পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা কর

পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা কর

 পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা কর 

পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা কর

৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের চরমতা পরিলাক্ষিত হয় ৷ তা ১৫৫৬ খ্রিস্টাব্দের দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘলদের জয় লাভের মধ্য দিয়ে তা পরিসমাপ্তি ঘটে ৷ ১৫৫৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর আফগানদের বিরুদ্ধে প্রবৃত্ত হন ৷ আফগান রাজপুত সেনাপতি হিমু মুঘলদের একাধিক রাজ্য দখল করে দিল্লি থেকে উৎখাত করে দিতে অগ্রসর হন ৷ ৫০,০০০ ঘোড়া ১০,০০০ হস্তি বাহিনী ৫১টি বড় কামান ও ৫০০ টির মত ছোট কামান সহযোগে দিল্লির উভমুখে অগ্রসর হন ৷ এমত অবস্থায় মুঘল সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খাঁ হিমুকে প্রতিরোধ করতে অগ্রসর হন ৷ ৫ই নভেম্বর ১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল বাহিনীর কাছে হিমু পরাজিত হয় ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

হিমুর পরাজয় ও পান ত্যাগের ফলে মুঘল বাহিনীর দিল্লিতে প্রবেশ করে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য স্থায়ী করার ক্ষেত্রে অগ্রসর হন ৷ পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে বাবর যে সাম্রাজ্যের সূচনা করেছিলেন তা দ্বিতীয় যুদ্ধে মুঘল সাম্রাজ্যের ভাগ্য অনেকটা নিশ্চিত রূপ প্রতিষ্ঠা পেয়েছিল ৷ পানিপথের দ্বিতীয় যুদ্ধের পরাজয়ের ফলে আফগান শক্তির পুনর্জীবনের আশা ধূলিসাৎ হয়ে যায় ৷ এরপর আকবর দিল্লিকে কেন্দ্র করে বিশাল ভারত সাম্রাজ্য গঠনেরকাজ শুরু করেন ‌৷


পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল ছিল গুরুত্বপূর্ণ ও সুদের প্রসারী ৷ ডঃ শ্রীবাস্তব "The Mughal Empire" তার গ্রন্থে বলেছেন "The second battle of Panipath proudse of moment results" এই যুদ্ধ প্রসঙ্গে বলা যায় ভারতবর্ষে আকবর মুঘলদের ভাগ্য নির্ধারণ করে দেয়। ডক্টর কে কে দত্ত বলেন, "The second battle of Panipath mark the real beginin Mughal empire of India and set it on the path of experince" এই যুদ্ধ আসলে ছিল মুঘলদের শেষ আত্মরক্ষার জন্য যুদ্ধ এরপর মুঘলরা যে সকল যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা ছিল সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য যুদ্ধ ৷ এই যুদ্ধের মধ্য দিয়ে ভারত আধিপত্য নিয়ে যে মুঘল আফগান দন্দ চলেছিল তার পরিসমাপ্তি ঘটে ৷

তোমাকে অনেক ধন্যবাদ পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟