তুংচি পুনঃস্থাপন কি

তুংচি পুনঃস্থাপন কি

 তুংচি পুনঃস্থাপন কি

তুংচি পুনঃস্থাপন কি

নবিংশ শতকের দ্বিতীয়ার্ধে চীনের মাঞ্চু রাজবংশ বিবিধ সংকটের সম্মুখীন হয়েছিল ৷ অভ্যন্তরীণ ক্ষেত্রে তাইপিং বিদ্রোহ এবং বিদেশি শক্তিবর্গের আক্রমণের সম্মুখে মাঞ্চু রাজবংশের অস্তিত্ব রক্ষা করার ব্যাপারটিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন ৷ মাঞ্চু রাজবংশের অস্তিত্ব রক্ষার জন্য চীনে ১৮৬০ খ্রিস্টাব্দে থেকে যে সংস্কার প্রচেষ্টার সূত্রপাত হয় তা ইতিহাসে তুংচি পুনঃস্থাপন বা রিফর্মেশন বা তুংচি পুনরর্জীবন নামে অভিহিত করা হয়ে থাকে ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

তুংচি পুনর্জীবন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক রাইট বলেছেন যে,"শুধুমাত্র একটি রাজবংশ নয় একটি সভ্যতা যা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তাকে ৬ দশক কাল টিকিয়ে রাখার ব্যাপারে সেই সময়কাল কিছু উল্লেখযোগ্য রাজ কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ৷" ঐতিহাসিক ফেয়ার ব্যাঙ্ক 'The Cambridge history of china" গ্রন্থে বলেছেন সংস্কার আন্দোলনের মাধ্যমে শুধুমাত্র রাজবংশের অস্তিত্বকেই রক্ষন করা হয়নি সেই সঙ্গে মাঞ্জু ব্যবস্থার মৌলিক কাঠামো কেউ বজায় রাখার একটি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল ৷"


বিভিন্ন ঐতিহাসিকদের স্বতন্ত্রে দৃষ্টিভঙ্গি বিশ্লেষণের মধ্যে দীর্ঘমেয়াদি বা মৌলিক কাঠামোগত পরিবর্তনের প্রেক্ষাপটে এই পুনর্জীবন হয়তো পূর্ণ সফল্য আখ্যা দেওয়া যায় না ৷ তত সত্বেও চীনা তার দীর্ঘ রাজতান্ত্রিক জীবনে তার চেতনা জগতে যে আবদ্ধতা ও বন্ধুত্বের আচ্ছাদন আবৃত হয়েছিল তুংচি পুনর্জীবন তার আকস্মিক শ্রেষ্ঠত্বের ধারণা বাস্তবের কঠিন মাটিতেও পতিত করে তাদের দুর্বলতা ভঙ্গুরতাকে অসহতাকে বলে মানুষকে তুচ্ছ করে তুলাতে সাফল্য লাভ করেছিল । আর তার ফলেই চিনা আর্থিক সামরিক সহ সকল ক্ষেত্রেই নতুন পথে ও নবদিশায় তাদের প্রাথমিক জড়তা কে পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন ৷

তোমাকে অনেক ধন্যবাদ তুংচি পুনঃস্থাপন কি এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟