মুঘল যুগে অন্তর দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর
![]() |
মধ্যযুগের পণ্য বিনিময়ে সবচেয়ে জনপ্রিয় কেন্দ্র ছিল গ্রামীণ বাজার যা হাট নামে বেশি পরিচিত ৷ খাদ্যশস্য সবজি ,ফলমূল, কাপড়, কৃষির সরঞ্জাম, গৃহস্থলীর সরঞ্জাম ইত্যাদি সবকিছুই গ্রামের হাটে কেনাবেচা হতো । কবিকঙ্কন মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যে গ্রামের হাতে ফেরিওয়ালাদের দ্বারা গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির কথা উল্লেখ পাওয়া যায় ৷ বাংলা, বিহার ও মহীশুরের ও অনুরূপ বাজার ছিল বলে জনবুকান ও কোলব্রুক উল্লেখ করেছেন ৷
মধ্যযুগের ভারতের বাণিজ্য কেন্দ্র হিসেবে মেলার গুরুত্ব অসীম ৷ এই মেলাগুলিতে ব্যবসায়ীরা তাদের পণ্য সম্ভার সহ উপস্থিত হয়ে কেনা বেচা চালাত ৷ আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র ও অন্তর দেশীয় বাজার হিসেবে পার্টনার লাহোর বেনারস ঢাকা বোরহানপুর গুরুত্বপূর্ণ ছিল ৷ হাট,মেলার বাইরে সারাদেশে ছড়িয়েছিল অসংখ্য মান্ডি বা বড় বাজার অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্র হিসেবে মালদা,সপ্তগ্রাম, কাশ্মীর, পাটনা, আমেদাবাদ,মোরাদাবাদ ,শীরহিন্দ গোলকুন্ডা সহ সারা দেশে ছড়িয়ে বহু বাজার গুরুত্বপূর্ণ ছিল ৷ আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে কথা উল্লেখ করেছেন ৷