লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কী ছিল।

লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কী ছিল।

লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কী ছিল।

লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কী ছিল।

৯১৭ খ্রিস্টান্সে রুশ বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে মার্কসবাদী বলশেভিক দল রাশিয়ার শাসনক্ষমতা দখল করে । লেনিন বিশুদ্ধ মার্কসবাদের পথ থেকে সরে এসে ১৯২১ খ্রিস্টব্দে 'নতুন অর্থনৈতিক নীতি' (New Economic Policy বা NEP) ঘোষণা করেন ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' ঘোষণার কারণ

নতুন অর্থনৈতিক নীতি' ঘোষণার বিভিন্ন কারণ ছিল। যেমন- বলশেভিক শাসনের প্রথমেই রাশিয়ার বিপ্লবী ও প্রতিবিপ্লবীদের মাত্রা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ (১৯১৮ -২১খ্রিঃ) তীব্র আকার ধারণ করে । রুশ বিপ্লব ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন বৈদেশিক শক্তি রাশিয়ার আক্রমণ চালায় ।

দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকটের মোকাবিলা করার উদ্দেশ্যে 'সামরিক সাম্যবাদের' দ্বারা কৃষকের ব্যক্তিগত জমি ও উবুদ্ধ শস্য সরকার হস্তগত করলে কৃষর বিদ্রেহ তীব্র আকার ধারণ করে ৷ বলশেভিক সরকারের প্রাথমিক অর্থনৈতিক নীতির কারণে বহু বিদ্রোহী কৃষক চাষ বাস বন্ধ করে দেয়, যার ফলে রাশিয়ার ৪০ শতাংশ কৃষিজমি অনাবাদী পড়ে থাকে এবং শস্য উৎপাদন প্রায় ৪৭ শতাংশ হাস প্রায় । শস্য উৎপাদন হ্রাস পেলে রাশিয়ায় তীব্র খাদ্য সংকট শুরু হয় । ১৯২১ খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষে বাশিয়ায় বহু মানুষের মৃত্যু ঘটে।

শিল্প পরিচালনায় শ্রমিকদের কোনো অভিজ্ঞতা না থাকলেও ইতিপূর্বে বলশেভিক সরকার তাদের হাতে শিল্পকারখানা পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিল । ফলে রাশিয়ায় শিল্প উৎপাদন ভীষণ কমে যায় এবং বহু কলকারাখানাও বন্ধ হয়ে যায় ।

সোভিয়েত রাশিয়ার দুর্ভিক্ষের সময় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ প্রাদ্যশস্য পাঠিয়ে রাশিয়ার বহু মানুষের প্রাণ রক্ষা করে।

তোমাকে অনেক ধন্যবাদ লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কী ছিল। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟