চীনে নয়া গণতন্ত্র বলতে কী বোঝো অথবা, নয়া গণতন্ত্র বলতে কী বোঝো
১৯৩৯ থেকে ৪০ খ্রিস্টাব্দে চীনের কমিউনিস্ট পার্টি যখন একই সঙ্গে জাপানি অগ্রসর এবং কুয়োমিং টাং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে লিপ্ত হন তখন অর্থাৎ ১৯৪০ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তার বিখ্যাত তাত্ত্বিক প্রবন্ধ অন নিউ ডেমোক্রেসি রচনা করেন এই প্রবন্ধে তিনি নয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পর্কে একটি তাত্ত্বিক ধারণা দিয়েছিলেন ৷ চীনা বিপ্লবের ক্ষেত্রে এক নতুন তথ্যই কেবলমাত্র এই প্রবন্ধে উপকার দেয়নি ৷ বিপ্লবের পরবর্তী স্তরে মার্কসবাদ ও লেনিনবাদের আদর্শের চীনে কিভাবে একটি নতুন সমাজ গড়ে উঠবে তারও একটি সুন্দর রূপরেখা মাও এই আলোচ্য প্রবন্ধে স্থান পেয়েছে ৷ এই প্রবন্ধে মাও-সে-তুং চীনের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক পরিস্থিতি নিপুণভাবে বিশ্লেষণ করে চীনে বিপ্লব প্রসঙ্গে নয়া গণতন্ত্রের তথ্যে উপনীত হয়েছিল ৷
মাও-সে-তুং বলেন আধা উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক দেশে যেখানে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ এবং তার রাজনৈতিক সমর্থকরা চীনা জনগণের প্রধান শত্রু যেখানে শিল্পানত পুঁজিবাদী রাষ্ট্রগুলির হাতে সর্বশক্তি কেন্দ্রীভূত রয়েছে ৷ সেখানে কেবলমাত্র শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ বিপ্লবকে সফল করতে পারেনা ৷ বিপ্লব সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়া দরকার ৷ তারা হলেন শ্রমিক শ্রেণি দরিদ্র ও মধ্যম কৃষক শ্রেণি বুদ্ধিজীবী এবং জাতীয় পুঁজিপত্রী শ্রেণী ৷ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই চারটি শ্রেণি ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্র বিরোধী সংগ্রাম গড়ে তুলে চীন বিপ্লবকে সাফল্যমন্ডিত করে তুলবে ৷ বিপ্লব সফল হবার পর স্বাধীন চিনে নয়া গণতন্ত্র গড়ে উঠবে ৷
এই নয়া গণতন্ত্র হবে পাশ্চাত্য বুর্জোয়া গণতন্ত্রের মধ্যে সম্পূর্ণ ভিন্ন ৷ কারণ এই ব্যবস্থা আর পুঁজিপতি ও শ্রমিকদের মধ্যে বিভেদ থাকবে না ৷ উপরন্ত সাম্রাজ্যবাদ ও তার প্রস্তর মুৎসুদ্ধি পুঁজিবাদ ও সামন্ততন্ত্রের ধ্বংসের উপর এই ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে ৷ আবার নয়া গণতন্ত্রের সাথে সোভিয়েত গণতন্ত্রের একটা পার্থক্য থাকবে ৷ কারণ সোভিয়েত গণতন্ত্রের সর্বহারা একনায়ক তন্ত্রের পরিবর্তে নয়া গণতান্ত্রিক ব্যবস্থার উপরিয়ক্ত চারটি ঐক্যবদ্ধ শ্রেণীর একনায়কতন্ত্র গড়ে উঠবে ৷ গণপ্রজাতন্ত্রী চীনের পতকায় দেখা যায় চারটি ক্ষুদ্র নক্ষত্র মাঝখানে একটি বৃহৎ নক্ষত্রকে ঘিরে রয়েছে । এই চারটি ক্ষুদ্র নক্ষত্র চারটি ঐক্যবদ্ধ শ্রেণীর প্রতীক মাঝখানে বড় নক্ষত্রটি চীনের কমিউনিস্ট পার্টির প্রতীক বহন করছে ৷
মাও-সে-তুং এর নয়া গণতন্ত্র সংক্রান্ত ধারণা কেবল চীনের বিপ্লবের ক্ষেত্রে নয় পরবর্তীকালে বিভিন্ন আধা উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রের এই তথ্য বিপ্লবের মডেল হিসেবে কাজ করেছিল । মাউ এর পূর্বে নয়া গণতান্ত্রিক ব্যবস্থার রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির বিষয় বিশদ ব্যাখ্যা করেছেন জাপান বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালানোর সময় কমিউনিস্টদের কার্যাবলী প্রধান এলাকা ইয়েনানকে কেন্দ্র করে যে কমিউনিস্ট নেতৃতাধী জাপানবিরোধী গণতান্ত্রিক পার্টি গুলি গড়ে ওঠে ছিল সেগুলিকে ৪০ এর দশকের গোড়ার দিকে নয়া গণতন্ত্রের ভিত্তিতে এক নতুন ধরনের ব্যবস্থা গড়ে তোলার পরীক্ষামূলক প্রচেষ্টা চালানো হয়েছিল ৷
তোমাকে অনেক ধন্যবাদ চীনে নয়া গণতন্ত্র বলতে কী বোঝো অথবা, নয়া গণতন্ত্র বলতে কী বোঝো এই নোটটি পড়ার জন্য