হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় কর

হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় কর

রপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় কর

হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় কর

রপ্পার মতো জটিল নগরাশ্রয়ী সমাজজীবনের প্রেক্ষাপট আছে এবং তা অবশ্যই প্রাচীনত্বের বাহক। সাম্প্রতিককালের প্রত্নতাত্ত্বিক বিচার অনুযায়ী এই সভ্যতা তিনটি পর্যায়ে বিন্যস্ত। যথা-Early Harappan বা আদি পর্ব, Mature Harappan বা পরিণত পর্ব এবং Late Harappan বা হরপ্পা পরবর্তী পর্ব। হরয়া সভ্যতার কাল নির্ণয়ের ব্যাপারে পুরাতাত্ত্বিক ও পণ্ডিতমহলে মতানৈক্য থাকলেও পর্যায়গুলি তিনভাগেই বিভক্ত। কিন্তু পর্যায়গুলির কাল নির্ণয় নিয়ে যথেষ্ট মতভেদ আছে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পার প্রত্নকেন্দ্রের প্রাচীনতম পর্ব রাভি পর্ব নামেও পরিচিত, যার সময়কাল ৩৩০০-২৮০০ খ্রিস্টপূর্বাব্দ। এটিকে আদি পর্ব বলা যায়। গত কয়েক দশক ধরে রেডিয়ো কার্বন-১৪ পরীক্ষা পদ্ধতি হরপ্পার কাল নির্ণয়ে সবিশেষ অবদান রেখেছে। কার্বন-১৪ পদ্ধতি বলতে প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণের বৈজ্ঞানিক অনুশীলনকারী মাধ্যমকে বোঝায়। আর এই পদ্ধতি প্রয়োগে মেসোপটেমিয়া সভ্যতার কাল সীমানুযায়ী হরপ্পার বয়স নির্ধারিত হতো।

বলাবাহুল্য, কার্বন-১৪ পন্থতি ব্যবহারের মাধ্যমে ১৯৫৬ খ্রিস্টাব্দে ফেয়ারসার্ভিস (W. A., Fairservice), কোয়েটা উপত্যকার নিদর্শনসমূহের ওপর সমীক্ষা ও পরীক্ষা চালিয়ে হরপ্পা সংস্কৃতির সময়কালকে ২০০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সীমাবদ্ধ করেছেন। অন্যদিকে ১৯৬৪ খ্রিস্টাব্দে ডি. পি. অগ্রবাল বোম্বাইয়ের Tata Institute of Fundamental Research গবেষণাগারে কার্বন-১৪ পদ্ধতি প্রয়োগ করে হরপ্পার কালসীমা ২৩০০ থেকে ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ বলেছেন

তোমাকে অনেক ধন্যবাদ হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟