রক্ষণশীল উলিমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ

রক্ষণশীল উলিমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ

 রক্ষণশীল উলিমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ

রক্ষণশীল উলিমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ

সলাম ধর্মের পণ্ডিতদের উলেমা বলা হয় ৷ উলেমা শব্দটি আক্ষরিক অর্থ হলো জ্ঞান ৷ প্রাথমিকভাবে ইসলামিক জ্ঞানকেই বোঝানো হয়েছে অর্থাৎ উলেমা শব্দটির দ্বারা মুসলমান ধর্মীয় পণ্ডিতদের এক গোষ্ঠীকে বোঝানো হয় ৷ মধ্যযুগে ইসলামিক রাজত্বে উলিমা গোষ্ঠী যথেষ্ট প্রভাব ছিল ৷ সুলতানি যুগে ভারতে মুসলমান রাজাদের শাসন চালু হওয়ার সাথে সাথে এই সম্প্রদায়ের উত্থান ঘটে ৷ জিয়াউদ্দিন বরনি ছিলেন এই সম্প্রদায়ের একজন ৷ আলাউদ্দিন খলজি উলেমাদের কার্যকলাপে উদ্যোগী হলেও মহম্মদ বিন তুঘলক উলেমাদের বিশেষ মর্যাদায় ক্ষুন্ন করেছিলেন ৷


উলিমাদের ব্যাপারে মুঘল সম্রাট আকবর আলাউদ্দিন খলজি বা মহম্মদ বিন তুঘলক এর পদাঙ্ক অনুসরণ করেন ৷ মুঘল সম্রাট আকবরের সময়ে উলামাদের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করলেও সম্রাট আকবর ইবাদত খানা বন্ধ করে দিতে বাধ্য হন । তাছাড়া উলেমাদের ব্যক্তিগত অহমিকা,লোভ-লালসা আকবরকে ব্যতীত করেছিল ৷ এই প্রসঙ্গে ঐতিহাসিক সতীশ চন্দ্র লিখেছেন যে,"মুঘল যুগে বহু ভন্ড উলেমাদের প্রভাব ছিল ৷"


উলেমাদের ও ধত্য, অনামিকা, লোভ ও লালসার বিরুদ্ধে সম্রাট আকবর মহাজার জারি করেন ৷ আকবর নিজেকে রাষ্ট্রের শাসনের পাশাপাশি ধর্মীয় ব্যাপারেও প্রধান বলে দাবি করেন ৷ আকবরের বিরুদ্ধে উলেমারা বিদ্রোহের ফতোয়া দিলে উলামাদের এক অংশ বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হয় । আকবর এদের কঠোর হাতে দমন করেন এবং যমুনা জলে ডুবিয়ে এদের হত্যা করেন ৷


মুঘল ভারতে উলিমাদের যথেষ্ট মান্যতা ছিল ৷ তাই আকবর তাদেরকে এক্কেবারে অবহেলা করতেন না ৷ মুঘল ভারতে এরা ভরণপোষণ বাবদ নিস্কর জমি পেত ৷ সবদিক থেকে উলিমাদের প্রভাব প্রতিপত্ত্ব বলবৎ ছিল ৷ কিন্তু জমি লাভের কারণে উলেমারা অলস হয়ে পড়ে এবং উৎপাদনমুখী কোন কাজ না করার আকবর এক নির্দেশ জারি করে ৷ নিষ্কর জমি কে অর্ধেক হবে আবাদি জমি এবং বাকি অর্ধেকটা হবে আবাদযোগ্য জমি ৷ এর ফলে আকবরের সঙ্গে উলেমাদের বিরোধ চরমে ওঠে ৷


আকবর প্রকৃতপক্ষে ধর্ম বিরোধী ছিলেন না ৷ আবার ধর্ম গোড়াও ছিলেন না ৷ আকবর মহাজার করে উলিমাদের হাত থেকে কোরআনকে নিজের হাতে নিয়েছিলেন ৷ তাই ঐতিহাসিক স্মিথ আকবরের মহাজার কে অভ্রান্ত কর্তৃত্ব ঘোষণা বলে মনে করেন ৷ যদিও এ.এল.শ্রীবাস্তবের মতে মহাজারকে অভ্রান্ত কতৃত্বের ঘোষণা বলে অভিহিত করা যথার্থ নয় ৷ তার মতে সম্রাট এই ঘোষণা দ্বারা কেবলমাত্র সংকীর্ণমতা মনা উলেমাদের ধর্মীয় গোড়ামী ও সহিষ্ণুতা বন্ধ করে দিতে চেয়েছিলেন ৷"


ঐতিহাসিক ইক্তিদার আলম খান মহাজার প্রসঙ্গে আকবরের দৃষ্টিভঙ্গি এবং উলেমাদের সম্পর্ক বিরোধের এক নতুন ব্যাখ্যা দিয়েছেন ৷ ইক্তিদার আলম খান বলেছেন আকবর সারা বিশ্বের মুসলমান জনগোষ্ঠীর নেতা হতে ইচ্ছুক ছিলেন না তার লক্ষ্য ছিল ভারতে মুসলমানদের প্রধান রূপে নিজেকে প্রতিষ্ঠিত করা ৷ যাইহোক আকবরের এইসব প্রাধান্য রক্ষণশীল উলেমাাদের বিরোধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ৷

তোমাকে অনেক ধন্যবাদ রক্ষণশীল উলিমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟