নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন। অথবা, নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের কারণগুলি উল্লেখ করো।
টিলসিটের সন্ধির (১৮০৭ খ্রি.) দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলেও এই সম্পর্ক শীঘ্রই ভেঙে যায়। ফরাসি সম্রাট নেপোলিয়ন রাশিয়া আক্রমণ (১৮১২ খ্রি.) করেন।
নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের কারণ
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের প্রধান কারণগুলি ছিল-






টিলসিটের সন্ধিতে (১৮০৭খ্রি) নেপোলিয়ন তুরস্ক ও সুইডেনের বিরুদ্ধে যুগে রাশিয়াকে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ফলে জার অত্যন্ত ক্ষুব্ধ হন ।
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রুশ জারের ভগ্নিপতি ওল্ডেনবার্গের ডিউকের রাজ্যটি দখল করে নেন । ফলে জার অত্যন্ত ক্রুদ্ধ হন।
নেপোলিয়ন অস্ট্রিকার হ্যাপসবার্গ রাশীয় রাজকন্যা মেডি লুইসা-কে বিবাহ করলে রুশ জার আতঙ্কিত হন যে, ফ্রান্স ও অস্ট্রিয়া মিলিত হয়ে রাশিয়ার ক্ষতি করবে ।
রাশিয়া প্রথমে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করলেও ১৮১০ খ্রিস্টাব্দে এই ব্যবস্থা মানতে অস্বীকার করে । ফলে রাশিয়ার ওপর নেপোলিয়ন ক্ষুব্ধ হন ।
নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টাব্দের ২৬ জুন ৬ লক্ষ ৭৫ হাজার সৈন্য নিয়ে গঠিত বিখ্যাত 'গ্রাঁদ আমি' বা 'মহান সেনাদল' নিয়ে রাশিয়া আক্রমণ করেন ।