মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে আলোচনা কর

মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে আলোচনা কর

 মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে আলোচনা কর বা, মহম্মদ-বিন-তুঘলক কেন দিল্লি থেকে দৌলতাবাদ-ও রাজধানী স্থানান্তর করেন।

মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর

মহম্মদ বিন তুঘলকের শাসনতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর (১৩২৮-২৯ খ্রিষ্ঠাব্দ ) ৷ পর্বতময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি আদি নাম ছিল দেবগিরি ৷ আবার মহম্মদ বিন তুঘলক এই রাজ্যের রাজধানী প্রতিষ্ঠার পূর্বে এর নাম দেন দৌলতাবাদ ৷ এই কথাকথিত রাজধানী পরিবর্তন ব্যবস্থা ছিল মহম্মদ বিন তুঘলকের সবথেকে বিতর্কমূলক পদক্ষেপ ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

ঐতিহাসিক ঈসামি, বারণী,ইবন বতুতা, ঈশ্বরী প্রসাদ প্রমুখ এই পরিকল্পনা সম্পর্কে বিস্তীর্ণ আলোচনা করেছেন ৷ দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে বারণী লিখেছেন যে,"সুলতান ভারতের ভৌগলিক পরিস্থিতিকে লক্ষ্য করে দিল্লির তুলনায় দেবগিরি বা দৌলতাবাদকে রাজধানী হিসেবে যুক্তিযুক্ত মনে করেছিলেন ৷" সুলতানের বিচারে দৌলতাবাদ ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত, এখান থেকে দিল্লি,গুজরাট,বাংলাদেশ,তেলেঙ্গানা, দার সমুদ্র প্রভৃতি ছিল প্রায় সমদূরে অবস্থিত এই অর্থে রাজধানীর স্থানান্তরের সিদ্ধান্ত ছিল সঠিক । সেই সঙ্গে উত্তর-পশ্চিম সীমান্তে আক্রমণের হাত থেকে রাজধানী দিল্লি কে রক্ষা করার জন্য এই স্থানটি ছিল যুক্তিযুক্ত ।


রাজধানীর স্থানান্তরের সঙ্গে সঙ্গে দিল্লির সকলকে দৌলতাবাদের স্থানান্তরিত করা হলে জনশূন্য দিল্লি একাধিক গোষ্ঠীর লুন্ঠন রাজ্যের ক্ষেত্র হয়ে ওঠে ৷ আর সেই সংবাদ সুলতানের নিকট যখন পৌঁছায় তখন ক্ষুদ্র সুলতান রাজধানীকে পুনরায় দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় । ফলে ক্লান্তিতে বহু মানুষ প্রাণ হারায় ৷ অতি উৎকৃষ্ট অভিপ্রায় ও চমৎকার ধারণা থাকা সত্বেও সুলতানের ধৈর্য ও মনের ভারসাম্য ছিল না বলে তিনি ব্যর্থ হন ৷ তবে আধুনিক ঐতিহাসিকগণরা বলেন সুলতান দৌলতাবাদ এর রাজধানীর স্থানান্তরিত করেননি বরং এখানে দ্বিতীয় রাজধানীর স্থাপন করেছিলেন ৷

বুঝতে চাইলে ভিডিওটি দেখতে পারেনঃ

তোমাকে অনেক ধন্যবাদ মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟