প্রাক মুঘল ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল

প্রাক মুঘল ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল

প্রাক মুঘল ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল

প্রাক মুঘল ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল
বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতের তৎকালীন রাজনৈতিক ব্যবস্থাকে বিসমার্কের পূর্বে জার্মানির একচ্ছত্র স্বাধীন রাষ্ট্রের সঙ্গে তুলনা করা যেতে পারে । মুঘল আক্রমণের প্রাক্কালে ভারত কয়েকটি খন্ডে বিভক্ত ছিল , দেশের কোন সার্বভৌমত্ব রাজশক্তি ছিল না ৷ তাই আঞ্চলিক শক্তিগুলি সর্বদা সংঘর্ষে লিপ্ত ছিল , তার ফলে তারা বিদেশি শক্তিকে প্রতিহত করার কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না । এই প্রসঙ্গে ডঃ ইশ্বরী প্রসাদ বলেছেন ভারতের রাষ্ট্র ব্যবস্থা কখনোই সুসংহত শক্তিরূপে গড়ে ওঠেনি ৷

 

প্রাক মুঘল ভারতে উত্তরাধিকার দ্বন্দ্ব গৃহযুদ্ধ ও রক্তপাত অনিবার্য ছিল ৷ প্রকৃতপক্ষে দিল্লির সুলতানি রাষ্ট্র এমনকি রাজপুত রাজ্যগুলির পশ্চাতেও ভারতের জনগণের সমর্থন ছিল না ৷ জাতীয় রাষ্ট্রের ধ্যান ধারণা ভারতের কখনো বিকাশ লাভ হয়নি ৷ ভারতের অর্থনীতি ছিল মূলত কৃষি ও ভূমি নির্ভর তার ফলে এখানে যুগ যুগ ধরে সামন্ততান্ত্রিক ব্যবস্থার শোষনে কৃষকরা জর্জরিত ছিল , এই জন্যই ভারতীয় রাষ্ট্রব্যবস্থার ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন হয়নি এবং জনসাধারণ এই রাষ্ট্রকে নিজেদের রাষ্ট্র হিসাবে কল্পনা করতে পারেননি ৷ বাবরের তীক্ষ্ণ দৃষ্টিতে এগুলি সবই ধরা পড়েছিল ৷


সবশেষে বলা যায় প্রাক মুঘল ভারতের কেন্দ্রীয় শক্তি দুর্বলতা এবং সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন ছিল না । যেখান থেকে জন্ম নিয়েছিল গৃহযুদ্ধের ৷ তৈমুরের বিধ্বংসীকর আক্রমণে ভারতের যে ক্ষতি হয়েছিল তার ক্ষত আর পূরণ করা যায়নি ৷ রাজনৈতিক কাঠামো আর আগের মতই জোড়া লাগেননি । সেই কারণে ভারতের এই অন্তসারশূন্য রাজনৈতিক অবস্থা বাবরের আঘাতে গুঁড়িয়ে দিয়েছিল ৷ আক্রমনের ফলে ভারতের এক পুরাতন সাম্রাজ্যের বিপদ ঘটে এবং অপর এক নতুন সাম্রাজ্য গড়ে ওঠার পথ প্রশস্থ হয় ৷

তোমাকে অনেক ধন্যবাদ প্রাক মুঘল ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟