প্রাক মুঘল ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল
![]() |
প্রাক মুঘল ভারতে উত্তরাধিকার দ্বন্দ্ব গৃহযুদ্ধ ও রক্তপাত অনিবার্য ছিল ৷ প্রকৃতপক্ষে দিল্লির সুলতানি রাষ্ট্র এমনকি রাজপুত রাজ্যগুলির পশ্চাতেও ভারতের জনগণের সমর্থন ছিল না ৷ জাতীয় রাষ্ট্রের ধ্যান ধারণা ভারতের কখনো বিকাশ লাভ হয়নি ৷ ভারতের অর্থনীতি ছিল মূলত কৃষি ও ভূমি নির্ভর তার ফলে এখানে যুগ যুগ ধরে সামন্ততান্ত্রিক ব্যবস্থার শোষনে কৃষকরা জর্জরিত ছিল , এই জন্যই ভারতীয় রাষ্ট্রব্যবস্থার ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন হয়নি এবং জনসাধারণ এই রাষ্ট্রকে নিজেদের রাষ্ট্র হিসাবে কল্পনা করতে পারেননি ৷ বাবরের তীক্ষ্ণ দৃষ্টিতে এগুলি সবই ধরা পড়েছিল ৷
সবশেষে বলা যায় প্রাক মুঘল ভারতের কেন্দ্রীয় শক্তি দুর্বলতা এবং সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন ছিল না । যেখান থেকে জন্ম নিয়েছিল গৃহযুদ্ধের ৷ তৈমুরের বিধ্বংসীকর আক্রমণে ভারতের যে ক্ষতি হয়েছিল তার ক্ষত আর পূরণ করা যায়নি ৷ রাজনৈতিক কাঠামো আর আগের মতই জোড়া লাগেননি । সেই কারণে ভারতের এই অন্তসারশূন্য রাজনৈতিক অবস্থা বাবরের আঘাতে গুঁড়িয়ে দিয়েছিল ৷ আক্রমনের ফলে ভারতের এক পুরাতন সাম্রাজ্যের বিপদ ঘটে এবং অপর এক নতুন সাম্রাজ্য গড়ে ওঠার পথ প্রশস্থ হয় ৷