মুঘল যুগে অন্তর দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর

মুঘল যুগে অন্তর দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর

মুঘল যুগে অন্তর দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর

মুঘল যুগে অন্তর দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর
মুঘল আমলে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটে ৷ সেই সূত্রে কৃষিজ উৎপাদন ভিত্তিক শিল্প গড়ে ওঠার প্রয়াস দেখা যায় । এই সময়ে কারিগরি দক্ষতার বৃদ্ধি নানা ধরনের হস্তশিল্পের ছোট ছোট প্রতিষ্ঠান পেশা ভিত্তিক উৎপাদন শুরু হয় । তবে মুঘল যুগের গ্রামীণ শিল্প উৎপাদনের বাজারীকরণ সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায় না ৷ তবে ঐতিহাসিক স্টিনগার্ড তার Carracks,Caravans and companies" গ্রন্থে সমকালীন ভারতের ছোট ছোট বাজার ও গঞ্জের অস্তিত্ব ছিল বলে উল্লেখ করেছেন ৷ বাজারগুলির অভ্যন্তরীণ পণ্য লেনদেন ছাড়াও দূর দেশে পণ্য সরবরাহার কাজে মধ্যস্থের ভূমিকা পালন করত ৷

মধ্যযুগের পণ্য বিনিময়ে সবচেয়ে জনপ্রিয় কেন্দ্র ছিল গ্রামীণ বাজার যা হাট নামে বেশি পরিচিত ৷ খাদ্যশস্য সবজি ,ফলমূল, কাপড়, কৃষির সরঞ্জাম, গৃহস্থলীর সরঞ্জাম ইত্যাদি সবকিছুই গ্রামের হাটে কেনাবেচা হতো । কবিকঙ্কন মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যে গ্রামের হাতে ফেরিওয়ালাদের দ্বারা গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির কথা উল্লেখ পাওয়া যায় ৷ বাংলা, বিহার ও মহীশুরের ও অনুরূপ বাজার ছিল বলে জনবুকান ও কোলব্রুক উল্লেখ করেছেন ৷

মধ্যযুগের ভারতের বাণিজ্য কেন্দ্র হিসেবে মেলার গুরুত্ব অসীম ৷ এই মেলাগুলিতে ব্যবসায়ীরা তাদের পণ্য সম্ভার সহ উপস্থিত হয়ে কেনা বেচা চালাত ৷ আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র ও অন্তর দেশীয় বাজার হিসেবে পার্টনার লাহোর বেনারস ঢাকা বোরহানপুর গুরুত্বপূর্ণ ছিল ৷ হাট,মেলার বাইরে সারাদেশে ছড়িয়েছিল অসংখ্য মান্ডি বা বড় বাজার অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্র হিসেবে মালদা,সপ্তগ্রাম, কাশ্মীর, পাটনা, আমেদাবাদ,মোরাদাবাদ ,শীরহিন্দ গোলকুন্ডা সহ সারা দেশে ছড়িয়ে বহু বাজার গুরুত্বপূর্ণ ছিল ৷ আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে কথা উল্লেখ করেছেন ৷

তোমাকে অনেক ধন্যবাদ মুঘল যুগে অন্তর দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟