতবর্ষের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য নোশক্তির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কিন্তু, মুঘল সম্রাটরা সেই দিক গুরুত্ব না দিয়ে অদূরদর্শিকতার পরিচয় দিয়েছিলেন ৷
নৌক্তির প্রতি অবহেলার আরেকটি কারণ ছিল তাদের সংকীর্ণ সামাজিক দৃষ্টিভঙ্গি ৷ কারণ পাশ্চাত্য দেশগুলিতে সামরিক বাহিনীকে বিজ্ঞানের উপর প্রচেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তখনও মুঘলরা সেই পরিবর্তনশীলতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেননি । ইংরেজ, ফরাসি, ওলন্দাজ শক্তি গুলি বিশ্বের নানা প্রান্তে যখন দ্রুত পৌঁছানোর চেষ্টা করেছিল , সেই সময় মুঘলরা নিজেদের শক্তিশালী নৌ বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব না করে মারাত্মক ভুল করে ৷ বার্নিয়ে বলেছেন," নতুন চিন্তাধারা এবং সমুদ্র শক্তিরূপে মুঘলদের গড়ে তোলার জন্য কোন যোগ্য এবং প্রযুক্তি জ্ঞানের সমৃদ্ধ ব্যক্তিবর্গ সেই মুঘল ভারতে ছিল না।"
তবে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য শক্তি দুর্বলতা কে এককভাবে দায়ী করা যুক্তিযুক্ত নয় ৷ আসলে দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের দীর্ঘ লড়াইয়ের পর এক বিরাট সাফল্য না পাওয়ার প্রেক্ষিতে মুঘল বাহিনীর অপরাজ্যতার সম্পর্কে যে ধারণ ছিল তা ক্রমভ্রান্ত প্রমাণিত হয় ৷ সমুদ্রপথে ইউরোপীয়দের বারবার ভারত অভিযানকে প্রতিহত করা মুঘলদের পক্ষে সম্ভব হয়নি ৷ তাই সর্বশেষে বলা যায়," নৌশক্তি দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনের একমাত্র কারণ না হলেও, অন্যতম প্রধান কারণ ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই ৷"
তোমাকে অনেক ধন্যবাদ তুমি কি মনে করো নৌশক্তির দুর্বলতা মুঘল সাম্রাজ্যের পতনের একমাত্র কারণ ছিল এই নোটটি পড়ার জন্য